বগুড়ার শেরপুরে জামায়াতের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
বগুড়ার শেরপুরে জামায়াতের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
ছবি: কালের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় দুস্থ নারী ও পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় শহরের হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত প্রার্থী শিল্পপতি আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নাজমুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমান, শফিকুল ইসলাম, শাহীন আলম, অফিস সেক্রেটারি অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বজলুর রহমান, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আমিনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক ইফতেখার আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম সাখাওয়াত হোসেন, আব্দুল খালেক, জহির রায়হান, শাহ্ আলম সোহান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলার পাঁচ শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয় করা।

এ সময় প্রধান শিল্পপতি আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান বলেন, আপনাদের চাহিদা অনুযায়ী এই উপহার কিছুই না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না। সৎ ও খোদাভীরু জনপ্রতিনিধি নির্বাচিত হলে জাতীয় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদের দ্বিতীয় দিনেও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভিড়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
ঈদের দ্বিতীয় দিনেও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভিড়
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে তোলা। ছবি: কালের কণ্ঠ

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি ছুটছে হাজার হাজার মানুষ। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের উভয় ঘাটের লঞ্চটর্মিনালে যাত্রীর ভির লেগেই আছে। 

সংশ্লিষ্ট সূত্রমতে, যাত্রাপথে ভোগান্তির আশঙ্কাসহ নানা কারণে ঈদের আগে যারা বাড়ি যাননি, আজ তারা রাজধানী ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়ি যাচ্ছেন।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে দুপুর দৌলতদিয়া ঘাট সরেজমিন ঘুরে দেখা যায়, ঈদের দ্বিতীয় দিনেও সেখানে ঘরমুখো মানুষের ভির।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একেকটি লঞ্চ পনের মিনিট পরপর এসে ভিরছে দৌলতদিয়া লঞ্চঘাটে। টার্মিনালে যাত্রী নামিয়ে সেখান থেকে রাজধানীমুখো সামান্য কিছু যাত্রী নিয়ে লঞ্চগুলো দ্রুত পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এদিকে লঞ্চ থেকে ঘাটে নেমে হাঁটাপথ পেরিয়ে দৌলতদিয়া ঘাট টার্মিনালে যাচ্ছে শত শত যাত্রী। সেখান থেকে বাস, মাহেন্দ্র, অটোরিকশায় বিভিন্ন গাড়িতে করে তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।
 

ঢাকার সাভার থেকে আসা পোশাককর্মী আফরোজা খাতুন বলেন, ‘আমার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরে। ইচ্ছে ছিল ঈদের আগের দিন বাড়ি যাবো। কিন্তু বিশেষ কাজ থাকায় যেতে পারিনি। আজ যাচ্ছি।

ছুটি শেষ হওয়ার এক দিন আগেই আবার সাভারে ফিরব।’ 

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘সাড়ে চার বছর সাভারে থাকি। প্রতি বছর ঈদের আগে পাটুরিয়া ঘাটে যানজট থাকতো। ঈদের পরে দৌলতদিয়া ঘাটে। তখন অনেক কষ্টে বাড়ি যেতে হতো।

কিন্তু এবার কোন যানজট নেই। লঞ্চঘাটে মানুষের ভির থাকলেও কোন ভোগান্তি নাই।’ 

এদিকে ঘাট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, যাত্রাপথে ভোগান্তির আশঙ্কাসহ নানা কারণে যারা ঈদের আগে বাড়ি যাননি, আজ তারা রাজধানী ছেড়ে স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গ্রামের বাড়ি যাচ্ছেন। ঈদের পরদিন এই নৌপথে এতো মানুষ লঞ্চ পারাপার হতে এর আগে কখনও দেখা যায়নি। 

দৌলতদিয়া লঞ্চটার্মিনালে কর্তব্যরত বিআইডব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার শিমুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ঈদের দ্বিতীয় দিন আজও রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি ছুটছে হাজারো মানুষ। ছোট-বড় ২০টি লঞ্চে সার্বক্ষণিকভাবে যাত্রী পারাপার করছে।

প্রাসঙ্গিক
মন্তব্য
ঈদ আনন্দ

ভাড়া মিলনায়তনে চলছে বাংলা সিনেমা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ভাড়া মিলনায়তনে চলছে বাংলা সিনেমা

ঈদে সকল শ্রেণির দর্শকদের সুস্থ বিনোদন দিতে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে বাংলা সিনেমা প্রদর্শন করা হচ্ছে। ঈদের দিন থেকে চালানো হচ্ছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও ভারতের নায়িকা রিদিকা পাল অভিনীত বাংলা ছায়াছবি “বরবাদ”। জনপ্রতি দেড়শত টাকায় টিকেট কেটে সিনেমা দেখছেন দর্শকরা। প্রজেক্টরের মাধ্যমে সিনেমা দেখানো হচ্ছে, ভিড়ও অনেক।

প্রতিদিন বিকেল সাড়ে ৩টা, সাড়ে ৬টা ও রাত্রী সাড়ে ৯টায় ৩টি শো’তে সিনেমা চলছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে পোস্টার, করা হয়েছে মাইকিং। আগামী ১৫ থেকে ২০দিন এই সিনেমা প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সিনেমা দেখতে আসা দর্শক নাজমুল হাসান, সুমন সেখ, আলী হোসেন ও রুবাইয়া জামান বলেন, প্রদর্শিত ছবিটা অনেক সুন্দর।

সিনেমা হলবিহীন সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে এ ধরনের আয়োজন করায় তারা অনেক খুশি। এ ধরনের বিনোদনের আয়োজন করায় আয়োজকদেরও ধন্যবাদ জানিয়েছেন তারা। পাশাপাশি সিরাজগঞ্জ জেলায় বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো পুনরায় চালুর দাবী জানিয়েছেন আগত দর্শকরা। 

আরো পড়ুন
চোখের পানিতে কাটল ফয়সালের মায়ের ঈদ

চোখের পানিতে কাটল ফয়সালের মায়ের ঈদ

 

সিনেমার আয়োজক ও চলচিত্র নৃত্যু পরিচালক সাইফুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ শহরের চক কোবদাসপাড়ায়।

তিনি চলচিত্র নৃত্যু পরিচালক সমিতির সাবেক সহ-সভাপতি এবং জাসাসের চলচিত্র বিষয়ক সম্পাদক।

সিনেমা চালানোর প্রসঙ্গে তিনি বলেন, ৪০০ সিটের এই মিলনায়তনটি দৈনিক ৫ হাজার ৭৫০ টাকা ভাড়ায় সিনেমা চালানো হচ্ছে। টিকিটের দাম ধরা হয়েছে জনপ্রতি ১৫০ টাকা। প্রতিটি শোতে কিছু সিট খালি থাকলেও মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, যে সব জায়গায় সিনেমা হল বন্ধ রয়েছে, সেই সব অঞ্চলে মিলনায়তন ভাড়া নিয়ে ছবি প্রদর্শনে আইনি কোনো বাধা নেই।

এজন্য মন্ত্রণালয়, সিনেমা হল মালিক, পরিচালক, প্রযোজক ও পরিচালক সমিতি এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও পৌরসভার অনুমোদন নেওয়া হয়েছে।

আরো পড়ুন
খেজুর থেকে দূরে থাকবেন যারা

খেজুর থেকে দূরে থাকবেন যারা

 

তিনি আরো বলেন, গত বছরও একই ভাবে সিনেমা চালানো উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু প্রতিহিংসামূলক কারণে অবৈধভাবে বাধা দেওয়ায় মাত্র ৩দিন চালানোর পর সিনেমা বন্ধ করে দিতে হয়েছিল। এবার আশা করছি ১৫ থেকে ২০ দিন সিনেমা চালাতে পারবো। সুস্থ বিনোদন উপভোগের জন্য অস্থায়ী এই সিনেমা হলে দর্শকদের আসার আহবান জানিয়েছেন এই আয়োজক।

এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ পৌরবাসীকে সুস্থ বিনোদন উপহার দেওয়ার জন্য দৈনিক ভাড়ার ভিত্তিতে পৌর ভাসানী মিলনায়তনে সিনেমা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। মিলনায়তনের সার্বিক নিরাপত্তা দেবে আয়োজকরা। এই ভাবে সিনেমা চলতে পারে কি না সিনেমা সংশ্লিষ্টরা বিষয়টি ভাল বলতে পারবেন, আমরা পৌরবাসীর বিনোদন প্রাপ্তির আশায় অনুমোদন দিয়েছি।

মন্তব্য

চোখের পানিতে কাটল ফয়সালের মায়ের ঈদ

আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা)
আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা)
শেয়ার
চোখের পানিতে কাটল ফয়সালের মায়ের ঈদ
সন্তান ছাড়া ঈদ কাটানোর বর্ণনা দিচ্ছেন মা হাজেরা বেগম। ছবি : কালের কণ্ঠ

আজ মঙ্গলবার দুপুরে ফয়সালের বাড়িতে গিয়ে দেখা গেল, হাজেরা বেগম ঘরে বসে কাঁদছেন। তার কান্নার কারণ, ঘরে কোনো ঈদের আনন্দ নেই। সন্তান ছাড়া কোনো মায়ের ঈদ আনন্দের হতে পারে না। হাজেরা বেগম গণ-অভ্যুত্থানে শহীদ ফয়সালের মা।

তার বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামে। জেলায় শহীদ পরিবারের একটি অনুষ্ঠানে যোগ দিতে গেছেন বাবা সফিকুল ইসলাম।

সাংবাদিকদের দেখে হাজেরা বেগম বলেন, ‘কত মানুষ দেখি, আমার মানিক ফয়সালকে দেখি না। ঈদ কাটল আমার কলিজার টুকরা মানিক ছাড়া চোখের পানিতে।

ঈদের আগে কেনাকাটার জন্য টাকা পাঠিয়ে আর বলল না, মা টাকা পাঠিয়েছি, তোমার, বাবার এবং ফাহাদের জন্য ঈদের নতুন কাপড় কিনে নিও। ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে বলল না, মা সেমাই দাও। কী অপরাধ ছিল আমার মানিকের?’

শহীদ ফয়সালের লাশ পায়নি পরিবার। বেওয়ারিশ হিসেবে রাজধানীর রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর খুঁড়ে একসঙ্গে ১২০ জনকে দাফন করে দেয়।

সেই আক্ষেপ রয়েছে মায়ের। তিনি বলেন, ‘আমার পুতের লাশটিও পাইনি। মানিকের কবরের পাশে কান্না করার সুযোগও পাচ্ছি না।’

প্রাসঙ্গিক
মন্তব্য

পীরগাছায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
শেয়ার
পীরগাছায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
সংগৃহীত ছবি

রংপুরের পীরগাছায় তিন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) কল্যাণী ইউনিয়ন পরিষদের সদস্য নেছার আহম্মেদ মামলাটি করেন। অভিযোগ উঠেছে, নেছারকে দিয়ে মামলাটি করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন ।

আসামিরা হলেন একাত্তর টেলিভিশন ও দৈনিক সংবাদের পীরগাছা প্রতিনিধি আব্দুল কুদ্দুস সরকার, দৈনিক নতুন স্বপ্নের বার্তা সম্পাদক হারুন অর রশিদ বাবু এবং সাংবাদিক শাহীন মির্জা সুমন।

এ ছাড়া ভিজিএফ বঞ্চিত আজগার আলী ও শাহজাহান মিয়াকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন
খেজুর থেকে দূরে থাকবেন যারা

খেজুর থেকে দূরে থাকবেন যারা

মামলার এজাহারে বলা হয়েছে, ঈদের আগে কল্যাণী ইউনিয়নে সরকারিভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়। কিন্তু কয়েকজন সাংবাদিক ও স্থানীয় লোকজন শিশু-কিশোরদের ব্যবহার করে একটি ভিডিও ধারণ করেন, যা ইউএনও, ইউনিয়ন পরিষদ প্রশাসক এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে করা হয়েছে। এ ঘটনায় সরকারের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

বাদীর দাবি, তিনি ইউএনও কার্যালয়ে আইনি সহায়তার জন্য যাওয়ার পথে অভিযুক্ত সাংবাদিকরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তার ওপর আক্রমণ চালানো হয়। পরে ইউএনও নাজমুল হক সুমন ও ইউপি প্রশাসক ফারুকুজ্জামান ডাকুয়াকে বিষয়টি অবহিত করে মামলা করা হয়।

আরো পড়ুন
জুলাই অভ্যুত্থানের শহীদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

জুলাই অভ্যুত্থানের শহীদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্থলে প্রশাসক হিসেবে নিয়োগ পান উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া।

অভিযোগ উঠেছে, তিনি ইউএনওর নাম ব্যবহার করে ভিজিএফের স্লিপ স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে ভাগ করে দেন। এ ঘটনায় ২৬ মার্চ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন ইউপি সদস্য ও সাংবাদিক শাহীন মির্জা সুমন।

সাংবাদিক আব্দুল কুদ্দুস সরকার বলেন, ‘ইউএনও সুমন পীরগাছায় যোগদানের পর থেকেই একের পর এক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন। আমরা এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষিপ্ত ছিলেন। এমনকি তিনি নিজে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করেন।

আমি তথ্য অধিকার আইনে একাধিক ভুয়া প্রকল্পের তথ্য চেয়েছি বলেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের নামে মামলা করেন।'

আরো পড়ুন
ঈদের ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়

ইউএনও সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সাংবাদিক হারুন অর রশিদ বাবু বলেন, 'সুমনের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশ করেছি। সর্বশেষ, কল্যাণী ইউনিয়নে ভিজিএফ বিতরণে অনিয়মের খবর প্রকাশ করি। এই ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা ইউএনও ও ইউপি প্রশাসকের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল বের করে। আমি সেই মিছিলের লাইভ সম্প্রচার করি। এরপরই ইউএনও আমাদের বিরুদ্ধে মামলা করালেন।'

সাংবাদিক শাহীন মির্জা সুমন বলেন, ইউএনও মামলার বাদী করেছেন নেছারকে। আর কথিত সাংবাদিক ও সাবেক ছাত্রলীগ নেতা রাজীব মুন্সিকে সাক্ষী করা হয়েছে।

আরো পড়ুন
মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা, নিহত দুই বন্ধু

মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা, নিহত দুই বন্ধু

ইউপি প্রশাসক ডাকুয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ছাড়া ইউএনও সুমনের সঙ্গেও মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, পাঁচজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। তদন্ত চলছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ