<p>দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের ৮নং আড়ইল ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।</p> <p>জামায়াত নেতা আকরাম আলীর সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর অধ্যাপক জাবের আলীর সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন। </p> <p>তিনি তার বক্তব্যে বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রতিবেশী একটি দেশ থেকে ষড়যন্ত্রের ঘুটি চালা হচ্ছে। তাই দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান। এ ছাড়া আগামী ১৮ জানুয়ারি রাজশাহী মাদরাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে সবাইকে যোগদানের আহ্বান জানান।</p> <p>বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম ও তাহেরপুর পৌর জামায়াতের আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবিরের রাজশাহী জেলা পূর্ব সেক্রেটারি আব্দুর রব, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুল জব্বার, ইয়াসিন আলী মেম্বার, জুবায়ের মাহমুদ প্রমুখ।</p>