গুঞ্জনটা আগে থেকেই ছিল মেয়াদ বাড়ছে ফিল সিমন্সের। আজ সেই গুঞ্জনটাই সত্যি হলো। ২০২৭ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোচের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
২০২৭ সাল পর্যন্ত সিমন্সই বাংলাদেশের কোচ
ক্রীড়া ডেস্ক

চন্দিকা হাতুরাসিংহ চাকরিচ্যুত হওয়ার পর স্বপ্ল সময়ের জন্য দায়িত্ব পেয়েছিলেন সিমন্স। নির্দিষ্ট করে বললে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হওয়া ‘হাইব্রিড মডেলের’ টুর্নামেন্টে বাংলাদেশ ভালো না করলেও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই ৬১ বছর বয়সী কোচকে দায়িত্ব দিয়েছে বিসিবি। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ।
মেয়াদ বাড়ায় খুশি হয়েছেন সিমন্স। তিনি বলেছন, ‘দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলে দারুণ সব প্রতিভাবান ক্রিকেটার আছে। বিশ্বাস করি এক সঙ্গে দারুণ কিছু অর্জনের সম্ভাবনা আমাদের রয়েছে।
২০০০ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া সিমন্স জিম্বাবুয়ের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৪ সালে জিম্বাবুয়ের কোচ হওয়ার পর পরে আয়ারল্যান্ডের দায়িত্ব পালন করেছেন। সাফল্য পেয়েছে নিজ দেশের হয়েই। ২০১৬ সালে তার অধীনেই দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
সম্পর্কিত খবর

জবাবটা কি রাফিনিয়াকেই দিলেন মেসি
ক্রীড়া ডেস্ক

চোটে না পড়লে সতীর্থদের সঙ্গে মনুমেন্তালে জয়োৎসব করতেন লিওনেল মেসি। সেই সুযোগ না হলেও নিজের দেওয়া কথা রেখেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার সময়ই সতীর্থদের জানিয়েছিলেন, ভক্ত হিসেবে দলকে সমর্থন দেবেন তিনি।
ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে সেই সমর্থন ঘরে বসে দিয়েছেন মেসি।
ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনাকে উড়িয়ে দেওয়ার হুংকার ছুরেছিলেন রাফিনিয়া।
মেসি নাম ধরে না বললেও এনজো ফার্নান্দেজ সরাসরি রাফিনিয়ার নাম ধরে তাকে বিনয়ী হতে বলেছেন। দলের দ্বিতীয় গোলদাতা ও এক গোলের সহায়তাকারী চেলসি মিডফিল্ডার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘পরেরবার বিনয়ী থেকো রাফিনিয়া।’

ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
ক্রীড়া ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালে না ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পরেই তার পরিবার অভিযোগ করেন চিকিৎসার অবহেলার কথা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ৭ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চলছে বিচারও।
বিচারকাজ চলার সময়ই নতুন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালতে দেহরক্ষীর দাবি, ম্যারাডোনার মৃত্যুর সময় ফুটবল কিংবদন্তির ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনো কথাই হয়নি তার।
আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সান ইসিদরোয় বিচার কাজ চলছে।

আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও, বলছেন ফার্নান্দেজ
ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে গতকাল যতগুলো সুযোগ পেয়েছিল বাংলাদেশ তাতে জয়টা প্রাপ্যই ছিল। তবে সুযোগগুলো মিস করায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তাতে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারেননি হামজা চৌধুরীও।
রাতে দেশের হয়ে গলা ফাঁটানো বাংলাদেশের দর্শকরাই পরে দুই ভাগ হয়ে গেছেন।
দলের জয়ে একটি গোল ও সহায়তা করা ফার্নান্দেজ তাদের জয়টা বাংলাদেশের জয় বলেও জানিয়েছেন। আর্জেন্টিনার মিডফিল্ডার সামাজিক মাধ্যমে ফেসবুকে লিখেছেন, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’
বাংলাদেশের আর্জেন্টিনাই সমর্থকদের ধন্যবাদ জানানো অবশ্য নতুন নয় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনসহ (এএফএ) তাদের খেলোয়াড়দের।

সেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিব্রতকর রেকর্ড
ক্রীড়া ডেস্ক

সিরিজ আগেই হারিয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুধু ব্যবধান কমানোর সুযোগ ছিল সালমান আগার দলের। সেই সুযোগ তো পায়নি উল্টো শেষ টি-টোয়েন্টিতে বিব্রতকর রেকর্ড গড়েছে তারা।
নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করার ম্যাচে ৬০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে।
পাকিস্তানকে বিব্রতকর রেকর্ডের স্বাক্ষী করতে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন টিম সেইফার্ট।
এর আগে টস জিতে অধিনায়ক সালমানের ফিফটিতে ১২৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। তার ৫১ রানের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অলরাউন্ডার শাদাব। প্রতিপক্ষকে অল্প রানে আটকানোর ম্যাচে পাকিস্তানের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন জিমি নিশাম। ক্যারিয়ারসেরা ২২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।