যুবদল ও বিএনপি নেতার মধ্যে কথা-কাটাকাটি, মারধর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
যুবদল ও বিএনপি নেতার মধ্যে কথা-কাটাকাটি, মারধর
সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে কথা-কাটাকাটির জেরে কালিয়াকৈর পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন খানের মধ্যে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ মার্চ) কালিয়াকৈর পৌরসভা কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ফেসবুকে ভাইরাল হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার কালিয়াকৈর পৌরসভা কার্যালয়ে কালিয়াকৈর হাটবাজার, মাছের আড়ৎ এবং টার্মিনাল ইজার দরপত্র জমা দেওয়ার কাজ চলছিল।

পৌরসভার কার্যালয়ের নিচে মামুন এবং শাহাদতের সাথে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মামুন শাহাদতের শার্টের কলার ধরে টানাটানি শুরু করে। এসময় উপস্থিত পুলিশ এগিয়ে গিয়ে দুইজনকে থামিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ‘আমি আমার একটি ট্রেড লাইসেন্সের ফি জমা দেওয়ার ব্যাপারে পৌরসভায় গেলে সেখানে দরপত্র জমা দেওয়ার কাজে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনের সাথে কথা-কাটাকাটি হয়। পরে মামুন ক্ষিপ্ত হয়ে আমার শার্টের কলার ধরে টেনে কিল-ঘুষি মারেন।

মামুন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো টেন্ডার জমা দিতে যাইনি, বরং এলাকার ট্যাক্স সংক্রান্ত কাজে পৌরসভায় গিয়েছিলাম। শাহাদাত আমার নেতা হুমায়ুন কবির খান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করছিলেন।

আমি শুধু তাকে বলেছি, সত্য-মিথ্যা যাচাই করতে চাইলে চলেন নেতার কাছে নিয়ে যাই। এ কথা বলার পর তার সাথে কিছু কথা-কাটাকাটি ও ধাকাধাক্কি হয়। এটা আমার ব্যক্তিগত ঘটনার কারণে বাকবিতণ্ডা হয়েছে। এখানে দলীয় কোন বিষয় নেই। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, আমরা আগেই পৌরসভায় উপস্থিত ছিলাম।

সেখানে দুই পক্ষের মধ্যে তর্কাবিতর্ক হচ্ছিল। আমরা দ্রুত হস্তক্ষেপ করে তাদের আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখানে কোনো বড় ধরনের সংঘর্ষ বা টেন্ডার নিয়ে বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, আমি টেন্ডার ড্রপিং কার্যক্রমের সময় ঘটনাস্থলে ছিলাম। তবে সরাসরি কোনো ধস্তাধস্তি দেখিনি। পরে একটি ভিডিও দেখে জানতে পারি, সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তবে টেন্ডার জমার প্রক্রিয়া স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত সত্য বের করা হবে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে নিহত ২, আহত ৬

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে নিহত ২, আহত ৬

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও থ্রি-হুইলারের (পাগলু) মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত রায় (২৯) ও আরফান (২৩) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরো ৬ জন। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের লক্ষীপুর ডেবাডাঙ্গী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ন্ত রায় বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান পাড়ার দিনা রামের ছেলে ও আরফান একই উপজেলার মধুপুর গ্রামের আমিরুলের ছেলে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রকিবুল আলম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আহতদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বালিয়াডাঙ্গী থানার ওসি মো. মোসাব্বেরুল হক জানান, লক্ষীপুর ডেবাডাঙ্গী সড়কে আলু বোঝাই ট্রাক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন ও পরে সদর হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য

পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা

পাবনার সুজানগরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি সুজানগর পৌরসভার কারিগরপাড়া (গবড়েপাড়া) এলাকায়।

মঙ্গলবার (১৮ মার্চ ) এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মো. নয়ন খাঁ নামে এক যুবকের বিরুদ্ধে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন। নয়ন খাঁ ওই এলাকার মো. আন্টু খাঁর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ তার নিজ বাড়ির আঙিনায় গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় বখাটে যুবক নয়ন খাঁ বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধুকে এক গ্লাস পানি পান করার কথা বলে। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাকে পানি এনে দিলে এ সময় ওই গৃহবধূর পেছন দিক থেকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। 

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পলাতক নয়ন খাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার
গ্রেপ্তার যুবলীগ নেতা ভিপি হেলাল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলালকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত ভিপি হেলাল রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, গ্রেপ্তারের খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে এখন পথে আছে।

রামগতি থানায় আনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

নবাবগ‌ঞ্জে ৬ বছরের মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনি‌ধি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনি‌ধি
শেয়ার
নবাবগ‌ঞ্জে ৬ বছরের মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জে ৬ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজিম নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কৈলাইল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। শিশুটির বাবা ও অভিযুক্ত নাজিম খান একত্রে সিএনজি অটোরিকশা চালায়।

সেই সুবাদে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে সে ধর্ষণ করে বলে জানায় স্থানীয়রা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে নাজিম খান নামের এক সিএনজি চালককে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা গণ‌ধোলাই দি‌য়ে পুলিশের হাতে তু‌লে দেয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুটিকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ