<p style="text-align:justify">বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।</p> <p style="text-align:justify">এতিমখানার শিক্ষার্থীদের উদ্দেশে পুনাকের সভানেত্রী বলেন, ‘পুনাক অসহায় মানুষকে সহযোগিতা করে আসছে। আমরা তোমাদের পাশে থাকব।’</p> <p style="text-align:justify">তিনি এতিমখানায় কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনার আশ্বাস দেন।</p> <p style="text-align:justify">এ সময় পুনাকের সহসভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর ও পুনাকের অন্য নেতৃবৃন্দ এবং স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার কার্যনির্বাহী পরিষদের সভাপতি খাজা আলী মাদানী ও তত্ত্বাবধায়ক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। </p> <p style="text-align:justify">পরে পুনাকের সভানেত্রী এতিমখানার ১৮০ জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেন।</p>