<p>দুর্বার রাজশাহীর দ্বিতীয় জয়ে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন রায়ান বার্ল (৪৮* ও ২ উইকেট)। তবে খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ে দারুণ অবদান রয়েছে ইয়াসির আলী রাব্বিরও।</p> <p>পঞ্চম উইকেটে বার্লের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ার পথে ৪১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন ইয়াসির। শুধু আজকের ম্যাচেই নন, এমন ধারাবাহিক ব্যাটিং পুরো টুর্নামেন্টেই করছেন তিনি। ২১০ রানে নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়াটা সেটাই প্রমাণ করে।</p> <p>এবারের বিপিএলে ফরচুন বরিশালের বিপক্ষে শুরুটাই করেছিলেন ৯৪ রানের অপরাজিত এক ইনিংস দিয়ে। বাড়তি দুই একটা বল খেলার সুযোগ পেলে সেঞ্চুরিটাই পেতে পারতেন ইয়াসির। সেটা না হলেও ব্যাটিংয়ের প্রশংসা ঠিকই জুটছে তার কপালে। দলের অধিনায়ক এনামুল হক বিজয়ও তাই প্রশংসা না করে যাবেন কই।</p> <p>ইয়াসির বিপিএলে টপ পারফর্ম করছেন বলে জানিয়ে এনামুল বলেছেন, ‘আসলে আমরা বিপিএল শুরুতে যখন কথা হচ্ছিল, যারা নিয়মিত ম্যাচ খেলব, সেখানে একটা আত্মবিশ্বাস থাকে। অনেক দলে থাকে সে জানে না সব ম্যাচ খেলবে কিনা। ইয়াসির, তাসকিন, জিসানরা জানে তারা নিয়মিত খেলবে সুযোগ পাবে। তখন প্ল্যান করা সহজ হয়ে যায়। অনুশীলনে আমাদের মোটামুটি একটা প্ল্যান করা হয়েছে। কী করতে হবে, কী আছে সবকিছু নিয়ে কথা হয়েছে আগে। এরপর যখন পারফর্ম করছে, আমার মনে হয় তার বিপিএলের টপ পারফর্মটা করছে। আশা করি চালিয়ে যাবে। আশা করছি ওর কাছ থেকে আরও ইনিংস পাব।’</p> <p>ইয়াসিরের মেন্টালিটি দারুন ইতিবাচক জানিয়ে এনামুল আরো বলেছেন, ‘খুব ইতিবাচক মাইন্ডসেটে আছে। ইতিবাচক ছেলে। অবশ্যই আমাদের সাথে কথা হয়। কথা বলেছি কিভাবে উন্নতি করা যায়। ইয়াসিরের ওপর একটা দায়িত্ব আছে যেটা সে কাজে লাগাচ্ছে। আসলে সে পারফরম করে। ঘরোয়া ক্রিকেটে করে। বিপিএল ভিন্ন মঞ্চে। যেখানে আসলে অনেক বেশি হাইলাইট হওয়ার সুযোগ থাকে আশা করি সে চালিয়ে যাবে। মেন্টালি অনেক ভালো জায়গায় আছে।’</p>