ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

নবাবগ‌ঞ্জে ৬ বছরের মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনি‌ধি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনি‌ধি
শেয়ার
নবাবগ‌ঞ্জে ৬ বছরের মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জে ৬ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজিম নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কৈলাইল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। শিশুটির বাবা ও অভিযুক্ত নাজিম খান একত্রে সিএনজি অটোরিকশা চালায়।

সেই সুবাদে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে সে ধর্ষণ করে বলে জানায় স্থানীয়রা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে নাজিম খান নামের এক সিএনজি চালককে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা গণ‌ধোলাই দি‌য়ে পুলিশের হাতে তু‌লে দেয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুটিকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ডিএসবির এসআই পরিচয়ে গৃহবধূকে তুলে নেওয়ার হুমকি

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
ডিএসবির এসআই পরিচয়ে গৃহবধূকে তুলে নেওয়ার হুমকি
সংগৃহীত ছবি

গোয়েন্দা সংস্থা ডিএসবির এসআই পরিচয় দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক গৃহবধূকে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে ওই গৃহবধূর ওয়াটসঅ্যাপ নম্বরে টাকা চেয়ে ব্যর্থ হয়ে এ ধরনের হুমকি দেওয়া হয়।

ওই গৃহবধূর স্বামী জানান, একটি নম্বর থেকে তার স্ত্রীর নম্বরে ফোন করে বলা হয় তিনি জনৈক সাদেক মিয়ার বিরুদ্ধে চেক ডিজওনার মামলা করেছেন। আদালত থেকে ওই মামলার তদন্তের দায়িত্ব পড়েছে তার ওপর।

তিনি ডিএসবির উপপরিদর্শক (এসআই)। আজই তদন্ত প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হবে। এজন্য কিছু খরচ লাগবে। 

এ কথা শুনে গৃহবধূ জানতে চান কত টাকা? সম্মানজনকভাবে দেওয়ার জন্য বলে ফোনটি কেটে দেন।

টাকা না দেওয়ায় কিছুক্ষণ পরপর ফোন করে তাগাদা দিতে থাকেন ওই ব্যক্তি। 

আরো পড়ুন
শিশুকে নিপীড়নের চেষ্টা, যুবককে গণধোলাই

শিশুকে নিপীড়নের চেষ্টা, যুবককে গণধোলাই

 

এক পর্যায়ে তিনি গৃহবধূকে বলেন, ‘আমার ফোনটি আপনারা কেটে দেন, সাহস কম না! আপনি জানেন আমি কি করতে পারি। চেক মামলায় ৫১ লাখ টাকা লিখেছেন। আসলে একের আগে ৫ বসিয়ে টাকার অঙ্ক বাড়িয়েছেন।

এটা অপরাধ প্রতারণা। এই জন্য দুইজনেরই জেল খাটতে হবে। তাছাড়া ১১ টা ৫৬ মিনিটে রকেট বা বিকাশের নম্বর দিতে চাইলে নিলেন না। এতে পস্তাতে হবে।’ 

এ সব কথা শুনে গৃহবধূর স্বামী প্রতিবাদ করলে ওই কথিত এসআই হুমকি দিয়ে বলেন, ‘ঈদের আগেই আপনার স্ত্রীকে তুলে নেওয়া হবে।

জেলে ঈদ করতে হবে। তৈরি থাকেন।’ এসব কতাবার্তার রেকর্ড সংরক্ষিত রয়েছে।

জানা যায়, হুমকির শিকার গৃহবধূ গোল্লাজয়পুর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে সাদেকের বিরুদ্ধে ৫১ লাখ টাকার চেক ডিজওনারের মামলা করেছেন। ওই মামলায় সাদেক বর্তমানে জামিনে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক পরিচয় শুনে উত্তেজিত হয়ে যান এসআই পরিচয় দেওয়া ওই ব্যক্তি। এক পর্যায়ে তার সাথে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দেখা করতে বলেন। কিছুক্ষণ পর ফের মোবাইলে কল দিয়ে গালাগাল শুরু করেন। বারবার পরিচয় জানতে চাইলে নিজেকে ডিএসবির এসআই পরিচয় দেন। এক পর্যায়ে এ প্রতিনিধিকেও দেখে নেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমানকে ওই এসআইয়ের ফোন নম্বরটি দিলে তিনি বেশ কয়েকবার ফোন করলে ফোনটি ধরেননি বলে জানান। 

ময়মনসিংহ ডিএসবির ডিআই-১ মো. জসিম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, আশিকুর রহমান নামে কেউ এখানে নেই। তাছাড়া এ সংস্থার কেউ কোনো ঘটনা তদন্ত করে না। ভুক্তভোগি স্থানীয় থানায় সাধারণ ডায়রি করে আমাদের কাছে দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে প্রস্তুতি সম্পন্ন করতে হবে : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে প্রস্তুতি সম্পন্ন করতে হবে : চসিক মেয়র
সংগৃহীত ছবি

বর্ষার আগেই চট্টগ্রামের সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে জলাবদ্ধতা নিরসনে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বন্দরসহ সবগুলো সংশ্লিষ্ট সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।’

শুক্রবার (২৮ মার্চ) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের সঙ্গে জলাবদ্ধতা নিরসনে করণীয় নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বর্ষার আগেই চট্টগ্রামের সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে জলাবদ্ধতা নিরসনে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

বিশেষ করে চলমান প্রকল্প গুলোর কারণে সৃষ্ট জনদুর্ভোগ যাতে সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।’

তিনি বলেন ‘আমি বেশ কিছু খালে গিয়ে দেখলাম খালগুলো যেন ডাম্পিং স্টেশন হয়ে গেছে যা শহরে জলাবদ্ধতা সৃষ্টি করছে, কর্ণফুলীকেও হত্যা করছে। এজন্য আমার মনে হয় প্রয়োজনে কঠোর আইনি পদক্ষেপ নেয়া দরকার।’

সভায় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান, সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. ফেরদৌস আহমেদ, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ‘সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্প দ্রুত এগিয়ে যাচ্ছে।চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনসহ জনস্বার্থে সব বিষয়ে চসিকের সাথে সিডিএ একযোগে কাজ করবে।’

সভায় সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. ফেরদৌস আহমেদ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মেয়র ডা. শাহাদাত হোসেনকে অবহিত করেন। প্রকল্পটির কারণে গত বছরের তুলনায় এ বছর চট্টগ্রামে জলাবদ্ধতা তুলনামূলক কম স্থানে হয়েছে এবং জমাটবদ্ধ পানি দ্রুত অপসারিত হয়েছে বলে জানান তিনি।

এ সময় বাকলিয়া আব্দুল লতিফ সড়কে জলাবদ্ধতার জন্য ইকবাল খালের ডাউনসিট্রম পরিষ্কার করার, গভীরতা বৃদ্ধির জন্য খননের, অ্যাক্সেস রোডে নির্মিত নতুন কালভার্টের নিচে পুরাতন একটি কালভার্ট পানি প্রবাহের বাধা সৃষ্টি করছে বিধায় সেই পুরাতন কালভার্টটি অপসারণ, পার্শ্ববর্তী নালাগুলো পরিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য

শিশুকে নিপীড়নের চেষ্টা, যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
শেয়ার
শিশুকে নিপীড়নের চেষ্টা, যুবককে গণধোলাই
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে নার্সারি শ্রেণিতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবিবুর রহমান (৩০) নামে এক মুদি দোকানীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিরারপাড় এলাকায় ঘটনাটি ঘটে। হাবিবুর রহমান ওই গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে শিশুটি চকোলেট খেতে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ির পাশের স্কুল লাগোয়া হাবিবের মুদি দোকানে যায়।

শিশুটিকে একা পেয়ে হাবিব কৌশলে দোকানের ভিতর নিয়ে শার্টার বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির বাড়ি ফিরতে দেরি দেখে তার নানু দোকানের কাছে গিয়ে দেখেন দোকানের শার্টার নামানো।

আরো পড়ুন
একদিনে ভূমিকম্পে কাঁপলো ৬ দেশ

একদিনে ভূমিকম্পে কাঁপলো ৬ দেশ

 

তিনি জানান, এক পর্যায়ে দোকানের ভিতরে ধস্তাধস্তির শব্দ শুনতে পান। পরে তিনি দোকানের পিছনের দরজায় উঁকি দিয়ে তাঁর নাতনিকে নির্যাতন করতে দেখে তিনি চিৎকার দিয়ে ওঠেন।

তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে হাবিবকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত হাবিবুর রহমানকে আটক করে নিয়ে যায়। 

এদিকে, গণপিটুনির শিকার হাবিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির পিতা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় শুক্রবার বিকালেই একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত হাবিবুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কিশোরগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

জোনাকির পরিবার পেল ঈদ উপহার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
জোনাকির পরিবার পেল ঈদ উপহার
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে চার বছর আগে চোখে আলো ফোটা জোনাকি (১৪) নামের এক কিশোরীর পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। শুক্রবার (২৮ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার তুলে দেন তিনি। 

জোনাকির চোখে আলো ফুটলেও মুখে হাসি ফুটছে না। জোনাকির চাচা আমির হোসেন, দুই ফুফু হাসিনা আক্তার ও নাসরিন আক্তারও দৃষ্টিপ্রতিবন্ধী।

ফুফাত বোন রুপা ও ভাই মারুফ জন্মান্ধ। একচোখে দেখতে পান না জোনাকির চাচি শিউলী আক্তার। দুঃখের এখানেই শেষ নয়, জোনাকির বাবাও চোখে অনেক কম দেখেন।

আরো পড়ুন
এবার ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘কন্যা’

এবার ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘কন্যা’

জোনাকির পরিবারকে চিকিৎসাসেবা দেওয়ার আশ্বাস দিয়ে ডা. রফিকুল ইসলাম বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাদেশে অসহায়, দুস্থ ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান নয়ন প্রমুখ।

জোনাকিকে নিয়ে কালের কণ্ঠ অনলাইনে ২০২২ সালের ১৮ জানুয়ারি ‘জন্মান্ধ জোনাকি/এবার তার দেখা কল্পনায় নয়, মুগ্ধতায়’ প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সময় এক তরুণ ব্যবসায়ীর উদ্যোগে জোনাকির চোখে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হলে চোখে আলো ফুটে জোনাকির।

আরো পড়ুন
বেইজিংয়ের কাছে ৫০ বছরের পানি ব্যবস্থাপনার মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

বেইজিংয়ের কাছে ৫০ বছরের পানি ব্যবস্থাপনার মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

মন্তব্য

সর্বশেষ সংবাদ