চট্টগ্রামে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩৪

চট্টগ্রাম নগরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ কর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কাজিপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
কাজিপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুস সালাম (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার (২২ মার্চ) তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। 

গ্রেপ্তারকৃত আব্দুল সালাম কাজিপুরে তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় কান্তনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক । বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম।

 

ওসি নূরে আলম বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২৪ সালের ৮ আগষ্ট কাজিপুর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এজাহার নামীয় আসামি।’ এছাড়া আরো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেন জানান ওসি। 

মন্তব্য

শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত
প্রতীকী ছবি

রাজশাহীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা। 

শনিবার (২২ মার্চ) সকালে শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া কালুরমোড় এলাকায় একটি বিরোধপূর্ণ জমি পরিমাপ করার সময় এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে। নিহতের নাম রুহুল আমিন (৩০)।

 
জানা যায়, আজ সকালে উভয় পক্ষ বিরোধপূর্ণ একটি জমি পরিমাপের জন্য সেখানে অবস্থান করছিল। এ সময় মিন্টু তার দুলাভাই রুহুল আমিনকে হাঁসুয়া দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রামেকে কর্তব্যরত চিকিৎসকাকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারী কালের কণ্ঠকে জানান, শালা এবং দুলাভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে শ্যালকের হাঁসুয়ার আঘতে দুলাভাই নিহত হয়েছেন। আসামিকে ধরতে কাজ করছে পুলিশ। একটি অভিযোগ করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে। আসামিকে ধরতে কাজ করছে পুলিশ।

প্রাসঙ্গিক
মন্তব্য

খুলনায় অস্ত্র-গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় অস্ত্র-গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

খুলনায় অস্ত্রগুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী হাসান হাওলাদারকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) দিবাগত গভীর রাতে নগরীর গোয়ালখালী মেইন রোডের একটি টিনশেড বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান হাওলাদার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের গফুর হাওলাদারের ছেলে।

শনিবার (২২ মার্চ) দুপুরে ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশ দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খালিশপুরে অভিযান চালায়। এ সময় হাসান শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলা রয়েছে। পুলিশ টিনশেড বাসার শোবার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে ৪ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে খলিশপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

কাজি ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু; অতঃপর

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
শেয়ার
কাজি ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু; অতঃপর
জেলার মানচিত্র

বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে প্রেমিক ডাকতে যায় কাজিকে। এ সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় ওই বন্ধুই। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ার পর অপহরণের মামলায় বর্তমানে প্রেমিক ও তার বন্ধু কারাগারে।

ঘটনাটি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের।

আরো পড়ুন
আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

 

স্থানীয়রা জানায়, ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটোরিকশাচালক হাসানের (২৯) সঙ্গে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এক পর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী গত ১৭ মার্চ বন্ধু ইলিয়াস খানের (২৩) সহয়তায় বাড়ি থেকে পালায় ওই যুগল।

তারা দুজনে আসে ভাণ্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে।

সেখানে হাসান তার বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজি আনতে যায়। এ সুযোগে হাসান যেতে বলেছে জানিয়ে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। এরপর হাসান চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়।

গত ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও বন্ধুর প্রেমিকা ভাণ্ডারিয়া বাজারে এলে স্বজনদের কাছে ধরা পড়ে।

আরো পড়ুন
আওয়ামী লীগের ‘চার খলিফা’ নিয়ে নাজমুলের পোস্ট

আওয়ামী লীগের ‘চার খলিফা’ নিয়ে নাজমুলের পোস্ট

 

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ডের চৌকিদার জামাল আকন শুক্রবার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় অপহরণের মামলা করেন। মামলার দিন রাতেই পুলিশ হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, ‘কিশোরীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। সে মামলায়  হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ