<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শুক্রবার প্রকাশের দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পা রাখে দেশের অন্যতম শীর্ষ এই দৈনিক। এদিন অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত হয়েছে পত্রিকাটি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="উচ্ছ্বাসে উৎসাহে কালের কণ্ঠের দেড় দশক উদযাপন" height="101" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11. january/11-01-2025/7878787.jpg" style="float:left" width="100" />জাতিকে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আংশিক নয়, পুরো সত্য</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> জানানোর অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল কালের কণ্ঠ। ২০১০ সালের ১০ জানুয়ারি যে পথচলা শুরু হয়েছিল, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা আজও অব্যাহত রয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল কালের কণ্ঠের প্রধান কার্যালয় সেজেছিল আকাশি নীলে, সংবাদকর্মীদের মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। এদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অফিসে এসে কালের কণ্ঠকে শুভেচ্ছা জানান। দেশের খ্যাতিমান ব্যক্তিদের উপস্থিতির পাশাপাশি কালের কণ্ঠ পরিবারের সদস্য ও পাঠক-শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন। আনন্দ আয়োজন ছিল দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় অবস্থিত কালের কণ্ঠের স্থানীয় কার্যালয়গুলোতেও। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিষ্ঠার দেড় দশক পূর্তি উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয় গত বৃহস্পতিবার সন্ধ্যায়। এদিন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণের সূচনা করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। কেক কাটার পর এ অনুষ্ঠানেই কালের কণ্ঠের শুরু থেকে এই পর্যন্ত কর্মরত ৯৯ জন কর্মীকে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একসঙ্গে দেড় দশক</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শীর্ষক সম্মাননা দেওয়া হয়। সেই সঙ্গে বর্তমানে দৈনিকটির বিভিন্ন বিভাগে কর্মরত সেরা কর্মীদেরও সম্মাননা দেওয়া হয়েছে। </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একসঙ্গে দেড় দশক</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> সম্মাননাপ্রাপ্ত এবং সেরা কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং নির্বাহী সম্পাদক হায়দার আলী। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় গতকাল শুক্রবার সকাল ৯টায় শুরু হয় প্রতিনিধিসভা। সভায় </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সেরা মফস্বল কর্মী</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় আবারও কেক কাটা হয়। বিকেল ৫টা থেকে কালের কণ্ঠ কার্যালয়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর শুভানুধ্যায়ীরা কার্যালয়ে এসে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কালের কণ্ঠের পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং নির্বাহী সম্পাদক হায়দার আলী।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শুভেচ্ছা জানাতে এসে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতার পরিচয় দেয় কালের কণ্ঠ। আমাদের গণমাধ্যমের মূলনীতি হওয়া উচিত, আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। কালের কণ্ঠের কাছে আমাদের প্রত্যাশা রাজনীতি, জাতীয় শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস বোধ, এর অগ্রগতি আশা করি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবউল্লাহ বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কালের কণ্ঠ আগামী দিনগুলো, আগামী বছরগুলো এমনকি আগামী শতাব্দীতে অব্যাহতভাবে জনগণের কণ্ঠস্বর তুলে ধরবে। কালের কণ্ঠ নামটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা কালের যাত্রাধ্বনিকে উপস্থাপিত করে। আগামী দিনগুলোতে আমি আশা করব, সময়ের বিবর্তনে, কালের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম লোটাস বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের পতন, ছাত্রদের আন্দোলন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কালের কণ্ঠ গত ১৫ বছরে সাহসী সাংবাদিকতার মাধ্যমে এ দেশে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ স্থান দখল করেছে। জাতীয় দৈনিকগুলোর মধ্যে একটি অন্যতম পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কালের কণ্ঠ।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিশ্ব বৌদ্ধ ফেডারেশনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কালের কণ্ঠের অবস্থান হচ্ছে দিগন্তবিস্তৃত। মাটি ও মানুষকে ছাড়িয়ে বিশ্বকে স্পর্শ করেছে। কালের কণ্ঠ মানে জনতার কণ্ঠ, অসাম্প্রদায়িকতার কণ্ঠ, এ দেশের মাটি ও মানুষের কণ্ঠ।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আগের সরকারের সময় নানাভাবে গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশ বাধাপ্রাপ্ত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর সুযোগ হয়েছে গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতের। আমরা প্রত্যাশা করি, গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করে। গণমাধ্যমে বিনিয়োগকারী ব্যাবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও যেন তা নিশ্চিত করা হয়।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চলচ্চিত্রের উন্নয়নের জন্য গণমাধ্যমে নিয়মিত লেখালেখি হচ্ছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণে গণমাধ্যম এভাবে জনমত গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। এই শিল্পের কলাকুশলীদের উন্নয়নের জন্য কালের কণ্ঠসহ সব গণমাধ্যম বরাবরের মতো ভূমিকা পালন করবে বলে আশা রাখি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শুভেচ্ছা জানাতে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও : শুভেচ্ছা জানাতে এসেছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, উপহাইকমিশনার পবন বাধে, পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান, কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, বিমসটেকের পরিচালক, ভিয়েতনাম ও কোরিয়ায় শ্রীলঙ্কায় সাবেক রাষ্ট্রদূত ড. এ সাজ উ মেন্ডিস, রাশিয়া দূতাবাসের কাউন্সেলর অ্যান্টন শেরনভ, প্রেস অ্যাটাশে অ্যাভগোনিয়া কোনারেভা, ইসলামিক রিপাবলিক ইরান দূতাবাসের দ্বিতীয় সচিব জাভেদ আসকারি, চায়না মিডিয়া গ্রুপের প্রতিনিধি অলিভিয়া চু। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কালের কণ্ঠকে প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। কালের কণ্ঠকে অভিনন্দন। কালের কণ্ঠ বাংলাদেশের জনগণের কথা বলে। সময়ের কথা বলে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বছর বাংলাদেশ-চীন সম্পর্কের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা এ বছর দুই দেশের সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। এই বছর বাংলাদেশ ও চীনের মানুষে মানুষে বিনিময়ের বছর। এ বছর আমরা শতাধিক অনুষ্ঠান করব।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা জানি, বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ সময় পাড়ি দিচ্ছে। আরো গণতান্ত্রিক, উন্মুক্ত, সাম্য ও স্বাধীন নতুন বাংলাদেশ হওয়ার পথে এই দেশ গুরুত্বপূর্ণ রূপান্তরের পথে আছে। বাংলাদেশের নতুন অধ্যায়ে সহযোগিতার জন্য চীন প্রস্তুত আছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চীন-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে কালের কণ্ঠ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ সবার সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চীন প্রস্তুত। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, পাঠকদের খবর জানার গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কালের কণ্ঠ। বাংলাদেশ-ভারত সম্পর্ক গড়ার ক্ষেত্রেও কালের কণ্ঠের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রণয় ভার্মা আরো বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ-ভারত সম্পর্ক জনগণের মধ্যে যোগাযোগের সম্পর্ক। এই সম্পর্ক গড়ার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান উল্লেখযোগ্য। অতীতে আমাদের পারস্পরিক সম্পৃক্ততার, সহযোগিতার গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। ভারতের সঙ্গে জনগণের সম্পর্ক আরো শক্তিশালী করতে আমাদের গণমাধ্যমগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আরো যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন : শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বসুন্ধরা থানা আমির মো. আবুল বাশার এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইউসূফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ফিন্যানশিয়াল এক্সপ্রেস পত্রিকা সম্পাদক শামসুল হক জাহিদ, ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মহাসচিব রফিকুল ইসলাম, রানার গ্রুপের প্রধান জনসংযোগ কর্মকর্তা ওয়াহিদ মুরাদ প্রমুখ। এ ছাড়া শুভেচ্ছা জানাতে এসেছিলেন ওয়েস্টার্ন গ্রুপ, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা, রেডিও ক্যাপিটাল, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড, বসুন্ধরা কিংস, প্রাইম ব্যাংক পিএলসির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ম্যানেজার শেখ নাসির হোসেন, বিকাশের কমিউনিকেশনস ডিভিশনের জেনারেল ম্যানেজার রুকসানা আক্তার মিলি, এফআইসিএস এশিয়ার সাবেক সিনিয়র সহসভাপতি ইকরামউজ্জামান, কবি জাহিদ হায়দার, কথাসাহিত্যিক আবু সাঈদ জুবেরী, ইংরেজি দৈনিক ডেইলি সান, কনসিটো পিআরের পক্ষ থেকে ব্র্যান্ড ম্যানেজার মহসিন রনি, আইপিডিসি, সাজগোজ, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক মো. গফুর হোসেন, ওয়ালটনের পক্ষ থেকে অগাস্টিন সুজন বাড়ৈ, আরজু হোসাইন, রবিউল ইসলাম মিল্টন, সারা অ্যাডভার্টাইজিং, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ, নৌ পুলিশ সদর দপ্তর, গণফোরামের প্রেসিডিয়ামের সদস্য সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স পিএলসির সহসভাপতি মাহবুবুর রশিদ আল-আমিন, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের আইজিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এসেছেন এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর ও তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহসান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে সিনিয়র সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) মুত্তাজুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের পক্ষ থেকে জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) প্রধানের পক্ষ থেকে পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়্যারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, নৌ পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে পুলিশ পরিদর্শক (মিডিয়া) মো. আজহারুল ইসলাম।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আরো শুভেচ্ছা জানাতে এসেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন, অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী, আমিন মোহাম্মদ গ্রুপ ও সময়ের আলোর প্রকাশক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, ভাইয়া গ্রুপের এজিএম ফয়সাল আহমেদ, জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাস কমিউনিকেশনস লিমিটেডের মিডিয়া অফিসার মিজানুর রহমান, অ্যাড প্লাসের হারুন অর রশীদ, ওয়েস্টিন হোটেলের ক্লাস্টার পিআর ম্যানেজার তুহিনুর সুলতানা, অগ্রণী ব্যাংকের এজিএম আবুল কাশেম, ইসলামী ব্যাংকের পিআরও নুরুল ইসলাম, সোনালী ব্যাংকের অফিসার আনোয়ার হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের ডিজিএম মিডিয়া ও পিআর মেহেদী হাসান, রানা অ্যাডের স্বত্বাধিকারী কবির রানা, বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মো. মহসিন মিয়া, ট্রপিক্যাল হোমসের ব্যাবস্থাপনা পরিচালক শেখ রবিউল ইসলাম, গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন অঙ্কিত সুরেখা, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মো. নুরে আলম, সাকো ওয়াচের জিএম লুত্ফর রহমান, ইউল্যাবের হেড অব অ্যাডমিশন মো. জামাল উদ্দিন ভূঁইয়া, নেসলে বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার হাসান সজিব। এ ছাড়া শুভেচ্ছা জানিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্টার্ন ইউনিভার্সিটি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক জবাবদিহির প্রতিনিধিসহ আরো অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। </span></span></span></span></span></p> <p> </p> <p> </p>