ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১, ১৯ রমজান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১, ১৯ রমজান ১৪৪৬

বাগাতিপাড়ায় যাত্রী সেজে ভ্যান ছিনতাই

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বাগাতিপাড়ায় যাত্রী সেজে ভ্যান ছিনতাই

নাটোরের বাগাতিপাড়ায় যাত্রী সেজে মকবুল হোসেন নামের এক ভ্যান চালকের চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যান চালক উপজেলার পেড়াবাড়িয়া এলাকার মৃত আবেদ আলী সরকারের ছেলে।

ভ্যান চালক ও তার পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার মালঞ্চি বাজার রেলগেট এলাকা থেকে অপরিচিত দুজন যাত্রী দয়ারামপুর বাজারে যাবে বলে মকবুলের ভ্যানে ওঠে।

গন্তব্যস্থলে যাওয়ার সময় মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় পৌছালে যাত্রীরা প্রস্রাব করবে বলে ভ্যান চালককে থামতে বলে। পরে ভ্যান চালক ভ্যান থামালে তাকে সেখান থেকে চলে যেতে বলে না গেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এতে ভ্যান চালক প্রাণের ভয়ে ভ্যান রেখে পালিয়ে আসে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফরিদপুরে রেস্তোরাঁয় পচা-বাসি খাবারের সঙ্গে মিলল তেলাপোকা

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে রেস্তোরাঁয় পচা-বাসি খাবারের সঙ্গে মিলল তেলাপোকা
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরে অভিজাত রেস্তোরাঁয় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে পচা-বাসি খাবারের সঙ্গে তেলাপোকা পাওয়ার অভিযোগে তিনটি রেস্তোরাঁর বিরুদ্ধে খাদ্য নিরাপদ আইনে মামলা হয়েছে।

গতকাল বুধবার (১৯ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা নিরাপদ খাদ্য অফিসের উদ্যোগে শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি ও শাওন হাসান। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদসহ র‌্যাব ও পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সহজে দূর করুন ঘরের ধুলাবালি

সহজে দূর করুন ঘরের ধুলাবালি

 

অভিযান সূত্রে জানা যায়, শহরের ঝিলটুলী এলাকার ঐতিহ্যবাহী খ্যাত টেরাকোটা রেস্টুরেন্টে ফ্রিজে পচা ও বাসি টিকা, বেনামি কম্পানির বিভিন্ন খাদ্যসামগ্রী পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন রান্নাঘরে নিম্নমানের তেল ও ঘি দিয়ে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। পরে পচা ও বাসি খাদ্য সামগ্রী জব্দ করে নর্দমায় ফেলে দেওয়া হয়।

এ ছাড়া চর-কমলাপুর এলাকার রেইন ফরেস্ট রেস্টুরেন্টে দেখা যায় প্রায় একই ধরনের চিত্র।

সেখানে ফ্রিজ থেকে পচা সিদ্ধ আলু, টিকা কাবাব, মাংস, বিভিন্ন মসলা জব্দ করা হয়। যা দীর্ঘদিন ধরে ফ্রিজে রেখে পরিবেশন করা হতো বলে জানিয়েছেন আদালত।

আরো পড়ুন
মেসি-দিবালার পর এবার ছিটকে গেলেন মার্তিনেজ

মেসি-দিবালার পর এবার ছিটকে গেলেন মার্তিনেজ

 

অপরদিকে জেলার আলোচিত শিরিন গার্ডেনটি সমাজের এলিট শ্রেণির মানুষের রেস্তোরাঁ নামে পরিচিত। প্রতিষ্ঠানটিতে একই ফ্রিজে রাখা কাঁচা মাছ, গন্ধযুক্ত সবজি, বিভিন্ন পচা-বাসি খাদ্যসামগ্রী পাওয়া যায়।

এ সময় তেলাপোকাসহ ফ্রিজ থেকে একটি খাদ্যসামগ্রী পাওয়া যায়। সেখানে মেয়াদবিহীন পাউরুটিসহ অপরিচ্ছন্ন ফ্রিজ ও রান্নাঘরে খাদ্য তৈরি করতে দেখা যায়।

রেস্তোরাঁয় পচা-বাসি খাবার, ফ্রিজে গন্ধযুক্ত সবজি ও তেলাপোকা পাওয়াসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে খাদ্য নিরাপদ আইনে পৃথক তিনটি মামলা করেন আদালত। পরে খাদ্যসামগ্রীর সঙ্গে এসব অনিয়ম মিললে জরিমানাসহ রেস্তোরাঁ সিলগালা করার হুঁশিয়ারি দেন আদালত।’

আরো পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

 

বিষয়টি নিশ্চিত করে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ জানান, রমজান মাসে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবারও অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন নামিদামি রেস্তোরাঁয় খাবারের মান পরীক্ষা করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠানে পচা-বাসি ও মেয়াদবিহীন খাদ্যসামগ্রী পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জ সিদ্দিকনগর দরবার শরিফ মাদরাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত মাদরাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

 

আরো পড়ুন

কুমিল্লা জজ কোর্টের এপিপি হলেন বুড়িচংয়ের আরিফুর

কুমিল্লা জজ কোর্টের এপিপি হলেন বুড়িচংয়ের আরিফুর

 

ওসি জানান, ‘এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।’

মন্তব্য

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

অনলাইন প্রতিবেদক
অনলাইন প্রতিবেদক
শেয়ার
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
সংগৃহীত ছবি

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। অবরোধে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা এই অবরোধ করেন। 

জানা গেছে, এবার ঈদুল ফিতরের ছুটি ১০ দিন ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

কিন্তু শ্রমিকরা তা মেনে নেয়নি। ঈদে ১০ দিনের ছুটির পরিবর্তে ১২ দিন ছুটির দাবি জানান তারা। কিন্তু তাদের দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নেয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে শ্রমিকরা হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সারা দেশেই ঈদের ছুটি ১০ দিন করা হয়েছে।

কিন্তু ইউটা কারখানার শ্রমিকরা তা না মেনে ১২ দিন ছুটির দাবি করেন। একপর্যায়ে তারা মহাসড়কটি অবরোধ করে রাখেন।

এ বিষয়ে ইউটাহ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কারো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

কুমিল্লা জজ কোর্টের এপিপি হলেন বুড়িচংয়ের আরিফুর

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লা জজ কোর্টের এপিপি হলেন বুড়িচংয়ের আরিফুর
সংগৃহীত ছবি

কুমিল্লা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হয়েছেন এডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ। বুধবার (১৯ মার্চ) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অণুবিভাগের উপ-সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসেইনের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

কুমিল্লা জেলার জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি ) পদে মো. আরিফুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়।

অ্যাডভোকেট মো. আরিফুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা বাকশিমুল ইউনিয়ন পালটি রাজাপুর গ্রামে।

তার বাবা মৃত মো. তাজুল ইসলাম। তিনি গত দশ বছর ধরে কুমিল্লা জজ কোর্টে আইনজীবী হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন।

এডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ কালের কণ্ঠকে বলেন, 'ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে নতুন যাত্রা আপনাদের সকলের নিকট দোয়া চাই। আমি সমাজসেবা ও মানবিক কার্যক্রমে অবদান রাখতে চাই।

'

তিনি বলেন, 'আমি বিশ্বাস করি মেধা, সততা ও সাহসিকতার মাধ্যমে এই দায়িত্ব পালন করব এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। নতুন দায়িত্ব পালনে সর্বোচ্চ সফলতার জন্য সবাইকে পাশে চাই।'

মন্তব্য

সর্বশেষ সংবাদ