<p>অন্তর্বতীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, দেশকে বদলানোর কাজ শুরু হয়েছে। যার ফলে বদলেছে জনগণের চাহিদাও। ভবিষ্যতে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবেন দেশ বদলানোর এই ধারা অব্যাহত রাখবে বলে মনে করি।</p> <p>উপদেষ্টা আজ ( শুক্রবার) কক্সবাজারে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জেলা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।</p> <p>জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।</p> <p>সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, দক্ষতা অর্জন ছাড়া কেউ সামনের দিকে এগোতে পারে না। তাই বই পড়ার মাধ্যমে যুব সমাজকে জ্ঞানের পরিধি সমৃদ্ধ করে দক্ষতা উন্নয়নের আহবান জানান তিনি।</p> <p>সভায় জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা, প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, জামাতের জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বক্তব্য রাখেন।</p> <p>এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।</p> <p>পরে স্টল পরিদর্শন করেন অতিথিরা। এরপরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।</p> <p>সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত বই মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাসহ স্থানীয় প্রকাশনী সংস্থার প্রায় ৭০টি স্টল স্থান পায়। এ ছাড়া বই মেলায় বই পরিচিতি, মোড়ক উন্মোচন, বই পোকার আড্ডা, জুলাই-আগষ্টের গণ-অভ্যুত্থান, মিডিয়াসহ বিভিন্ন কর্ণার স্থাপন করা হয়েছে। ৯ দিনব্যাপী কক্সবাজার জেলা বইমেলা শেষ হবে ১৮ জানুয়ারি।  </p>