<p>কিংস অ্যারেনায় আজ স্বাগতিক দর্শকরা নড়েচড়ে বসার আগেই ফকিরেরপুল ইয়াংমেন্সের ধাক্কা। দ্বিতীয় মিনিটে গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের হাস্যকর ভুলে পিছিয়ে পড়ে কিংস। তাতে রেলিগেশন অঞ্চলের দলের কাছে হারের শঙ্কা জেগেছিল চ্যাম্পিয়নদের। </p> <p>কিন্তু ঘরের মাঠে ওমন অপ্রত্যাশিত কিছু হতে দেয়নি ভ্যালেরিও তিতার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ইয়াংমেন্সের ওপর ঝড় বইয়ে ৪-১ গোলে জিতেছে কিংস। সেন্টার ব্যাক টুটুল হোসেনের ব্যাক পাস মেহেদি হাসান নিয়ন্ত্রণে নিতে গেলে পায়ের ফাঁক গলে জড়িয়ে যায় জালে।</p> <p>কিংসের গোলরক্ষকও এমন ভুলের পর মাথায় হাত রেখে হতাশা প্রকাশ করেছেন। এগিয়ে যাওয়া ইয়াংমেন্স ৩২ মিনিটে ১০ জনের দলের পরিণত হয়। লাল কার্ড দেখেন ডিফেন্ডার তিয়াস দাশ। প্রতিপক্ষের একজনের না থাকার সুযোগও কাজে লাগাতে পারছিলেন না রাকিব-জোনাথনরা।</p> <p>অবশেষে ৬৮ মিনিটে সমতায় ফেরে কিংস। সোহেল রানার থ্রু পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিং জোনাথন ফার্নান্দেসের। পাঁচ মিনিট পর ফয়সাল আহমেদ ফাহিম ব্যবধান বাড়িয়ে নেন। এরপর রফিকুল ইসলাম ও রাকিবের লক্ষ্যভেদে বড় জয় নিশ্চিত হয় কিংসের।</p> <p>অন্যদিকে জয়রথ ছুটছেই মোহামেডানের। মুন্সিগঞ্জে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে সাদা-কালোরা। দলের হয়ে গোল তিনটি করেছেন রাজু আহমেদ, সুলেমান দিয়াবাতে ও সানডে এমানুয়েল। অন্যদিকে রহমতগঞ্জের হয়ে ব্যবধান কমান স্যামুয়েল বোয়েটেং। লিগের আজকের জয়টি টানা ৭ ম্যাচে ৭ জয়।</p>