<p style="text-align:justify">স্বাস্থ্যকেন্দ্র মানুষের দোরগোড়ায় গেলেও, চিকিৎসকসহ জনবল পদায়ন না হওয়ায় দেড়যুগের বেশি সময় আগে বন্ধ হয়ে গেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া উপ-স্বাস্থ্য কেন্দ্র। খুলে পড়ছে ইট ও পলেস্তারা। চুরি হয়ে গেছে জানালা-দরজা। পরিণত হয়েছে জঙ্গল আর গোয়ালে। অথচ সরকারি খাতাই এখনো চালু এই উপ-স্বাস্থ্য কেন্দ্রটি।</p> <p style="text-align:justify">মান্দারবাড়িয়া উপ-স্বাস্থ্য কেন্দ্র এলাকার ইয়াসিন আলী বলেন,‘আগে এখান থেকে ওষুধ পাওয়া যেত, ডাক্তারও থাকতো। কিন্তু এখন ডাক্তারও থাকে না, ওষুধ পাওয়া যায় না। উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঘরগুলোতে মানুষ ছাগল-গরু রাখে। তিনি জনস্বার্থে স্বাস্থ্যকেন্দ্রটি আবারো চালুর দাবি জানান।</p> <p style="text-align:justify">একই এলাকার রহমত আলী বলেন, ‘যত্নের অভাবে বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রের পলেস্তারা খুলে পড়ছে।</p> <p style="text-align:justify">বিষয়টি স্বীকার করে ঝিনাইদহ সিভিল সার্জন হাদী জিয়া উদ্দীন আহমেদ বলেন, ‘চিকিৎসক সংকট থাকায় উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা দেওয়া বিঘ্নিত হচ্ছে। চিকিৎসক নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে।’</p>