আশুগঞ্জে ধসে পড়ল সাইলোর টাওয়ার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
আশুগঞ্জে ধসে পড়ল সাইলোর টাওয়ার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মীয়মাণ আধুনিক রাইস স্টিল সাইলোরের দুটি টাওয়ার (সিএইচ টাওয়ার) ধসে পড়েছে। রবিবার (১৬ মার্চ) ঝড়ে এই ঘটনা ঘটে।

প্রকল্পের অবকাঠামো নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক মো. খোরশেদ আলম সাংবাদিকদের জানান, টাওয়ারগুলো নির্মীয়মাণ এবং অনেক কাজ বাকি। ঝড়ে পড়ে যাওয়া টাওয়ারের বিভিন্ন মাল সরানো হচ্ছে।

এটি নতুন করে আবার তৈরি করা হবে।

দেশের খাদ্য মজুদ পর্যাপ্ত ও মজবুত করতে দেশের কয়েকটি স্থানে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে ৮টি আধুনিক স্টিল রাইস সাইলো নির্মাণের উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। অর্ন্তভুক্ত এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জের পুরাতন কংক্রিট সাইলোর পাশে মেঘনা নদীর তীরে নির্মিত হচ্ছে আধুনিক স্টিল রাইস সাইলো।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাঘায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
বাঘায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় অনুপস্থিতির সুযোগ নিয়ে দিনে-দুপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তুষার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ছয় দিন পর রাজশাহীর র‌্যাব-৫ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকার মুক্তার আলীর ছেলে তুষার।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ উপজেলার হাবাসপুর এলাকায় স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তুষার এক গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনার তিন দিন পর ১৮ মার্চ সকালে স্বামী বাড়ি ফিরে এলে বাঘা থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী। মামলা রেকর্ড করার দুদিন পর গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। আসামি তুষার ইতোমধ্যে তার অপরাধ স্বীকার করেছেন বলেও নিশ্চিত করেছে র‌্যাব।

আরো পড়ুন
‘গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে ফ্যাসবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে’

‘গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে ফ্যাসবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে’

 

এ ঘটনায় শুক্রবার সকালে বাঘা থানায় তুষারকে সোপর্দ করেছে র‌্যাব। বাঘা থানার (মামলা) তদন্ত কর্মকর্তা (এস.আই) প্রদ্যুৎ কুমার বিষয়টি নিশ্চিত করেন। 

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি-তে) পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে তুষার পলাতক ছিল। তবে শেষ পর্যন্ত  তাকে গ্রেপ্তার করছে রাজশাহী র‌্যাব-৫। 

মন্তব্য

আনোয়ারায় আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, আনায়ারা
নিজস্ব সংবাদদাতা, আনায়ারা
শেয়ার
আনোয়ারায় আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

আনোয়ারা উপজেলায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপি নেতার দায়ের করা মামলার ৮৯ নং আসামি।

শুক্রবার বেলা ১২টার দিকে আনোয়ারা সদরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বিএনপি নেতার মামলার ৮৯ নং আসামি উৎপল সেনকে আজ দুপুরে তার বাসা থেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন
‘ভোটাধিকার প্রয়োগের নূন্যতম বয়স ১৬ করতে হবে’

‘ভোটাধিকার প্রয়োগের নূন্যতম বয়স ১৬ করতে হবে’

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

কুমিল্লায় ৩৩ লাখ টাকার ভারতীয় আতশবাজিবাজি জব্দ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ৩৩ লাখ টাকার ভারতীয় আতশবাজিবাজি জব্দ

কুমিল্লায় কর ফাঁকি দিয়ে আসা ৩৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।


লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটকবাজার পোস্ট বিজিবি সদস্যরা শুক্রবার ভোরে অভিযান চালায়।

অভিযানে জেলার সদর উপজেলার শ্রীপুরে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ১ লাখ ৬৫ হাজার ২শ টি আতশবাজি জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৩ লাখ ৪ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধিমোতাবেক কাস্টমসে জমা দেওয়া হবে জানিয়েছে বিজিবি। 
 

মন্তব্য

দুর্গাপুরে এক রাতেই ৩ ট্রান্সফরমার চুরি, ১৫ মাসে ৪১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
দুর্গাপুরে এক রাতেই ৩ ট্রান্সফরমার চুরি, ১৫ মাসে ৪১
সংগৃহীত ছবি

নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে একটি রাইস মিলের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে। 

এই ট্রান্সফরমারগুলো চুরি হওয়ার ফলে বিপাকে পড়েছেন রাইস মিল ব্যবসায়ী নাইম আহমেদ। নাইম আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান রাইচ মিল বন্ধ করে বাড়িতে চলে যান।

এরপর আজ শুক্রবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে খবর পেয়ে এসে দেখেন ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। চলতি মাসের ১৫ মার্চ উপজেলার কালিকাপুর এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর ১৯ মার্চ শ্রীপুর এলাকা থেকে আরেকটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

এদিকে গতকাল বৃহস্পতিবারও জাগিরপাড়া এলাকা থেকে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। এ নিয়ে গত বছরের জানুয়ারি মাস থেকে চলতি বছরের মার্চ মাসের আজ শুক্রবার পর্যন্ত এই ১৫ মাসে উপজেলায় ৪১টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

বিদ্যুৎ গ্রাহকরা বলছেন, প্রথমবার চুরি হলে ট্রান্সফরমারের অর্ধেক এবং দ্বিতীয়বার চুরি হলে ট্রান্সফরমারের সম্পূর্ণ মূল্য তাদের পরিশোধ করতে হচ্ছে, যা তাদের জন্য রীতিমতো জরিমানা।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, এ নিয়ে আমাদের পক্ষ থেকে মামলা দায়েরের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ