রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার
গ্রেপ্তার যুবলীগ নেতা ভিপি হেলাল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলালকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত ভিপি হেলাল রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, গ্রেপ্তারের খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে এখন পথে আছে।

রামগতি থানায় আনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কুমিল্লায় ঘুষ চাওয়ার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ঘুষ চাওয়ার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘুষ ও চাঁদা দাবির অভিযোগে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসায়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে মো. মেহেদী হাসান নামে এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজিচালক আবুল কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান ১ লাখ টাকা ঘুষ দাবি করেন।

এর আগে, উল্লেখিত অন্য আসামিরাও তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি হাজির হয়ে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে সিএনজিচালক আবুল কালামকে পুলিশ মুরাদনগর থানায় ধরে নিয়ে গেলে তাকে ছাড়ানো জন্য সেখানে যান স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ নিয়ে সেখানে হট্টগোল তৈরি হয়। তাকে ছাড়িয়ে নিতে থানায় গেইট ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এবং এক ছাত্র সমন্বয়ক বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এর প্রতিবাদে মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় বুধবার অর্ধদিবস সকল পরিবহন বন্ধ কর্মসূচি ও পালন করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সাভারে ট্রাকচাপায় এসআই নিহত

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
সাভারে ট্রাকচাপায় এসআই নিহত
ফজলু হক। ফাইল ছবি

ঢাকার সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজলু হক (৪০) সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে ‍পুলিশ।

এ ঘটনায় ট্রাক জব্দের পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের নাম মো. রাকিব (২৩)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া বোরহানগঞ্জ গ্রামের বাসিন্দা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জুয়েল মিঞা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করেছে।

তিনি বলেন, ‘নিহত ফজলু ট্রাফিক ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে সাভারের দিকে আসছিলেন। এ সময় উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পুলিশের মোটরসাইকেল দেখে ইচ্ছাকৃতভাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।’

মন্তব্য

কুমিল্লায় ৫৩৮ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ৫৩৮ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
সংগৃহীত ছবি

কুমিল্লায় ১৭টি উপজেলায় কর্মরত ৫৩৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দেড়টায় নগরীর রামমালা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট, মো. মনিরুল ইসলাম, রেঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট, আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা।

জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান জানান, ৫৩৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যরা প্রত্যেকে পোলাও চাল এক কেজি, সেমাই দুই প্যাকেট, সেমাই (লাচ্ছা) দুই প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডলস এক প্যাকেট, ২০০ গ্রাম ঘিসহ অন্যান সামগ্রী প্রদান করা হয়।

প্রধান অতিথি রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জন সম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা দেশের যেকোনো প্রয়োজনে নিজেকে নিয়োজিত করেন। তাই মহাপরিচালক পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেন। তারই প্রেক্ষিতে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ৫৩৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

মন্তব্য

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ট্রাফিক পুলিশের সদস্য নিহত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ট্রাফিক পুলিশের সদস্য নিহত
প্রতীকী ছবি

‎দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোলে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে ট্রাফিক পুলিশের টাউন ইন্সপেক্টর (টিএসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার সাদিপুর আদিবাসি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাফিক পুলিশের টিএসআইয়ের নাম আব্দুল করিম (৫০)। তিনি দিনাজপুর ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন।

তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর রাবেয়া নামল এলাকায়।

আরো পড়ুন
চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে শোকজ

চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে শোকজ

 

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শ্যামল বর্মন জানান, আব্দুল করিম বীরগঞ্জ উপজেলায় ডিউটি শেষে বিকালে মোটরসাইকেলে দিনাজপুরে অফিসে ফিরছিলেন। পথে তিনি দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার সাদিপুর আদিবাসি পাড়ার সামনে এসে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। তিনি রাস্তার উপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। 

তিনি বলেন, এ ব্যাপরে কাহারোল থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ