ঢাকার মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক ওবায়দুর মাসুমের ওপর হামলা চালিয়েছেন পরিবহন শ্রমিকরা। এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মহাখালীর আন্তঃজেলা বাস টার্মিনালে ওই সাংবাদিকের ওপর হামলা চালান স্থানীয় বিভিন্ন পরিবহনের শ্রমিকরা। এতে আহত হন তিনি।
ওবায়দুর মাসুম অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপনডেন্ট হিসেবে কর্মরত। তার ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে মাসুম বলেন, ‘সকালে মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয় থেকে মোটরসাইকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দিকে যাচ্ছিলাম।
পথে দেখতে পাই, মহাখালী বাস টার্মিনালের সামনে রাস্তায় একজন মোটরসাইকেল আরোহীকে পরিবহন শ্রমিকরা মারধর করছে।’
‘তা দেখে মোটরসাইকেল থামিয়ে আমি ছবি তোলার জন্য মোবাইল বের করি। আর ওই ব্যক্তিকে কেন মারধর করা হচ্ছে তা জানতে চাই। এরপর পরিবহন শ্রমিকরা উল্টো আমার ওপর চড়াও হয়।
সাংবাদিক পরিচয় দেওয়ার পরও বেশ কয়েকজন আমাকে ঘিরে ধরে। অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কোনো কথা বলার সুযোগ না দিয়ে চারপাশ থেকে কিল, লাথি, ঘুষি দিতে থাকে।’
এক পর্যায়ে সাহায্যের জন্য সেখানে থাকা দুজন পুলিশের কাছে দৌঁড়ে যান জানিয়ে তিনি অভিযোগ করে বলেন, ‘ওই পুলিশ সদস্যরাও দূরে সরে যায়। সেখান থেকে কোনোমতে বের হয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে যাই।
এ ঘটনায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। তবে বেশি আঘাত পেয়েছি ঘাড়ে।’
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘ওবায়দুর মাসুমের ওপর হামলা ও মারধরের ঘটনা ন্যাক্কারজনক। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।’