<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক  সাব্বির হোসেনের সভাপতিত্বে এবং সহসভাপতি মারসিফুল আলম রিমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহসিন হোসেন খান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক জামাল হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম  হেমায়েত জাহান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একজন সাংবাদিকের উচিত সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা এবং সব সময় পক্ষপাতহীন আচরণ করা। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে কয়টি পত্রিকা তাদের অন্যায়ের বিরুদ্ধে লিখেছে কালের কণ্ঠ তাদের মধ্যে অন্যতম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>