ঘুষ লেনদেনের সময় টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঘুষ লেনদেনের সময় টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর মো. হান্নানকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১৭ মার্চ) হরিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির নিকট ঘুষ লেনদেনের বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা দুর্নীতি কমিশনের একটি দল তাদের আটক করে।

আরো পড়ুন
নারী-শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন : রিজওয়ানা

নারী-শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন : রিজওয়ানা

 

অভিযোগ সূত্রে জানা যায়, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক জোহরা খাতুনের অবসর ভাতা প্রক্রিয়াকরণের জন্য শেরিকুজ্জামান ও হান্নান ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দর-কষাকষির পর ২২ হাজার টাকায় রফা হয়।

১৭ হাজার টাকা আগেই দেওয়া হয়েছিল। বাকি ৫ হাজার টাকা দিতে গেলে দুদকের দল তাদের হাতেনাতে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরিকুজ্জামান ও হান্নান যোগদানের পর থেকে ঘুষ লেনদেনে বেপরোয়া হয়ে উঠেছিলেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে তারা দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত ঘুষ নিতেন।

এ ছাড়া যেকোনো কাজের জন্য সর্বনিম্ন ২০ হাজার টাকা ঘুষ নিতেন।

আরো পড়ুন
চাল নিয়ে চালবাজি

চাল নিয়ে চালবাজি

 

অভিযোগ রয়েছে, শেরিকুজ্জামান নিজেকে ‘মহাশক্তিধর’ মনে করতেন এবং প্রায়ই ক্ষমতাসীন দলের স্থানীয় সংসদ সদস্যের ভাগ্নে পরিচয় দিতেন। তবে সরকার পতনের পর তিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে দাবি করেন।

এর আগে শেরিকুজ্জামান ও আরেক অডিটর মজিবর রহমানের ঘুষ লেনদেনের বিরুদ্ধে স্থানীয় লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।

জোহরা খাতুনের ছেলে মো. জহিরুল ইসলাম রংপুর বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ঘুষের বিষয়ে লিখিত অভিযোগও করেছিলেন। অভিযোগের তদন্ত হলেও শেরিকুজ্জামান বহাল তবিয়তে ছিলেন এবং মজিবর রহমানকে বদলি করা হয়।

আরো পড়ুন
পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয় মো. আজমির শরিফ মারজী, সহকারী পরিচালক ও উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই এই অফিসের ওপর নজর রাখছিলাম। দীর্ঘ তদন্তের পর নিশ্চিত হয়েই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা

পাবনার সুজানগরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি সুজানগর পৌরসভার কারিগরপাড়া (গবড়েপাড়া) এলাকায়।

মঙ্গলবার (১৮ মার্চ ) এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মো. নয়ন খাঁ নামে এক যুবকের বিরুদ্ধে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন। নয়ন খাঁ ওই এলাকার মো. আন্টু খাঁর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ তার নিজ বাড়ির আঙিনায় গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় বখাটে যুবক নয়ন খাঁ বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধুকে এক গ্লাস পানি পান করার কথা বলে। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাকে পানি এনে দিলে এ সময় ওই গৃহবধূর পেছন দিক থেকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। 

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পলাতক নয়ন খাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার
গ্রেপ্তার যুবলীগ নেতা ভিপি হেলাল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলালকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত ভিপি হেলাল রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, গ্রেপ্তারের খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে এখন পথে আছে।

রামগতি থানায় আনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

নবাবগ‌ঞ্জে ৬ বছরের মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনি‌ধি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনি‌ধি
শেয়ার
নবাবগ‌ঞ্জে ৬ বছরের মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জে ৬ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজিম নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কৈলাইল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। শিশুটির বাবা ও অভিযুক্ত নাজিম খান একত্রে সিএনজি অটোরিকশা চালায়।

সেই সুবাদে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে সে ধর্ষণ করে বলে জানায় স্থানীয়রা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে নাজিম খান নামের এক সিএনজি চালককে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা গণ‌ধোলাই দি‌য়ে পুলিশের হাতে তু‌লে দেয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুটিকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য

মিরসরাইয়ে বিএনপির কমিটি বিলুপ্ত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
মিরসরাইয়ে বিএনপির কমিটি বিলুপ্ত
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির ৩টি ইউনিটের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইউনিটগুলো হলো- মিরসরাই উপজেলা আহবায়ক কমিটি, মিরসরাই পৌরসভা আহবায়ক কমিটি ও বারইয়ারহাট পৌরসভা আহবায়ক কমিটি। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ শাহীদুল ইসলাম চৌধুরীকে আহবায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।

এ ছাড়া দিদারুল আলম মিয়াজীকে আহবায়ক ও নিজাম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব করে বারইয়ারহাট পৌরসভা বিএনপি এবং মহিউদ্দিনকে আহবায়ক ও জাহিদ হুসাইনকে সদস্য সচিব করে মিরসরাই পৌরসভা বিএনপির কমিটি গঠন করা হয়।

সদ্য বিলুপ্ত মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমাদের কমিটির নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারবিরোধী সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা হয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকার পতন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আমরা সফল হয়েছি। এখন দলের স্বার্থে সাংগঠনিক যেকোনো সিদ্ধান্তকে স্বাগত জানাই।

 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার জানান, দলের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তিনটি আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তিনটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ