<p style="text-align:justify">সূচকের উত্থান-পতনের মধ্যদিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ২ হাজার ৬৫৮ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।</p> <p style="text-align:justify"><strong>ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)</strong></p> <p style="text-align:justify">সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.৪০ শতাংশ বা ২ হাজার ৬৫৮ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা।</p> <p style="text-align:justify">চলতি সপ্তাহে কমেছে ডিএসইর দুইটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫.১৯ পয়েন্ট বা ০.১০ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৬.৭০ পয়েন্ট বা ০.১৩৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৬.৮৪ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ।<br />  <br /> সূচকের উত্থান-পতনের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা।<br />  <br /> এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১ কোটি ৫৩ লাখ টাকা বা ০.৪৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ১২ লাখ টাকা।<br />  <br /> সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪০টি কম্পানির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কম্পানির শেয়ারের দাম।<br />  <br /> <strong>চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)</strong><br />  <br /> এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৬৩ শতাংশ ও ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৪৫৯.৯১ পয়েন্টে ও ৮৭৯৭.১০ পয়েন্টে।<br />  <br /> এছাড়া, সিএসই-৫০ সূচক ০.৯২ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৯.৮৩ পয়েন্টে ও ১১৯১৭.১৫ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ০.১১ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯৩৩.০৪ পয়েন্টে।<br />  <br /> চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৫ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১৬৭ কোটি ৪৬ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ১২৭ কোটি ১১ লাখ টাকা।<br />  <br /> সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি কম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির কম্পানির শেয়ার দর।</p>