<p style="text-align:justify">ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোকে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।  এই অনুষ্ঠানে পাকিস্তান অংশে নেবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম  এনডিটিভি।</p> <p style="text-align:justify">খবরে বলা হয়, এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে।<br /> বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।</p> <p style="text-align:justify">বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে- ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালকে। উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার কর্মকর্তাদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">খবরে বলা হয়, পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনও এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি।</p> <p style="text-align:justify">বিশ্লেষকেরা দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে বলছেন, ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক।’</p> <p style="text-align:justify">ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চেষ্ঠা করে যাচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয় এই বিশেষ সেমিনার উপলক্ষ্যে ১৫০ টাকার একটি স্মারক মুদ্রা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রজাতন্ত্র দিবসে একটি বিশেষ ট্যাবলোর (পেইন্টিং/ছবি) অনুমোদন দিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736480055-ae1d8c029b1f0168caf832cb8caa1f94.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি</p> </div> </div> </div> </div> </div> <p style="text-align:justify">১৮৭৫ সালের ১৫ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের আবহাওয়া বিভাগ। এর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করে। এদের অধীনে ১৭৮৫ সালে কলকাতা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, ১৭৯৬ সালে মাদ্রাজ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এবং ১৮২৬ সালে মুম্বাই আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তাদের কার্যক্রম শুরু করে। </p>