<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের শর্ট লিস্টও করা হয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় বিরোধী দলের পাশাপাশি ক্ষমতাসীন লেবার পার্টির একটি অংশ তাঁকে সরানোর দাবি তোলে। এই দাবির প্রতি সম্মান জানাতে প্রধানমন্ত্রী স্টারমারও নিজের অবস্থান পাল্টাতে বাধ্য হন। অথচ অতীতে সব সময় টিউলিপের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, শেখ হাসিনার আমলে আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার তথ্য সামনে আসার পর ব্রিটেনের ঘরোয়া রাজনীতিতে বেশ চাপে পড়েন টিউলিপ। বিশেষত, উপহার হিসেবে পাওয়া ফ্ল্যাট দুটি নিয়ে টিউলিপের পরস্পরবিরোধী বক্তব্যকে ব্রিটিশরা সহজভাবে নেয়নি। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ সংবাদ ছাপিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, গত সোমবার টিউলিপ সিদ্দিক ব্রিটেনের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইনডিপেনডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানানোর প্রকাশ্য ঘোষণা দেওয়ার আগেই ব্রিটিশ কর্মকর্তারা সম্ভাব্য প্রার্থীদের চিহ্নিত করে ফেলেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিউলিপ ব্রিটেনের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কাজ ব্রিটেনের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। কিন্তু তাঁর জন্মভূমি বাংলাদেশেই এখন তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি টোরি এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করেন। আর ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশে বলেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সূত্র : দ্য টাইমস</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>