<p style="text-align:justify">ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ ব্যবস্থাপক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আজ শুক্রবার রাত ৯টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানানো হয়।</p> <p style="text-align:justify">এ সময় রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, যুগ্ম সম্পাদক রেজাউল করিম মানিক, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, সদস্য রফিকুল ইসলামসহ অন্যান্যরা।</p> <p style="text-align:justify">পরে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান নিউজ টোয়েন্টিফোর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, বাংলাদেশ প্রতিদিনের নজরুল মৃধা।</p> <p style="text-align:justify">রাত ১০টায় রংপুর স্কাইলেন হোটেলে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রূপের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কাদের গনি চৌধুরী।</p>