ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

‘যন্ত্রণায়’ ভুগে মারা গেছেন ম্যারাডোনা, বলছেন ফরেনসিক বিশেষজ্ঞ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘যন্ত্রণায়’ ভুগে মারা গেছেন ম্যারাডোনা, বলছেন ফরেনসিক বিশেষজ্ঞ
২০২০ সালে মারা যান ম্যারাডোনা। ছবি : সংগৃহীত

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ মরিসিও ক্যাসেনেলি। আর্জেন্টাইন কিংবদন্তির ময়নাতদন্তে অংশ নেওয়া ক্যাসেনেলি জানিয়েছেন, ‘যন্ত্রণায়’ কাতরাতে কাতরাতে মারা গেছেন ম্যারাডোনা।

আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন ক্যাসেনেলি। তিনি বলেছন, ‘হৃদযন্ত্র বন্ধ এবং লিভার সিরোসিসে ম্যারাডোনার মৃত্যুর আগে কমপক্ষে ১০ দিন আগে তার ফুসফুসে পানি জমেছিল।

ডাক্তার এবং নার্সদের এ বিষয়টা লক্ষ্য করা উচিত চিল। এতে হৃদপিন্ডের ওজন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ছিল। ফলে মৃত্যুর আগে কমপক্ষে ১২ ঘণ্টা যন্ত্রণায় কাতরিয়েচ্ছেন তিনি।’

ম্যারাডোনাকে যে বাড়িতে রাখা হয়েছিল তা গৃহ হাসপাতালের জন্য উপযুক্ত ছিল না বলেও জানিয়েছেন ক্যাসেনেলি।

তিনি বলেছেন, ‘ম্যারাডেনাকে যেখানে রাখা হয়েছিল তা গৃহ হাসপাতালের জন্য উপযুক্ত ছিল না। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং ‘অ্যাকিউট পালমোনারি এডেমা’য় কারণে ফুসফুসে পানি জমে মারা গেছেন তিনি।’

২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনো। তবে পরিবারের অভিযোগ চিকিৎসায় অবহেলা করেছেন ৭ স্বাস্থ্যকর্মী।

তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই বর্তমানে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সান ইসিদরোয় বিচার কাজ চলছে স্বাস্থ্যকর্মীদের। আগামী জুলাই পর্যন্ত কমপক্ষে ১২০ জনের সাক্ষ্য নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। এই বিচার কাজ চলার সময়ই কিছুদিন আগে গ্রেপ্তার করা হয় ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়াকেও।

মন্তব্য

সম্পর্কিত খবর

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ যারা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ যারা

২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২৩ জনের নতুন তালিকায় নতুন মুখ স্যাম কনস্টাস ছাড়াও বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও অলরাউন্ডার বিউ ওয়েবস্টার।

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেকে ৬০ রানের সাহসী ইনিংস খেলে প্রথম আলোচনায় আসেন ওপেনার কনস্টাস। ওই ইনিংসে বুমরাহকে যেভাবে সাহসের সঙ্গে বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরেছেন, তাতেই সবার নজরে পড়ে যান তিনি।

সেই সাহসের পুরস্কার পেতে দেরি হলো না কনস্টাসের। জায়গা পেলেন কেন্দ্রীয় চুক্তিতে।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মাত্র দুই টেস্টেই ১৬ উইকেট নেন কুনেমান, হন সিরিজসেরাও। মাত্র ৫ টেস্টের ক্যারিয়ারে তার উইকেট ৩৫টি।

এবার সেই পারম্যান্সের পুরস্কার পেলেন কেন্দ্রীয় চুক্তিতে নাম দিয়ে। 

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেক হয় অলরাউন্ডার বিউ ওয়েবস্টারেরও। প্রথম ম্যাচেই ফিফটি করার পাশাপাশি বল হাতে ছিলেন বেশ কার্যকর। তাকেও রেখেছে চুক্তিতে।

এ ছাড়া চোট কাটিয়ে ফেরা মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন। তিন সংস্করণের সবকটিতে না খেললেও যথারীতি আছেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ, উসমান খাজা ও নাথান লায়ন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে যে ২৩ জন

প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি,  স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বিউ ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জাভিয়ের বার্টলেট।    

মন্তব্য

ম্যানইউতেই থাকছেন ফার্নান্দেজ, বললেন আমোরিম

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ম্যানইউতেই থাকছেন ফার্নান্দেজ, বললেন আমোরিম

ব্রুনো ফার্নান্দেজের ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির প্রধান কোচ রুবেন আমোরিম। আমোরিম জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে দল ছাড়তে দেওয়া হবে না ফার্নান্দেজকে।

ম্যানইউর সঙ্গে ফার্নান্দেজের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। গত আগস্টে এই  চুক্তি নবায়ন করেছিল ৩০ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডার।

তবে সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য যোগদান নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে মঙ্গলবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আমোরি বলেন, ‘না, এটি ঘটবে না।’

কিভাবে তিনি এতটা নিশ্চিত? জবাবে এই সাবেক স্পোর্টিং কোচ হেসে বলেন, ‘কারণ আমি তাকে আগেই বলে দিয়েছি!’ নতুন মৌসুমে স্কোয়াডে অনেক পরিবর্তনের ইঙ্গিত দিলেও আমোরিমের কথায় পরিষ্কার, ফার্নান্দেজ ইউনাইটেডেই থাকছেন। 

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করেছেন, যেখানে ইউনাইটেডের আর কোনো খেলোয়াড় এখনো দুই অঙ্কের গোলসংখ্যায় পৌঁছাতে পারেননি।

সর্বশেষ আন্তর্জাতিক বিরতির আগের সপ্তাহে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, পাঁচ গোল করেছিলেন, যার মধ্যে ছিল ইউরোপা লিগের শেষ ষোলোতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে ৩১ গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) ফার্নান্দেজের। যা লিগে মোহাম্মদ সালাহ (৫৪) ও আর্লিং হালান্ডের (৩৩) পর তৃতীয় সর্বোচ্চ।

মন্তব্য

দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন চ্যাপম্যান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন চ্যাপম্যান

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান। তার জায়গায় দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটার টিম সাইফার্টকে। 

নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন মার্ক চ্যাপম্যান। পরে ফিল্ডিংয়ের সময় তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান।

স্ক্যানের পর জানা গেছে, তার হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার হয়েছে।

শনিবার মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে সুস্থ হয়ে ফিরতে পারবেন বলে আশা করছেন কোচ গ্যারি স্টেড, ‘প্রথম ওয়ানডেতে বিশেষ এক ইনিংস খেলার পর চ্যাপম্যানের ইনজুরির খবর হতাশাজনক। তবে ভালো দিক হলো, তার চোট গুরুতর নয়। তাই আমরা আশাবাদী, তিনি দ্রুত রিহ্যাব সম্পন্ন করে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন।

চ্যাপম্যানের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া সাইফার্ট পাকিস্তানের বিপক্ষে সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ২৪৯ রান করেন তিনি। স্টেড বিশ্বাস করেন, ৫০ ওভারের ফরম্যাটেও এই ফর্ম ধরে রাখতে পারবেন সাইফার্ট।

নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড :

টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদি আশোক, মাইকেল ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, মিচ হেই, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও'রউর্ক, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়াং।

মন্তব্য

দ্বিতীয় দ্রুততম ৮ হাজারের মাইলফলকে সূর্যকুমার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দ্বিতীয় দ্রুততম ৮ হাজারের মাইলফলকে সূর্যকুমার
সূর্যকুমার যাদব।

চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। দলের জয়ের পথে অপরাজিত ৯ বলে ২৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। আর তাতেই টি-টোয়েন্টি সংস্করণে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটার। 

টি-টোয়েন্টিতে বল খেলার দিক থেকে ৮ হাজার ছুঁয়া দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান সুর্যকুমার।

মাইলফলক ছুঁতে তিনি বল খেলেছেন ৫ হাজার ২৫৬টি। 

বল খেলার দিক দিয়ে এই মাইলফলক ছুঁয়া দ্রুততম ব্যাটার আন্দ্রে রাসেল। টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করতে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের লেগেছিল ৪ হাজার ৭৪৯ বল।

ইনিংসের হিসেবে অবশ্য সুর্যকুমার বা রাসেল অনেক পেছনে।

২৮৮ ইনিংস খেলে ৮ হাজার হলো সুর্যকুমারের। স্রেফ ২১৩ ইনিংসেই ৮ হাজার রান করেন ক্রিস গেইল। এ ছাড়া ২১৮ ইনিংস লেগেছে বাবর আজমের। ২৪৩ ইনিংসে ৮ হাজার ছুঁয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম বিরাট কোহলি।
২৪৪ ইনিংস মোহাম্মাদ রিজওয়ানের ও ২৫৪ ইনিংস অ্যারন ফিঞ্চের।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ২৭১ ইনিংসে ৮ হাজার ছুঁয়ে রেকর্ডের আটে আছেন তামিম ইকবাল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ