<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিনিয়োগ বাড়াতে প্রথম দরকার আস্থা। এখন বিনিয়োগকারীদের যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করতে হবে। এই আস্থা ফিরিয়ে আনার বিষয়টি গণতান্ত্রিক সরকার আসার ওপর নির্ভর করবে। যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসবে, তত দ্রুত বিনিয়োগকারীদের জন্য সুদিন আসবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তি আসছে না। আমলাতান্ত্রিক জটিলতাও বিদ্যমান। ব্যবসার পরিচালন ব্যয় বাড়তি। সব মিলিয়ে কোনো কিছুতেই ব্যবসায়ীদের স্বস্তি নেই। এ জন্য এখন ১০০ অর্থনৈতিক অঞ্চল থেকে ১০টি উন্নয়ন হবে। এর পরও ইজেড উন্নয়ন যত তাড়াতাড়ি হবে তত ভালো। কারণ বিনিয়োগকারীদের বিদ্যুৎ, পানি ও গ্যাসের ব্যবস্থা যথাযথ হচ্ছে না। এসব সুবিধা যখন দেওয়া যাবে তখন বিনিয়োগ বাড়ানো যাবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডোনাল্ড ট্রাম্প শুল্ক কাঠামো পরিবর্তনের কথা বলেছেন। তিনি নির্বাচিত হয়েছেন। এখন বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক বাধা তৈরি হবে। আগামী দিনে বাণিজ্যযুদ্ধ হতে পারে। তখন আমাদের লাভবান হওয়ার সুযোগ আছে। সেটা ধরার জন্য আমরা এখনো সেভাবে প্রস্তুত নই। এর জন্য সংস্কার দরকার। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দীর্ঘদিন আলোচনায় থাকলেও আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের ওয়্যারহাউস সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশ্বব্যাংকের সহজ ব্যবসায় সূচকে আমাদের অবস্থান পিছিয়ে ছিল। এখন ওই সূচক প্রকাশ বন্ধ আছে। মেট্রোপলিটন চেম্বার স্ব-উদ্যোগে এই সূচকগুলোর অবস্থান প্রকাশের চর্চা অব্যাহত রেখেছে। সেখানে উন্নতি হয়নি। বিশেষ করে কর কাঠামো ও নীতি ঢালাওভাবে পরিবর্তন দরকার এমন বলা হলেও তা করা হয় না। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিদেশি বিনিয়োগকারীরা দেখতে চায় বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসলে লাভ করে তাদের দেশে নিতে পারবে কি না। তাদের আস্থা বাড়াতে ব্যাংকিং পুনর্গঠন করতে হবে। মূল্যস্ফীতি ও ডলারের মূল্যমান বেশি হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা খুব একটা উৎসাহী হন না। প্রথমত, ডলারের দাম স্থিতিশীল হতে হবে। দ্বিতীয়ত, ডলারের সঙ্গে টাকার মূল্য বাড়তে হবে। বিনিয়োগকারীর লাভ কম হলে বিনিয়োগে আসবে না। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবছর ৩০ লাখ লোক কর্মে আসে। এর মধ্যে ১২ থেকে ১৪ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল। এখন ব্যবসা পরিস্থিতির অবনতি ও বিনিয়োগ কমে এলে এই বেকারত্ব বাড়বে। বেকার যত বেশি হবে দেশে সহিংসতা, চুরি ও ডাকাতি তত বাড়বে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে। বেকারত্ব না বাড়াতে চাইলে রাষ্ট্রকে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরি না হলে চ্যালেঞ্জে পড়বে। বিনিয়োগের দুরবস্থা থেকে এখন বের হওয়ার জন্য রাষ্ট্রকে সামনে এগোতে হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে মূল্যস্ফীতির সুফল আসবে। বিনিয়োগ ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব হবে না। এটি না হলে অস্থিরতা থাকবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চিহ্নিত সমস্যা সমাধানে যেতে হবে।    </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">লেখক : সাবেক সভাপতি, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী </span></span></span></span></span></p> <p> </p>