<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এম বাদশাহ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৯৮ জন। এর মধ্যে ২৮৬ জন ভোট দিয়েছেন। সর্বোচ্চ ১২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা মেহেদী তমাল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম লাবলু পেয়েছেন ৯৫ ভোট। অন্যদিকে সর্বোচ্চ ১৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এম বাদশাহ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম নুরুজ্জামান পেয়েছেন ১০৪ ভোট। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমিটিতে অন্য নবনির্বাচিতদের মধ্যে রয়েছেন সহসভাপতি উমর ফারুক আল হাদী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান এবং আইন ও কল্যাণ সম্পাদক মো. মাহমুদুল হাসান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে সর্বোচ্চ ২০৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন জিয়া খান। ১৮৭ ভোট পেয়ে দ্বিতীয় ইমরান রহমান এবং ৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মোহাম্মদ জাকারিয়া।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>