<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেছেন, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে যখন ছাত্র হত্যা করা হচ্ছিল, তখন সেই হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিলেন বীর সাংবাদিকরা। তাঁরা বুকের তাজা রক্ত দিয়ে আজ ইতিহাসের অংশ হয়ে আছেন। কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পত্রিকার প্রধান কার্যালয়ে ২৪-এর শহীদ সাংবাদিকদের পরিবারকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বৈরাচার আমলেও কালের কণ্ঠ নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছে উল্লেখ করে কাদের গনি চৌধুরী বলেন, আগামী দিনে আর কোনো স্বৈরাচার যাতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর চেপে বসতে না পারে সে জন্য গণমাধ্যম যথাযথ ভূমিকা পালন করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণমাধ্যমকর্মী হিসেবে আমাদের দায়বদ্ধতা একমাত্র দেশের ও দেশের জনগণের প্রতি। আমাদের আর কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ শহীদ সাংবাদিকদের পরিবারের পাশে আছে এবং থাকবে বলে জানান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে উপস্থিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানিয়ে কাদের গনি চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাংবাদিকরা কষ্টে থাকলে উনি পাশে দাঁড়ান। একজন শহীদ সাংবাদিকের মা বলেছেন, আজকে আমরা আছি কিন্তু তাঁর সন্তান নেই। তাঁকে বলব, আমরা আছি মা। একজন শহীদ বীরের মা হিসেবে আপনি জাতির মা। আমরা সবাই আপনার সন্তান। আমরা সবাই আছি, আপনাকে একা ভাবার কোনো কারণ নেই। ইস্ট ওয়েস্ট মিডিয়া, কালের কণ্ঠ, বসুন্ধরা গ্রুপ আপনাদের পাশে আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>