ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬
যশোর

থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারধর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারধর
সংগৃহীত ছবি

যশোরে থানা প্রাঙ্গণ থেকে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) ইফতারের আগ মুহূর্তে যশোর কোতোয়ালি মডেল থানায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, বুধবার বিকেলে যশোর শহরের খড়কি এলাকার জনৈক রিকশাচালকের পাঁচ বছরের শিশুকন্যাকে তার বাড়িতেই ধর্ষণের চেষ্টা চালায় আরমান নামে এক যুবক। শিশুটির পিতা বাড়িতে গিয়ে টের পেলে পালিয়ে যায় আরমান।

আরো পড়ুন
চৌধুরী নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

চৌধুরী নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

 

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী মো. আরমানকে (১৮) গ্রেপ্তার করে থানায় নেয়। খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রকাশ্যে বিচারের দাবিতে থানা ঘেরাও করে। একপর্যায়ে তারা আরমানকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

আরো পড়ুন
রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ বিকেলে

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ বিকেলে

 

ওসি আরো জানান, পরে পুলিশ শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

আপন ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় বোনেরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় শনিবার (২২ মার্চ) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে বাবুগঞ্জের রহমতপুর মীরগঞ্জ সড়কের বকুলতলা নামক স্থানে আব্দুস সাত্তার খান মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।

এ সময় তাকে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা হন। তবে পথিমধ্যে আহত আব্দুস সাত্তার খানের মৃত্যু হয়। 

আরো পড়ুন
বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

 

পরে তার লাশ উপজেলার ক্ষুদ্রকাঠীর গ্রামের বাড়িতে আনা হয়। অন্যান্য স্বজনদের মতো তার বড় বোন লুৎফুন্নেসা বকুল বেগমও আসেন ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে।

শনিবার সন্ধ্যার দিকে ছোট ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের লাশ দেখে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন লুৎফুন্নেসা। ভাই হারানোর শোকে ঘটনাস্থলেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। একই পরিবারে ভাইয়ের মৃত্যুর সংবাদে বোনের মৃত্যুর এমন ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। 

আরো পড়ুন
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

 

আব্দুস সাত্তার খান বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র কাঠী এলাকায় অবস্থিত মেসার্স খান ব্রিকসের স্বত্তাধিকারী ছিলেন।

তার বড় বোন লুৎফুন্নেসা বকুল উপজেলার খানপুরা গ্রামের মৃত আনসার আলী মোল্লার স্ত্রী এবং রাশেদ খান মিলন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের মা।

মন্তব্য

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
শেয়ার
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি
সুন্দরবনে আগুনের ফাইল ছবি: বিষ্ণু প্রসাদ চক্রবর্তী

বাগেরহাটের সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির কাছে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মাদ নুরুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।

আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানিয়েছেন, বনের ৯০ শতাংশ আগুন নিভে গেছে।

ধোঁয়া দেখে সেসব জায়গায় পানি দেওয়া হচ্ছে। আজকের ভেতর আগুন সম্পূর্ণভাবে নিভে যাবে। 

এর আগে শনিবার সন্ধ্যায় অভিযান স্থগিত করে চলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে রাতভর নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বন বিভাগ।

আগুন নিয়ন্ত্রণে বনরক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক রাতভর কাজ করেন। রবিবার সকাল থেকে ফের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে অগ্নিকান্ডের কারণ ও করণীয় জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

 

এর আগে, শনিবার সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির কাছের বন এলাকায় আগুন লাগে। তবে পানির উৎসের অভাবে অগ্নিনির্বাপণ কাজ কঠিন হয়ে পড়ে। দুপুরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন লাগার স্থান শনাক্ত ও নির্বাপণের চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

প্রাসঙ্গিক
মন্তব্য

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাত্র দুইদিন আগেও যখন যুবদলের সদস্য সচিব আবু কাউছারের বিরুদ্ধে গণমাধ্যমে চাঁদাবাজির অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হয়, ঠিক তখনই 'বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই এবং ভবিষ্যতে চাঁদাবাজদের ঠাঁই হবে না' বলে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বক্তব্য দিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নান।

আরো পড়ুন
ভারতের দেওয়া তথ্য শেখ হাসিনা উপেক্ষা করেছিলেন : জয়শঙ্কর

ভারতের দেওয়া তথ্য শেখ হাসিনা উপেক্ষা করেছিলেন : জয়শঙ্কর

 

শনিবার (২২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি হুঁশিয়ারী দিয়ে এসব কথা বলেন।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'বিএনপিতে যদি কোনো চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীর খবর আপনারা খুঁজে পান, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে সাংগঠনিকভাবে সেইসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাল্লাহ।

'

আরো পড়ুন
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

 

পরে কালের কণ্ঠের পক্ষ থেকে নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে সওজের যাত্রী ছাউনী দখল করে সেখানে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছারের চাঁদাবাজি নিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে, সে বিষযে তাঁর দৃষ্টি আনলে তিনি বলেন, 'বিষয়টি আমি শুনেছি। তদন্ত করা হচ্ছে, সত্যতা পেলে প্রযোজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।' তবে সাংবাদিকদের সব সংবাদে ইদানিং সঠিক তথ্য থাকে না বলেও তিনি অভিযোগ করেন।

আরো পড়ুন
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

 

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা আবু কাউছার কালের কণ্ঠকে বলেন, 'বাঙ্গরা বাজারে যাত্রী ছাউনী নিয়ে আমার বিরুদ্ধে করা চাঁদাবাজির অভিযোগের কেও প্রমাণ দিতে পারলে, রাজনীতি নিজে থেকেই ছেড়ে দেব।

এসব সস্পূর্ণ অপপ্রচার। মূলত রাজনৈতিকভাবে আমাকে ঘায়েল করতে একটি চক্র আমার বিরুদ্ধে এসব মিথ্যা সংবাদ মিডিয়ায় প্রচার করেছে। আমি এসব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

শনিবারের ইফতার মাহফিলে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের উপস্থাপনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল করিম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদুল হক মাসুদসহ জেলা এবং উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এক পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী কবির আহমেদ ভূঁইয়া। এ সময় নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ছাড়াও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য
অভয়নগর

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
শেয়ার
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের
নিহত আবু বক্কার আলী ও দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : কালের কণ্ঠ

যশোরের অভয়নগরে সড়কের পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কার আলী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গী অহিদুজ্জামান রাতুল (১৯) নামে একজন আহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে সামাদের ভাটার সামনে সিংগাড়ী-শুভরাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কার আলী শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের এরশাদ আলীর ছেলে।

সে ওই ইউনিয়নের পল্লী মঙ্গল আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। আহত অহিদুজ্জামান রাতুল একই গ্রামের জালাল উদ্দিন শেখের ছেলে।

আরো পড়ুন
সিলেটে বক্তৃতা দেওয়া নিয়ে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল

সিলেটে বক্তৃতা দেওয়া নিয়ে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বেপরোয়া গতির একটি মোটরাইকেল সামাদের ভাটার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে আঘাত করে। এতে মোটরসাইকেলর চালক ও আরোহী দুই যুবক গুরুতর আহত হয়।

মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভগ্নিপতি মেহেদী হাসান বলেন, 'ঈদের কেনাকাটা করতে আবু বক্কার তার বন্ধু রাতুলেকে সঙ্গে নিয়ে বাঘুটিয়া বাজারে গিয়েছিল।

রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।'

আরো পড়ুন
চার মাটি ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা

চার মাটি ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মশিয়ার রহমান বলেন, 'মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।'

আরো পড়ুন
কবিরাজ

কবিরাজ

 


 
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম কালের কণ্ঠকে বলেন, ‘দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

মৃত যুবকের সুরতহাল সম্পন্ন হয়েছে। বাদবাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

মন্তব্য

সর্বশেষ সংবাদ