<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তামিম ইকবাল কি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে। অবশেষে গত রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে সেই দোদুল্যমানতার অবসান ঘটিয়েছেন তামিম নিজেই। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা এই ওপেনার জানিয়েছেন, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ফেসবুকে তামিম লিখেছেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> বহুল আলোচিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সর্বশেষ তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়টি সামনে এসেছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে। আগামীকালের মধ্যে টুর্নামেন্টটির জন্য আইসিসির কাছে ১৫ সদস্যের দল পাঠাতে হবে। এর আগে তামিমের অবস্থান জানার জন্য সিলেটে তাঁর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, আবদুর রাজ্জাক ও হান্নান সরকার। সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস। সেই বৈঠকের পর তামিমের সিদ্ধান্তের অপেক্ষা শেষ হয়েছে ফেসবুক পোস্টের মাধ্যমে। না ফেরার কারণ তিনি তুলে ধরেছেন এভাবে, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আলোচনার কেন্দ্রে ছিল তামিমের ফেরা না ফেরা নিয়ে। তামিম অবশ্য বলেছেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এটা (আলোচনা) অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনার তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা করা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যেকোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিদায়বেলায় ভক্ত-সমর্থকদের ভালোবাসার প্রসঙ্গ উঠে এসেছে তামিমের পোস্টে। এমনকি নিজের ছেলেও যে বাংলাদেশের জার্সিতে তাঁকে দেখতে চেয়েছে, সে কথাও তুলে ধরেছেন তামিম, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। আমি তাঁদের ভালোবাসার কথা ভেবেছি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p>