<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লার লাকসাম ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এবং গতকাল সকালে দুর্ঘটনা দুটি ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লা : লাকসামে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। নিহতরা হলেন লাকসাম উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) এবং উত্তরকুল এলাকার মাসুদ আলম (২৮)। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম উপজেলার ভৈসকোপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গতকাল লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরেকজন। গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোটরসাইকেলচালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪) এবং বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। মারুফ পাঁচুরিয়া আলিয়া মাদরাসা এবং বাঁধন খালিয়া ইউনাইটেড একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিল।</span></span></p>