<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নিউজ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। নিউজ আপডেটে বলা হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একজন তথ্য কমিশনারের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিউজ আপডেটে তথ্য কমিশনারের নাম উল্লেখ না করলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান গতকাল শুক্রবার কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে তথ্য কমিশনারের বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে, তাঁর নাম মাসুদা ভাট্টি। গত সপ্তাহে প্রতিবেদনটি পাঠানো হয়েছে। প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে আমি কিছু জানি না, বলতেও পারব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ আগস্ট তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান মাসুদা ভাট্টি। তথ্য অধিকার আইন অনুযায়ী রাষ্ট্রপতি তাঁকে নিয়োগ দেন। তথ্য কমিশনার পদে নিয়োগের মেয়াদ পাঁচ বছর অথবা ৬৭ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে সেটি।</span></span></span></span></span></p>