<p>লক্ষ্মীপুরে বাড়ির সামনের দেয়ালে ‘সমন্বয়ক, মৃত্যু জন্য প্রস্তুত হও’<span style="font-size:10.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span>লেখার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) টুমচর ইউনিয়নে এই কর্মসূচি পালন করেন তারা।</p> <p>মিছিলটি সদর উপজেলার টুমচর ইউনিয়নের জনতা বাজার থেকে শুরু হয়ে টুমচর বাজার গিয়ে শেষ হয়। শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্র সমন্বয়ক এম পারভেজ হোসেন ও এম এ আরিফ প্রমুখ।</p> <p>সদর উপজেলার টুমচর ইউনিয়নের শিমুলতলী বাজারে একটি দোকানের দেওয়ালে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও’, লেখা দেখা যায়। এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।</p> <p>এ ছাড়া বিভিন্ন দেওয়ালে ‘জয় বাংলা, হাসিনা আসবে, মুজিববাদ, ছাত্রলীগ আসবে’ এমন লেখায় ছেয়ে যায়। ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হামজা ও লক্ষ্মীপুরের সমন্বয়ক মো. পারভেজের বাড়ি।</p>