চাঁদাবাজির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চাঁদাবাজির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ
ছবি : কালের কণ্ঠ

রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গত রবিবার রাতে চাঁদাবাজি করার সময় হাতের আটক করেন স্থানীয়রা। 

আটকৃতরা হলেন আল মাহমুদ রাজ, মাহিদুর জামান ওরফে মোহন হোসেন, নুর আলম ও মো. মাসুদ। 

স্থানীয়দের উদ্ধৃত করে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ঢাকা দক্ষিণ যুবদলের নেতা নয়নের সহযোগী।

রাজ ওই এলাকার মাদক ব্যবসায়ী। তার ১০-১২ জনের ক্যাডার বাহিনী রয়েছে। তাদের কাছে রয়েছে অবৈধ অস্ত্র।

আরো পড়ুন
ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম খান

ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম খান

 

এ ছাড়া গ্রেপ্তারকৃত মাহিদুর রহমান ওরফে মোহন হোসেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য ও নয়নের শ্যালক বলে পরিচয় দেন।

আর নুর আলম রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মাসুদ ওই ওয়ার্ড যুবদলের সদস্য ও নয়নের গাড়িচালক।

পুলিশ জানায়, আটকৃকতরা স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদা আদায় করতেন। তাদের বিরুদ্ধে আরো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ণ এঞ্জেলের সামনে তাদের বেঁধে রেখে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নেয়। প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় তদন্ত শুরু হয়েছে। 

পুলিশ জানায়, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ঘনিষ্ঠ আরো অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

তারা হলেন তপন, সজল, রনি শিকদার, মাসুদ রানা প্রমুখ।

এদিকে এই চার নেতা গ্রেপ্তার হওয়ার পর গতকাল সোমবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে এক শ্রেণির দুষ্কৃতকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপাশি ফুটপাতকেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বিএনপির অন্যতম অঙ্গসংগঠন হিসেবে যুবদল এসব অবৈধ দখল-বাণিজ্যকেন্দ্রিক সন্ত্রাসের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছে।’

এতে বলা হয়, ‘জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কাজে যুবদলের কারো ন্যূনতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হওয়া মাত্রই অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বহিষ্কারসহ তার বিরুদ্ধে দলীয় ও আইনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে, এ ধরনের অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতকারী নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে যুবদলের পরিচয় ব্যবহার করে সংগঠনের ইমেজ ক্ষুন্ন করছে।’

বিজ্ঞপ্তিতে যুবদল আরো জানায়, ‘দলীয় পরিচয় ব্যবহারকারী এ ধরনের অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।’

যুবদলের পরিচয় ব্যবহার করে কোথাও দখল বাণিজ্যের কোনো ঘটনা পরিলক্ষিত হওয়া মাত্রই অপরাধীকে তাৎক্ষণিক ঘটনাস্থলে আটক করে যুবদলের কেন্দ্রীয় দপ্তরকে জানানোর জন্য জনসাধারণ, ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

নারী সাংবাদিককে ধর্ষণের সংঘবদ্ধ অভিযোগ, দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নারী সাংবাদিককে ধর্ষণের সংঘবদ্ধ অভিযোগ, দুজন গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবী এলাকায় সংবাদ সংগ্রহের সময় এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর পল্লবী এলাকা থেকে অভিযুক্ত এনামুল হক ও হামিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান ওই নারী সাংবাদিক। এ সময় ১৬ জন তাঁকে ঘিরে ধরে।

সেখান থেকে একটি নির্মীয়মাণ ভবনে নিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ ১৬ জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগী।

পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ভুক্তভোগী নারীর মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার পাঠানো হয়েছে।
 

মন্তব্য

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে আটক এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। একই সঙ্গে পুলিশের ওপর হামলা চালিয়ে তারা গাড়ি ভাঙচুর করে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই ইসমাইল হোসেন জানান, ধর্ষণের অভিযোগে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে ছাড়িয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। একই সঙ্গে পুলিশের কয়েকজন সদস্যের ওপর হামলা চালায়। এতে ওসি তদন্ত (পরিদর্শক) আশিকুর রহমান আশিকসহ অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হন।

পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। একই সঙ্গে রাত ১২টা পর্যন্ত সাত-আটজন পুলিশ সদস্যকে আটকে রাখে।

তিনি জানান, পরে সেখানে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে সেখানেই তাঁরা অবস্থান করছেন। ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

মন্তব্য

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে হবে : শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে হবে : শিমুল বিশ্বাস
সংগৃহীত ছবি

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন‍্য পুলিশ বিভাগ, বিআরটিএ, পরিবহন মালিক শ্রমিকদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার (১৮ মার্চ) সায়দাবাদ বাস টার্মিনালে করনীয় নির্দেশনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, প্রতিটি ঈদ আসলেই ঘরমুখো মানুষ আতঙ্কে থাকে। যথা সময়ে বাড়ি ফেরা নিয়ে উৎকণ্ঠায় থাকেন। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে হবে।

 

তিনি বলেন, এই পবিত্র রমজানে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য ইবাদত করি। ঘরমুখো মানুষের সকল প্রতিবন্ধকতা দূর করে সেই ইবাদতকে আরও বেশি কার্যকর করতে আমরা সবাই যাতে সচেষ্ট থাকি।

আরো পড়ুন
অপতথ্য রোধে মার্কিন সিনেটরের সাহায্য চাইলেন প্রধান উপদেষ্টা

অপতথ্য রোধে মার্কিন সিনেটরের সাহায্য চাইলেন প্রধান উপদেষ্টা

 

সভায় বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত কমিশনার সরোয়ার হোসেন, ট্রাফিক বিভাগের ডিসি (ওয়ারি) আবুল কালাম আজাদ, মালিক সমিতির সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আব্দুর রহিম বক্স, হুমায়ন কবির খান প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশনসহ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের কথা সকলকে অবহিত করা হয়।

ঈদের আগেই জরুরি ভিত্তিতে ঢাকা নগরীতে সকল বাস টার্মিনাল এই মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলেও উল্লেখ করা হয়। 

সভায় অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকেট কালোবাজারি, যাত্রীর মালামাল চুরি, ছিনতাই, সড়ক পথে দুর্ঘটনা, চাঁদাবাজী, ডাকাতি প্রতিরোধসহ নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়োজিত মালিক, শ্রমিক, পুলিশের প্রতিনিধিদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহব্বান জানানো হয় ।

মন্তব্য

ছায়া পরিষদ নির্বাচনের বাস্তবায়নযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ছায়া পরিষদ নির্বাচনের বাস্তবায়নযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে
ছবি : কালের কণ্ঠ

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশেই গভার্ন্যান্স অ্যাডভোকেসি ফোরামসহ স্থানীয় সরকার শক্তিশালীকরণের আন্দোলনে জড়িত অংশীজনদের দীর্ঘদিনের দাবিগুলোর প্রতিফলন ঘটেছে। 

তবে কমিশন স্থানীয় সরকারব্যবস্থা সংসদীয় ব্যবস্থার অনুরূপ করতে গিয়ে ‘নির্বাহী কাউন্সিল’, ‘সভাধ্যক্ষ’, ‘ছায়া পরিষদ/কাউন্সিল নেতা’ নির্বাচনের যে প্রস্তাব করেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে-এর বাস্তবতা এবং বাস্তবায়নযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে। এখানেও কয়েকটি পক্ষ তৈরি হয়ে একটি দ্বান্দ্বিক পরিস্থিতির উদ্ভব হতে পারে এবং ভোট কেনাবেচার নতুন ক্ষেত্র তৈরি হবে। বাংলাদেশের বাস্তবতায় পরিষদের ‘অবৈতনিক’ সদস্য হওয়ার জন্য কেউ কি আগ্রহী হবেন কি না এমন প্রশ্ন রয়েছে।

 

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় গভার্ন্যান্স অ্যাডভোকেসি ফোরাম ও ইউএনডিপির যৌথ আয়োজনে ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন-আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব বলেন।

বক্তারা বলেন, ‘যদি আমরা সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে একই কাঠামোর আওতায় আনতে চাই, তাহলে জেলা পরিষদ গঠিত হলে আলাদা জেলা প্রশাসকের কার্যালয়ের আর প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা-ও প্রশ্নসাপেক্ষ।’

সংবাদ সম্মেলনে গভার্ন্যান্স অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়কারী ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী মূল বক্তব্য উপস্থাপন করেন। ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল।

 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফোরামের পক্ষ থেকে বলা হয়, সংস্কারের একটি বড় অংশীজন হলো রাজনৈতিক দলগুলো। তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা-সমঝোতার প্রেক্ষিতে জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া প্রয়োজন সে সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব হ্রাস করে সংস্কারের বিষয়গুলো নিয়ে দ্রুত সিদ্ধান্তের জায়গায় আসতে হবে। আমলাতন্ত্রের ওপর নির্ভরশীলতা হ্রাস করে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়ে কাজ করতে দিতে হলে ফলাফল পাওয়া যাবে।

  

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মিডিয়া প্রফেশনাল গ্রুপের নির্বাহী পরিচালক সমর রায়, শিল্ডের নির্বাহী পরিচালক মো. মাহবুব আলম ফিরোজ, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রগ্রাম ম্যানেজার মোহাম্মদ মহসিন কবীর, ডেমক্রেসিওয়াচের কর্মসূচি পরিচালক ফিরোজ নুরুন নবী যুগল, নারীপক্ষের সদস্য রওশন আরা প্রমুখ। 

এ ছাড়া স্থানীয় সরকার সংশ্লিষ্ট প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, নাগরিক সমাজ, যুব প্রতিনিধি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজন এতে অংশগ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ