<p>নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত হয়েছে একটি বসতবাড়ি। বাড়ির ৬টি ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।</p> <p>বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের কংশপুর গ্রামের মো. কামরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।</p> <p>ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর কামরুল ইসলামের বাড়ির ৬টি ঘরে আগুন ছড়িয়ে পরলে সকল ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাটোরে মাজারে হামলা, বাউলসংগীতের প্যান্ডেল ভাঙচুর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735646654-b5ef355fbebc4196cb5d0df2a5a8eaf9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাটোরে মাজারে হামলা, বাউলসংগীতের প্যান্ডেল ভাঙচুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/31/1463406" target="_blank"> </a></div> </div> <p>পরদিন শুক্রবার সকাল ১১টায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৫ হাজার টাকা, ৬০ কেজি চাল ও শীতবস্ত্র সহায়তা দেন।</p> <p>তিনি বলেন, ‘ঘটনাটি জানার পর পরিদর্শন করে সহায়তা প্রদান করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে পূণর্বাসন করার চেষ্টা করা হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিংড়ায় শিক্ষার্থীকে মারধর, যুবদলকর্মীর নামে মামলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/09/06/1725626875-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিংড়ায় শিক্ষার্থীকে মারধর, যুবদলকর্মীর নামে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/06/1422762" target="_blank"> </a></div> </div> <p>এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিকী কামরুল, ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব রাসেল কবির কালাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ প্রমুখ।</p>