<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামের এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা পাঁচ-ছয় জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া। এদিকে শুক্রবার বিকেলে চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে নিহত পুলিশ সদস্য শফিকুল ইসলামকে। গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আযাদ ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। পরে বিকেলে নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়িতে জানাজায় অংশ নেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বাজারে গিয়েছিলেন শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে রাতে পৌর শহরের একটি গলির সড়কে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।</span></span></p>