<p>গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কিছু দোকানপাটে হামলা করা হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।</p> <p>মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুরে বেশ কিছুদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও  নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে।</p> <p>তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে জয়নুলের এক সমর্থক তার (জয়নাল) দেওয়া ক্যালেন্ডার বিতরণ করছিলেন। এ নিয়ে সেলিমের কয়েকজন সমর্থক বিতরণকারীকে মারধরে করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক মুকসুদপুরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় অংশ নেন। উভয় গ্রুপ ইটপাটকেল নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।</p>