<p>আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীতে ছাত্রদল ও ছাত্রলীগ থেকে ছাত্রদলে অনুপ্রবেশকারীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।</p> <p>আহতরা হলেন- জায়েদ মন্ডলের ছেলে মো. সবুজ (২৭), মোহাম্মদ আলীর ছেলে মো. রাকীব (২৪) ও মো. শাহজালালের ছেলে নূর মোহাম্মদ জাকারিয়া রিসাল (২৬)। তারা টঙ্গী বাজার এলাকার বাসিন্দা।</p> <p>শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজারে এই ঘটনা ঘটে।</p> <p>স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের পর ছাত্রলীগ পালিয়ে যায়। সম্প্রতি ছাত্রলীগের কিছু কর্মী ছাত্রদলের ভেতরে ঢুকে যায়। কিছুদিন ধরে টঙ্গী বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রদলে অনুপ্রবেশকারীদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এই ধারাবাহিকতায় কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ এবং রড ও লাঠি দিয়ে পরস্পর পরস্পরকে আক্রমণ করায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে উভয়পক্ষ টঙ্গী পূর্ব থানায় পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করেছে।</p> <p>টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, টঙ্গী বাজারে মারামারি হয়েছে। এক পক্ষের অভিযোগ পেয়েছি। অন্য পক্ষ আসতেছে বলে ফোন দিয়েছে। দুটি অভিযোগই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>