<p style="text-align:justify">দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বেড়েছে। নতুন বছরের প্রথম ১০ দিনে বন্দরে ২৮টি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে।</p> <p style="text-align:justify">শুক্রবার (১০ জানুয়ারি) পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল নিয়ে দুটি কন্টেইনারবাহী জাহাজ মোংলা বন্দরে নোঙর করে। বন্দরের বিভিন্ন পয়েন্টে বর্তমানে ১৮টি জাহাজ অবস্থান করছে।</p> <p style="text-align:justify">মোংলা বন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।</p> <p style="text-align:justify">মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, ২০২৫ সালের শুরুতে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন বৃদ্ধি পেয়েছে। ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বন্দরে ২৮টি বাণিজ্যিক জাহাজ আগমন করে। বর্তমানে বন্দরের পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে ১৮টি বাণিজ্যিক জাহাজ রয়েছে। এসব জাহাজে কয়লা, সার, (জিপসাম, ড্যাপ ফার্টিলাইজার,টিএসপি,এমওপি) ক্লিংকার, এলপিজি এবং পাথরসহ বিভিন্ন পণ্য রয়েছে।</p> <p style="text-align:justify">মোংলা বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দর ৪১৩টি বাণিজ্যিক জাহাজ আগমন করে। এসময়ে ১০ হাজার ৩৮৬টিইইউজ কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়। গাড়ি বহনকারী ১০টি জাহাজের মাধ্যমে পাঁচ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি করা হয়। এই সময়ে বন্দর দিয়ে ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ মেট্রিক টন আমদানি-রপ্তানি হয়। এই সময়ে বন্দর ২১০ কোটি টাকা রাজস্ব আয় করে।</p> <p style="text-align:justify">আরো জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের ক্ষেত্রে ২.৩০ শতাংশ, কার্গো ৯.৭২ শতাংশ, কন্টেইনার ১৬.৭৮ শতাংশ এবং গাড়ির ক্ষেত্রে ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।</p>