নওগাঁয় ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

মান্দা (নওগঁ) প্রতিনিধি
মান্দা (নওগঁ) প্রতিনিধি
শেয়ার
নওগাঁয় ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

নওগাঁর মান্দায় বোরো ধানের ক্ষেত থেকে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আমিনুল ইসলাম বুলবুল (২২)। তিনি কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বুলবুল।

গ্রেপ্তার বুলবুলের দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে। জবানবন্দি রেকর্ডের জন্য আজ বৃহস্পতিবার তাকে নওগাঁ আদালতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি বাদী হয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। নিহত জব্বারের স্বজনদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে গ্রেপ্তার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, লাঠির আঘাতে আব্দুল জব্বারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তার আমিনুল ইসলাম বুলবুল।

এরপর জবানবন্দি রেকর্ডের জন্য তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ মার্চ) সকালে ভোলাগাড়ী গ্রামের আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাওনা টাকা নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুল জব্বার। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় গতকাল বুধবার দুপুরে তালপুকুরিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল জব্বার উপজেলার নুরুল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে।

মন্তব্য

সম্পর্কিত খবর

হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লায় সিসিইউতে ভর্তি বরকত উল্লাহ বুলু

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লায় সিসিইউতে ভর্তি বরকত উল্লাহ বুলু
হাসপাতালে ভর্তি বরকত উল্লাহ বুলু। ছবি: কালের কণ্ঠ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অসুস্থ হয়ে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালের সিসিইউতে (অ্যাডভান্সড করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনসহ স্থানীয় নেতারা।

রাত সোয়া ১১টায় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, রবিবার রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন বরকত উল্লাহ বুলু। কুমিল্লার লাকসাম উপজেলা পার হওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে রাত ৯টার দিকে বিএনপি নেতাকর্মীরা তাকে দ্রুত রিসিভ করে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, খবর পেয়ে দ্রুত কুমিল্লা মুন হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এখন তিনি সিসিইউতে আছেন। ঢাকায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন
প্রতীকী ছবি

টঙ্গীতে একটি খোলা মাঠে আলিমুল (২৫) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত আলিমুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। সে মুদাফ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন।

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে টঙ্গী পশ্চিম থানাধীন ৫২নং ওয়ার্ডের বড় দেওড়া মুদাফা এলাকার উত্তরা প্রবর্তন সিটির মাঠে এই ঘটনা ঘটে।

নিহতের বুকের বাম পাশে দাঁড়াল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবকের গায়ে সাদাকালো চেক শার্ট ও নেভি ব্লু জিন্স প্যান্ট ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রবর্তন মাঠে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শোনে মানুষ দৌড়ে যায়। সেখানে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত যুবককে উদ্ধার করে স্থানীয় লোকজন উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

রাত ৮টা ২৫ মিনিটে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারানা বিনতে আনোয়ার মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রেজওয়ান জানান, আমার ভাতিজা মুদাফা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করে। আগামীকাল তার অফিস খোলা। কিন্তু একদিন আগেই আলিমুল বাড়ি থেকে টঙ্গীতে যান।

এরপর আজ রাতে তার মৃত্যুর সংবাদ পাই।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে খুনের সংবাদটি নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও আসামি গ্রেপ্তারে কাজ চলছে।

মন্তব্য

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৬ নেতা বহিষ্কার

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৬ নেতা বহিষ্কার

রংপুরের বদরগঞ্জে একটি টিনের দোকানকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন দলের হাইকমান্ড। রবিবার (৬ এপ্রিল) দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য ৬ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মানিক,  বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, উপজেলার ১০নং মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ১৩নং কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল হক এবং ১৪নং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া।

মন্তব্য

বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
শেয়ার
বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল হামিদ মনসুরকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) বিকেলে তাকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।

মনসুর উপজেলার ৩ নম্বর চরআলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নয়াপড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো পড়ুন
দীর্ঘদিন টমেটো ভালো রাখবেন যেভাবে

দীর্ঘদিন টমেটো ভালো রাখবেন যেভাবে

স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেল ৩টার দিকে ভাটিপাড়া এলাকায় বন্ধুর ভাতিজির বিয়েতে যান মনসুর। ওই সময় পুলিশের একটি দল তার উপস্থিতি নিশ্চিত করে গ্রেপ্তার করে। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ