রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার
গ্রেপ্তার যুবলীগ নেতা ভিপি হেলাল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলালকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত ভিপি হেলাল রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, গ্রেপ্তারের খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে এখন পথে আছে।

রামগতি থানায় আনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদ আনন্দে ভাসছে ২০০ প্রতিবন্ধী শিশুর পরিবার

    মৃত্তিকার ঈদের উপহার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
শেয়ার
ঈদ আনন্দে ভাসছে ২০০ প্রতিবন্ধী শিশুর পরিবার
ছবি: কালের কণ্ঠ

কটিয়াদীর ডাউন সিনড্রোমে আক্রান্ত আট বছরের শিশু আরাফের হাতে যখন ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছিল; সে না নিয়ে হাত বাড়াল মঞ্চে শোভিত বেলুনের দিকে। 

দৃশ্যটি দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান আয়োজকদের বললেন, বাচ্চাটাকে যেন বেলুনগুলো উপহার দেওয়া হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত ঈদ উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর।

প্রতিবছরের মতো এবারও মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র থেকে দুই শতাধিক দরিদ্র প্রতিবন্ধী পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বাজিতপুরের বিলপাড়-ডুয়াইগাঁও গ্রামে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠ’র স্টাফ রিপোর্টার নাসরুল আনোয়ার।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর অবুঝ শিশুদের সান্নিধ্য তাকে সমৃদ্ধ করেছে। তিনি সাধ্যমতো এসব শিশু, তাদের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবার অঙ্গীকার প্রকাশ করেন।

 

আরেক বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসার মো. বাবুল মিয়া, স্কুলের প্রধান শিক্ষক নূরে হায়াত আফসানা, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পুরো আয়োজনে উপস্থিত ছিলেন। 

মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারপারসন লেখক-কলামিস্ট ম. মাহবুবুর রহমান ভূঁইয়া কালের কণ্ঠকে জানান, বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল দুই কেজি আটা, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক কেজি পোলাওয়ের চাল, এক কেজি মসুরের ডাল, দুই প্যাকেট সেমাই, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি ছোলা বুট এবং সাবান ও হুইল পাউডার। 

আয়োজকরা জানায়, ঈদসামগ্রী প্রদানের এই মহতি উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অস্ট্রেলিয়া প্রবাসী ডা. মেহেরুল হুদার নেতৃত্বে পরিচালিত ‘নূরুন্নাহার-মেহেরুল ফাউন্ডেশন’ সহ একাধিক দানশীল ব্যক্তিরা। 

মন্তব্য

পাওনা টাকা না পেয়ে বতসবাড়ির মাটি কেটে নিলেন যুবদল নেতা!

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
পাওনা টাকা না পেয়ে বতসবাড়ির মাটি কেটে নিলেন যুবদল নেতা!
যুবদল নেতা মাসুদ সিকদার (ইনসেটে)।

টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে দেনাদারের বাড়ির উঠানের লাল মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মাসুদ সিকদার নামে যুবদলের সাবেক এক নেতার বিরুদ্ধে।

মাসুদ সিকদার গত বৃহস্পতি ও শুক্রবার রাতে আজগানা ইউনিয়নের ভালুকাচালা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে আজাহার মিয়ার বসতবাড়ির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাসুদ সিকদার মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক।

ভুক্তভোগী আজাহার মিয়া গণমাধ্যমকর্মীদের জানান, গতবছর মাসুদ সিকদারের কাছ থেকে বাকিতে এক লাখ টাকার ইট নিয়ে ঢাকার একটি সাইটে দেন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকার ওই ব্যবসায়ী ইটের টাকা না দিয়ে গা ঢাকা দেন। এরপর মাসুদ সিকদার ইটের টাকার জন্য তাকে নানাভাবে তাগাদা দিতে থাকেন। একপর্যায়ে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন মাসুদ সিকদার। গত বৃহস্পতি ও শুক্রবার রাতে মাসুদ ভেকু মেশিন দিয়ে আজাহার মিয়ার বাড়ির উঠানের লাল মাটি কেটে ভাড়ি ড্রাম ট্রাকে ভাটায় বিক্রি করেন।

আজাহার মিয়া গণমাধ্যমকর্মীদের বলেন, ‘পুরো আজগানা গ্রামটা তাদের পরিবারের কাছে জিম্মি। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। আমি এর উপযুক্ত বিচার চাই।’

এ বিষয়ে যুবদল নেতা মাসুদ সিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এলাকার কয়েকজন জানান, মাসুদ সিকদার আজগানা ইউনিয়নের আজগানা এলাকার বিভিন্ন স্থান থেকে রাতের আধারে টিলার লালমাটি কেটে ভাটায় বিক্রি করে আসছিলেন। এ অভিযোগে তাকে একাধিকবার জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। তারপরও থামেনি তার লাল মাটির টিলা কাটা।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

‘বিএনপি সরকার গঠন করলে গুম করা নেতাদের খুঁজে বের করবে’

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
শেয়ার
‘বিএনপি সরকার গঠন করলে গুম করা নেতাদের খুঁজে বের করবে’
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিগত ১৭ বছরে দেশটি নষ্ট হয়ে পড়েছে। এসময় যারা ক্ষমতায় ছিল, তারা উন্নয়নের একটি মেরামতের কাজও করতে পারেনি। তারা জনগণের কথা চিন্তা না করে নিজেরা লুটপাটে ব্যস্ত ছিল।

তিনি আরো বলেন, ‘গণমানুষের নেতা এম ইলিয়াস আলীসহ সব গুম করা নেতাদের ফেরত চেয়ে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করেছি।

কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি। আমরা আশবাদী গুমকৃতদের ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং তাদের অবস্থা সুস্পষ্ট করবেন। তারপরও যদি সেটা না হয় তাহলে আমরা আশা করব বিএনপি সরকার গঠন করলে অবশ্যই গুম করা নেতাদের খুঁজে বের করা হবে।’

তিনি বুধবার (১৯ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আর্চায্য, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, জেলা উলামা দলের আহবায়ক নূরুল হক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছোট মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

রাতে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি, সকালে মিলল লাশ

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
রাতে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি, সকালে মিলল লাশ
সংগৃহীত ছবি

‘থানা থেকে বলছি, তোমার নামে মামলা হয়েছে। নাম বাদ দিতে হলে আজ রাতের মধ্যেই দুই লাখ টাকা দিতে হবে। নইলে পুলিশ তোমাকে বাড়ি থেকে ধরে আনবে’ এমন কথা শুনে ভয়ে রাতে বাড়ি থেকে বের হওয়ার পর সকালে গ্রামের ড্রেনে পাওয়া গেছে সেই ব্যক্তির মরদেহ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়।

মৃত ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম। তিনি সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত সদস্য। গত ১৬ মার্চ তার মরদেহ পাওয়া যায়। তবে বিষয়টি জানাজানি হয় বুধবার সন্ধ্যায়।

মরদেহ উদ্ধারের পর ১৭ মার্চ কালীগঞ্জ থানায় পরিবারের সদস্যরা অভিযোগ দিলেও পুলিশ ভিন্ন কথা বলছে। পুলিশ বলছে, অভিযোগটি দেওয়ার পরই আবার ফেরত নিয়ে গেছে। আর চাঁদার বিষয়ে পুলিশ বলছে, একটি প্রতারক চক্র ঈদ সামনে রেখে বিভিন্ন কৌশলে চাঁদা চেয়ে মানুষকে হয়রানি করছে।

আমিনুলের মেয়ে আফরোজা খাতুন অভিযোগ করে বলেন, গত ১৫ মার্চ রাত ১০টা ২ মিনিটে আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইলে ০১৩১৪-৮৯২০২১ নম্বর থেকে কল আসে।

মোবাইলের অপর প্রান্ত থেকে বলে আমি থানার পুলিশ বলছি। আপনার নামে মামলা হচ্ছে। মামলা থেকে নাম খারিজ করতে দুই লাখ টাকা দিতে হবে। ফোনে এমন কথা শুনে আমিনুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপর প্রান্তের অজ্ঞাত ব্যক্তি তাকে গালাগাল, হুমকি-ধমকিসহ বাড়ি থেকে তুলে নিয়ে যেতে চায়।

তিনি আরো বলেন, ‘এ ঘটনা পরিবারকে জানিয়ে আমার বাবা রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান।

রাতে তিনি আর ফিরে আসেনি। পরের দিন ১৬ মার্চ ভোরে পুকুরিয়া গ্রামের মাঠের একটি ড্রেনের মধ্যে মরদেহ পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত চাঁদাবাজদের ভয়ে বাড়ি ছেড়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন আমিনুল।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘ওই ইউপি সদস্যের স্বজনরা থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। কিছু সময় পরে আবার অভিযোগটি নিয়ে গেছেন।’

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া কালের কণ্ঠকে বলেন, ‘হয়তো কোনো প্রতারক চক্র এমন ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ