<p>চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ও তিনটি হত্যা মামলার আসামি ছোট সাজ্জাদের ‘সেকেন্ড ইন কমান্ড’ একাধিক মামলার আসামি বোরহানকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন, “শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের ‘সেকেন্ড ইন কমান্ড’ আরেক সন্ত্রাসী বোরহানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা ধারণা করছি, বোরহান অস্ত্র লুকিয়ে রেখেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়া গেলে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হবে। তাকে ধরার সময় হালকা ঝামেলা হয়েছিল। তবে কেউ আহত হয়নি।”</p> <p>তিনি আরো বলেন, ‘আশা করছি শীঘ্রই শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকেও আমরা ধরতে পারব। আমাদের অভিযান চলমান আছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ লক্ষ্মীপুরে অস্ত্রসহ ধরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2023/09/27/1695827601-23e96665fb271c71257d2da750bde6ad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ লক্ষ্মীপুরে অস্ত্রসহ ধরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2023/09/27/1321910" target="_blank"> </a></div> </div> <p>সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। গত ২০২৪ সালে তার বিরুদ্ধে তিনটি খুনের মামলা করা হয়েছে। গত বছরের ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি।</p>