কক্সবাজারে গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ৫২০ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
গতকাল শনিবার ছাত্র প্রতিনিধি এনামুল হক বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা করেন। দ্রুত বিচার আইন ২০১৯-এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। মামলায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাবেক হুইপ ও কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য জাফর আলম, সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শালসহ ৫২০ জনকে আসামি করা হয়।