সংবিধান ও আইন বিশেষজ্ঞ, লেখক, গবেষক ও সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ সালে রাজধানীর মহাখালীর এক বেসরকারি হাসপাতালে তাঁর অকাল প্রয়াণ হয়। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। পরে তাঁকে ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
তাঁর পরিবারের পক্ষ থেকে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে। ঢাকায় তাঁর বাসায় এবং ঝালকাঠি জেলার নলছিটিতে প্রয়াতের পৈতৃক বাড়িতে কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।
মিজানুর রহমান খান দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি প্রথম আলোর সহযোগী সম্পাদক ছিলেন। তিনি আইন-আদালত ও কূটনীতির জটিল-কঠিন বিষয়গুলো সহজ করে পাঠকের কাছে উপস্থাপন ও ব্যাখ্যা করতেন, যা পাঠক মহলে সমাদৃত হয়।