জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৫ মার্চ, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কোনো শুভকাজে অংশগ্রহণ করতে পারেন। আগের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে।
কোনো আকর্ষণীয় অফার পেতে পারেন। আপনার করণীয় কি আর কি বর্জণীয় সেদিকে মনোযোগ দিন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): পেশাগত ও সামাজিক মর্যাদা বাড়তে পারে। সাময়িকভাবে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হতে পারে।
পারিবারিক দায়দায়িত্ব বাড়বে। অর্থ উপার্জনের পথ পেতে পারেন।
আরো পড়ুন
অবশেষে ধরা পড়লেন থানার জানালা ভেঙে পালানো আসামি
মিথুন (২১ মে-২০ জুন): কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। প্রস্তুতিবিহীন ভ্রমণে সতর্ক থাকতে হবে।
আপনার কাজের প্রতি আরো মনোযোগী হতে হবে। কাজকে ভালোবাসেন সফলতা আপনার জন্য অবধারিত।
কর্কট (২১ জুন-২০ জুলাই): আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। শারীরিক ও মানসিকভাবে ভালো থাকবেন। কথাবার্তায় বিশেষ সাবধানতা প্রয়োজন হতে পারে।
প্রতিপক্ষের সঙ্গে তর্ক নয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): আজ আপনার আত্মবিকাশের দিন। শুরু থেকে পরিকল্পনা করে কাজে লেগে পড়ুন। দাম্পত্য সম্পর্ক মধুময় করতে জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন।
আরো পড়ুন
কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া পোষাকসহ আটক ৩
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): গুরুত্বপূর্ণ কাজে পরিচিত লোকের সাহায্য পেতে পারেন। কাজের জন্য সুনাম বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে কোনো ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গৃহ বা কর্মস্থানে মাথা ঠাণ্ডা রাখুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): আজ সব কিছু নতুন করে ভাবতে পারেন। অপ্রত্যাশিত কিছু পেতে পারেন। শুভ পরিবর্তনকে আলিঙ্গন এবং নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকুন। ক্লান্ত বোধ করলে বিশ্রামকে অগ্রাধিকার দিন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কোনো পরিকল্পনা আপনাকে সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হবে। আপনি আত্মবিশ্বাসের সঙ্গে নতুন ধারণা চালু করতে পারেন। স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে চলুন এবং অর্থের সঠিক ব্যবহার করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আর্থিক যোগাযোগ ফলপ্রসূ হবে। কোনো উদ্যোগ নিজের ও অন্যের কল্যাণ বয়ে আনবে। ব্যবসায় উন্নতির যোগ আছে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। ভুল সিদ্ধান্ত থেকে সাবধান থাকবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কোনো লাভজনক পরিবর্তন আসতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা। দৈনন্দিন কাজ কর্মে সাফল্য ও সুনাম আসবে। বিনিয়োগ লাভদায়ক হবে। পারিপার্শ্বিক অবস্থানুসারে নতুন উদ্যোগ নিতে পারেন।
আরো পড়ুন
কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া পোষাকসহ আটক ৩
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আপনার কাজে অন্যদের সমর্থন পাবেন। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহিত হবেন। কাজে গতি আসবে। পুরনো কোনো সমস্যা সমাধানে অগ্রগতি হবে। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন। পরিবেশ পক্ষে থাকবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কিছু নতুন কাজ আজ আপনাকে ব্যস্ত রাখতে পারে। বিলাসবহুল জিনিসগুলোতে ব্যয় না করার ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কাজে অন্যের সহযোগিতা প্রয়োজন হতে পারে। মন ভালো রাখুন।
আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ। যোগাযোগ: ০১৭১১০৫৭৩৭৭ই-মেইল: amasud9995@gmail.com www.astrologerahmedmasud.com