মেসি-মার্তিনেজকে ছাড়া জিতে সন্তুষ্ট স্কালোনি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মেসি-মার্তিনেজকে ছাড়া জিতে সন্তুষ্ট স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি : এএফপি

লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজকে ছাড়াই শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। এ জয়ে ২০২৬ বিশ্বকাপে এক পা দিয়ে রাখল আলবিসেলেস্তেরা। দলের এমন জয়ে দারুণ উচ্ছ্বসিত প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

দ্বিতীয়ার্ধে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মেসির জায়গায় খেলতে নামা থিয়াগো আলমাদা।

মেসি-মার্তিনেজদের অনুপস্থিতিতে আলমাদা, সিমেওনেদের মতো নতুনরা দলের প্রয়োজনে এগিয়ে আসায় বেশি খুশি স্কালোনি।

ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি বললেন,‘আমি কেন সন্তুষ্ট হব না? জয়ের জন‍্য নয়, যেভাবে তারা নিজেদের সবটুকু দিয়েছে তার জন‍্য। এটা এমন মাঠ, যেখানে খেলতে এসে প্রতিপক্ষের প্রবল চাপ সামলাতে হয়, যখন গোলের সুযোগ আসে, সেটা কাজে লাগাতে হয়। যখন রক্ষণ সামলানোর প্রয়োজন পড়ে তখন সেটা করতে হয়- এটা কঠিন।

‘জাতীয় দল মানে পুরো একটি দল, এখানে একজন অনুপস্থিত থাকলেও অন্য কেউ দায়িত্ব নেয়। আজ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও আমরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছি। পারফরম্যান্স ভিন্ন হতে পারে, কিন্তু দল আছে, নামের ওপরে গিয়েও,’ যোগ করেন এই আর্জেন্টাইন কোচ।

ম‍্যাচের শুরুতে উরুগুয়ের প্রবল চাপে রক্ষণ ছেড়ে সেভাবে বের হতে পারছিল না আর্জেন্টিনা।

আলমাদা, সিমেওনেদেরও অনেক নিচে নেমে এসে রক্ষণে সাহায‍্য করতে হচ্ছিল। কেন এতেটা চাপে পড়তে হয়েছিল, দ্বিতীয়ার্ধে কীভাবে আর্জেন্টিনা দাপটের সঙ্গে খেলতে পারল, ব‍্যাখ‍্যা করলেন স্কালোনি। ‘উরুগুয়ে প্রথম ২০ বা ২৫ মিনিট খুব ভালো খেলেছে। সে সময় আমরা রক্ষণ সামলেছি, প্রতি আক্রমণ করেছি, যেটা ছিল পরিস্থিতির দাবি। দ্বিতীয়ার্ধে আমরা বেশি আধিপত‍্য করেছি এবং তখন খেলাটা ভিন্ন ছিল।
ফুটবল এমন সব মুহূর্তের মধ‍্য দিয়ে এগিয়ে নেয়। আপনাকে জানতে হবে কীভাবে রক্ষণ সামলাতে হয়।’

কিভাবে বিরতিতে কৌশল বদলেছিলেন তার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ওলিভেরার দিকে একটু বেশি এগিয়ে আসে জুলিয়ানো (সিমিওনে) এবং আরাহোর দিকে নাহুয়েল (মলিনা) ঝুঁকাতেই দলের পারফরম্যান্স ভালো হয়। খেলায় এমন মুহূর্ত আসে যখন প্রতিপক্ষের চাপ সামলাতে হয়, তখন ধৈর্য ধরে থাকতে হয়। দল জানত কখন সুযোগ কাজে লাগাতে হবে।’

ব্রাজিলের বিপক্ষে পরবর্তী ম্যাচ সম্পর্কে স্কালোনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়রা। তারা থাকলে আমরা আমাদের খেলার ধরন বজায় রাখতে পারব। শেষ মুহূর্তে রক্ষণাত্মক খেলতে হলেও খেলব। দেখা যাক সামনে কী হয়।’

মন্তব্য

সম্পর্কিত খবর

‘তামিমের জন্য দোয়াই আমার জন্মদিনের সেরা উপহার’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘তামিমের জন্য দোয়াই আমার জন্মদিনের সেরা উপহার’
ফাইল ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দীর্ঘ সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা দুই ক্রিকেটারের আজকের দিনটা দুই রকম। জীবনের ৩৮তম বসন্তে পা রাখার দিনই সাকিব শুনতে পান হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে জীবনের ইনিংসে লড়ছেন তামিম।

এজন্য নিজের বিশেষ দিনেও মন ভালো নেই সাকিবের।

ভারাক্রান্ত মনেই দোয়া চেয়েছেন সতীর্থ তামিমের জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরো দীর্ঘ হোক।’

সাকিব আরো লেখেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি।

তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’

সাকিব এ-ও বলেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’

মন্তব্য

তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব
দুই সতীর্থ তামিম-সাকিব। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দীর্ঘ সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা দুই ক্রিকেটারের আজকের দিনটা দুই রকম। জীবনের ৩৮তম বসন্তে পা রাখার দিনই সাকিব শুনতে পান হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে জীবনের ইনিংসে লড়ছেন তামিম।

আরো পড়ুন
তামিমের সুস্থতায় প্রার্থনা কেকেআরের

তামিমের সুস্থতায় প্রার্থনা কেকেআরের

 

তামিমের এমন সংবাদ শোনার পর স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে সাকিবের।

এক সময়কার বন্ধুপ্রতীম সতীর্থর জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। দেশের ক্রিকেটবিষয়ক এক সংবাদমাধ্যমকে তিন সংস্করণের সাবেক এক নম্বর অলরাউন্ডার বলেছেন, ‘আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ওর পরিবার যেন কঠিনটা সময়টা উতরে যেতে পারে।

আরো পড়ুন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

 

এক সময়কার বন্ধুপ্রতীম দুই সতীর্থ অবশ্য অনেক দিন ধরেই দূরত্ব বজায় রেখে চলেছেন। নানা ইস্যুতে সাকিব-তামিমের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। একের অপরে কথা তো বলেন না সঙ্গে একজন আরেকজনের ছায়াও মারেন না। তবে সে সবকে আজ দূরে রেখে বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের সুস্থতায় দোয়া চাইলেন সাকিব।

আরো পড়ুন
জ্ঞান ফিরেছে তামিমের

জ্ঞান ফিরেছে তামিমের

 

ইতিমধ্যে ভক্ত-সমর্থকদের সুখবরও দিয়েছেন তামিম। জ্ঞান ফিরেছে বাঁহাতি ওপেনারের। পরিবারসহ তাকে দেখতে আসা ব্যক্তিদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তারপর পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে থাকে হবে তাকে। এর আগে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে দ্রুত তাকে সাভারের হাসপাতালটিতে ভর্তি করানো হয়। সেখানেই তার পরীক্ষা-নিরীক্ষার পর ব্লক ধরা পড়লে তার হার্টে রিং পরানো হয়।

আরো পড়ুন
‘এয়ার অ্যাম্বুল্যান্সে তোলা হলে তামিমকে হয়তো আর ফিরে পাওয়া যেত না’

‘এয়ার অ্যাম্বুল্যান্সে তোলা হলে তামিমকে হয়তো আর ফিরে পাওয়া যেত না’

 
মন্তব্য

সেঞ্চুরিতে তামিমকে জয় উপহার মিরাজের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সেঞ্চুরিতে তামিমকে জয় উপহার মিরাজের
ম্যাচসেরার পুরস্কার হাতে মিরাজ। ছবি : মিরাজের ফেসবুক থেকে

আরেকটি ম্যাচের মতোই টস হেরে সতীর্থদের নিয়ে ফিল্ডিংয়ে নেমেছিলেন তামিম ইকবাল। জয়-পরাজয় যাই হোক না কেন ম্যাচ শেষ করেই মাঠ ছাড়বেন তিনি। তবে নিয়তি হয়তো অন্য কিছুই ভেবে রেখেছিলেন। তা না হলে ম্যাচ চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠ ছাড়তে না তামিম।

দ্রুত সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়ার পর তামিমের হার্টে রিং পরানো হলে বর্তমানে সুস্থ আছেন তিনি। পরিবার তো অবশ্যই ভক্ত-সমর্থকদের মুখে হাসি ফেরানো তামিম এবার মাঠে ছেড়ে আসা সতীর্থদের কাছ থেকেও সুসংবাদ শুনেছেন। তার অবর্তমানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব।

বড় জয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ঢাকা লিগের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানো মিরাজের সঙ্গে দলের জয়ে অবদান রেখেছেন রনি তালুকদার। ২২৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ১৬৪ রান তুলে কার্যত ম্যাচই শেষ করে দেন দুজনে।

প্রথম ব্যাটার হিসেবে মিরাজ আউট হওয়ার সময় করেন ১০৩ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটের তৃতীয় সেঞ্চুরিটি সাজিয়েছেন ৩ ছক্কা ও ১০ চারে।

অলরাউন্ডারের আউটের ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার রনিও। তার নামের পাশে রান ৬১। পরে অপরাজিত থেকে জয়ের বাকি কাজটুকু সারেন সাইফউদ্দিন (১৮) ও নাসুম আহমেদ (১৩)। মাঝে ২৭ রানে আউট হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

টস জিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ২২৩ রান করে শাইনপুকুর।

অধিনায়ক রায়ান রাফসান রহমান করেছেন সর্বোচ্চ ৭৭ রান। তার ফিফটির বিপরীতে ৯ নম্বরে নেমে ৫৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি স্পিনার শরীফুল ইসলাম। অন্যথা, অলরাউন্ডার সাইফউদ্দিনের (২) সঙ্গে চার স্পিনার যে ঘূর্ণি শুরু করেছিলেন তাতে দুই শর আগেই অলআউট হতো শাইনপুকুর। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া তাইজুল ইসলামের বিপরীতে দুটি করে উইকেট নিয়েছেন নাসুম ও মিরাজ। আর বাকি ১ উইকেট নিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদ।

ইমনের সেঞ্চুরিতে জয়রথ ছুটছেই আবাহনীর

ডিপিএলের শুরুতেই শুধু ধাক্কা খেয়েছিল আবাহনী লিমিটেড। প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের কাছে ৬ উইকেটে হেরে। তবে এরপর থেকেই জয়রথ ছুটছে আবাহনীর। সেই ধারাবাহিকতায় আজ টানা ৭ম জয় পেয়েছে তারা।

ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। সহজ লক্ষ্যের ম্যাচে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন। প্রতিপক্ষের দেওয়া ২০২ রানের টার্গেটের অর্ধেকের বেশি রান ইমনই করেছেন। এবারের ডিপিএলের দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১২৪ রানের। 
অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ৫ ছক্কা ও ১৩ চারে।

শেষ দিকে ৫৪ রানের ইনিংস খেলে জয়ে অবদান রেখেছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। আবাহনীর জয়ের আগে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে ২০১ রানের বেশি করতে পারেনি ধানমন্ডি। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন ফজলে মাহমুদ রাব্বি। তার মতো ফিফটি করেছেন জিয়াউর রহমান (৫৭)। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও রাকিুবল হাসান।

সাব্বির-ইরফানের বিপরীতে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি ইমরুল

দুই সেঞ্চুরিতে ৩২১ রান রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় প্রাইম ব্যাংক। সেই লক্ষ্য তাড়া করতে নেমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইমরুল কায়েস সেঞ্চুরি করলেন বটে, তবে অগ্রণী ব্যাংককে জেতাতে পারলেন না অধিনায়ক।

ইমরুলের নেতৃত্বাধীন দল অগ্রণী ব্যাংক ৩৪ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ১৭১ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন সাদমান ইসলাম ও ইমরুল। তবে দুজনই দ্রুত ফিরে যাওয়ার পরেই জয়ের আশা ক্ষীণ হয় তাদের। শেষ পর্যন্ত ২৮৭ রানে অলআউট হয়ে হারই সঙ্গী হয়েছে তাদের।

বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করেছেন ইমরুল। ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ৪ ছক্কায়। তার সেঞ্চুরির বিপরীতে ৬৮ রান করেন সাদমান। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার রিশাদ হোসেন ও আরাফাত সানি।

প্রাইম ব্যাংকের হ্যাটট্রিক জয়ে জোড়া সেঞ্চুরি করেছেন সাব্বির হোসেন ও ইরফান শুক্কুর। ওপেনার সাব্বিরের ১০২ রানের বিপরীতে ১০৭ রান করেছেন শুক্কুর। সাব্বির ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৭ চারে। অন্যদিকে উইকেটরক্ষক শুক্কুর অপরাজিত ইনিংসটি সাজান ৮ চার ও ৪ ছক্কায়। শেষ দিকে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের ৩২১ রানের সংগ্রহে অবদান রাখেন শাহাদাত হোসেন দিপুও। 

মন্তব্য

‘তামিমকে নিয়ে এমন উদ্বেগই প্রমাণ করে জাতি কতটা ভালোবাসে’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘তামিমকে নিয়ে এমন উদ্বেগই প্রমাণ করে জাতি কতটা ভালোবাসে’
ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তামিম ইকবাল। ছবি : কালের কণ্ঠ

জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। তবে পুরোপুরি এখনো সুস্থ হননি তিনি। বাংলাদেশের সাবেক ওপেনারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে থাকতে হবে।

আরো পড়ুন
তামিমের সুস্থতায় প্রার্থনা কেকেআরের

তামিমের সুস্থতায় প্রার্থনা কেকেআরের

 

তামিমের সুস্থতার জন্য দেশ-বিদেশের অনেক ক্রিকেটারই প্রার্থনা করেছেন।

দেশের কিংবদন্তি ওপেনারের সুস্থতায় পাশে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তাকে দেখতে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে সাভারের হাসপাতালে ছুটে গেছেন সভাপতি ফারুক আহমেদও। তামিমকে সুস্থ করতে কর্তব্যরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

আরো পড়ুন
জ্ঞান ফিরেছে তামিমের

জ্ঞান ফিরেছে তামিমের

 

এক বিবৃতিতে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সব চিকিৎসক ও বিশেষজ্ঞের প্রতি আমরা কৃতজ্ঞ।

তামিমকে নিয়ে এমন উদ্বেগই প্রমাণ করে জাতি তাকে কতটা ভালোবাসে। তামিমের আপডেট জানতে প্রধান উপদেষ্টার অফিস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।’

দ্রুত সুস্থতার জন্য সব ধরনের সহায়তা বিসিবি করবে বলে জানিয়েছেন ফারুক। বিসিবি সভাপতি বলেছেন, ‘তার শারীরিক অবস্থার বিষয়ে বিসিবি সব সময় মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছে।

তার দ্রুত সুস্থতার জন্য সব রকমের সহায়তা করবে বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ।’

আরো পড়ুন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

 

আজ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ব্লক ধরা পড়লে তার হার্টে রিং পরানো হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ