রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

রাজবাড়ী সদর উপজেলায় সালমা খাতুন (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার বরাট ইউনিয়নের হাউলিজয়পুর গ্রামে শোবার ঘর থেকে

নিহত সালমা খাতুন একই গ্রামের আজাদের স্ত্রী। আজাদ গত এক বছর ধরে সৌদি আরবে কর্মরত। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে সালমার শাশুড়ি দেখেন তার ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে বিছানার ওপর সালমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃত্যুর কারণ চিকিৎসকরা প্রতিবেদন দিলে জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ নগদ টাকা জব্দ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ নগদ টাকা জব্দ
ছবি : কালের কণ্ঠ

কক্সবাজারে টেকনাফের শীর্ষস্থানীয় ডাকাত সর্দার হারুন ডাকাতের ঘরে অভিযান চালিয়ে নগদ ৩০ লক্ষাধিক টাকাসহ অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে যৌথ বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের হারুন ডাকাতের ঘরে এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

আরো পড়ুন
‘আসল যুদ্ধের’ বাস্তবতায় বাংলাদেশও

‘আসল যুদ্ধের’ বাস্তবতায় বাংলাদেশও

 

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে হারুন ডাকাত তার গ্রামের ঘরে অবস্থান করার খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা গতকাল ভোরে অভিযান পরিচালনা করেন। অভিযানে হারুনের ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড তাজা গোলা, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৩০ লাখ ৩৮ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার, একাধিক চেকবই ও ১০টি মোবাইল সিমকার্ড ও মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ১৯টি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

অভিযানের সময় কৌশলে পালিয়ে যাওয়ায় হারুনকে আটক করা সম্ভব হয়নি।

এলাকাবাসী জানান, হারুন ডাকাত টেকনাফ সীমান্তের আতঙ্ক। তার দলে আরো সদস্য রয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ডাকাতি, অপহরণ, ছিনতাই এবং ইয়াবার চালান পাচারে জড়িত হারুন ডাকাতের বাহিনী।

ঈদের সময় নিজ ঘরে অবস্থান করার খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালালেও ঘরের পেছনের দরজা দিয়ে হারুন ডাকাত কৌশলে পালিয়েছেন।

মন্তব্য

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২০
ছবি: কালের কণ্ঠ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও একই সড়কের সোনাশুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের ১৫ যাত্রী আহত হয়।

এদিকে, একই সড়কের সুনাশুর নামক স্থানে সকাল ১০টার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ৫ জন আহত হয়। উভয় ঘটনায় আহত ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

মন্তব্য

কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন বাতিল

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন বাতিল

গাজীপুরের কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল।

আয়োজকরা জানিয়েছেন, গত ৫২ বছর ধরে ওই মাঠে স্থানীয় সংস্কৃতিকর্মীদের আয়োজনে নাটক, গীতিনাট্য, পালা গানের মঞ্চায়ন হয়। এটি ছিল ৫২তম আসর।

মাসখানেক ধরে ‘আপন দুলাল’ নাটক মঞ্চায়নের জন্য রিহার্সাল করা হয়েছিল।  

নাটক আয়োজনের সঙ্গে যুক্ত স্থানীয় নাট্যকর্মী খন্দকার শাহাদাত হোসেন বলেন, গত বুধবার রাতে তাঁরা বাজারে বসেছিলেন। এ সময় সেখানে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার, মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন মুসল্লি এসে তাদেরকে নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন। চিরদিনের জন্য এখানে নাটক বন্ধ রাখার নির্দেশ দেন।

বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেল খুলে নিয়ে যায় ডেকোরেটরের লোকজন। 

শাহাদাত হোসেন আরো বলেন, ‘আপন দুলাল’ একটি গীতিনাট্য। এতে কোনো নারী চরিত্র নেই। নাটকে কোনো নারীর অভিনয় নেই।

এটি একটি পরিশীলিত নাটক। তবুও নাটকটি মঞ্চে গড়াতে দেয়নি তারা। আমাদের এতদিনের প্রস্তুতি-শ্রম সব বিফলে গেল। 

এ প্রসঙ্গে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার বলেন, ‘সমাজে একটি খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা নাটক আয়োজক কমিটিকে সেটি অনুষ্ঠিত না করার জন্য অনুরোধ করে। তারাও সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত সেই নাটক অনুষ্ঠান করেননি।

এখানে এককভাবে কেউ নিষেধ করেনি। স্থানীয় মুসল্লি ও সর্বজন শ্রদ্ধেয় গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে আয়োজকদের অনুরোধ করেছেন।’

রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা সমাজের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে নাটক বন্ধ করে দিয়েছি। শুধু রানীগঞ্জ নয়, পুরো দুর্গাপুর ইউনিয়নে আর কখনো কোনো নাটক অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এসব করলে সমাজে খারাপ প্রভাব পড়ে।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘নাটক আয়োজক কিংবা বাধা প্রদানকারী কোনো পক্ষই থানায় এ প্রসঙ্গে কিছু জানায়নি। আমার এ বিষয়ে জানা নেই।’

প্রাসঙ্গিক
মন্তব্য

কালকিনিতে দুর্বৃত্তের কোপে মাছচাষির হাত বিচ্ছিন্ন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
কালকিনিতে দুর্বৃত্তের কোপে মাছচাষির হাত বিচ্ছিন্ন
ইউনুস সরদার। ছবি : সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে এক মাছচাষি ইউনুস সরদারকে (৪৫) কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে তারা। স্ত্রী শঙ্কামুক্ত হলেও আশঙ্কাজনক অবস্থায় ইউনুসকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে।

আহত ইউনুস কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের মফেজ সরদারের ছেলে।

আরো পড়ুন
৯ বছরেও চালু হয়নি দেড় কোটির কোয়ারেন্টাইন স্টেশন, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

৯ বছরেও চালু হয়নি দেড় কোটির কোয়ারেন্টাইন স্টেশন, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

 

পুলিশ, আহতের স্বজন ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার ভোররাতে একদল দুর্বৃত্ত মাছচাষি ইউনুস সরদারের বসতঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ইউনুসকে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। বাধা দিলে মাছচাষির স্ত্রীকে পিটিয়ে আহত করে।

তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

কালকিনির সিডিখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আহত ইউনুসের চাচা সহিদ সরদার বলেন, ‘ইউনুস আমার বংশের ছেলে।

তার বাড়ি আমার বাড়ির কাছাকাছি। পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। রাতের বেলার ঘটনা হওয়ায় বিষয়টি এখনো পরিষ্কার বলা যাচ্ছে না।’

আরো পড়ুন
যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

 

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, ‘কে বা কারা এই হামলা চালিয়ে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

আহতের চিকিৎসা হাসপাতালে চলছে। এলাকার আধিপত্য নাকি পূর্বশত্রুতার জেরে এই ঘটনা তা তদন্তের পরে বলা যাবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ