বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, ‘আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি বিগত ১৬ বছর, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি সরকার গঠন করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।’
রবিবার (১৭ মার্চ) চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে চট্টগ্রাম ক্লাবে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন
ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম খান
মীর হেলাল বলেন, ‘রাজনীতি করি জনগণের জন্য। বিএনপির জনগণের দল হিসেবে সব সময় আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করি। এর পরও আমাদের অনেক ভুলক্রুটি থাকতে পারে রাজনীতি করতে গিয়ে। সাংবাদিক সমাজের কাছে আহ্বান জানাব আমাদের কাজের যৌক্তিক সমালোচনা করবেন, আমরা তা গ্রহণ করব।
’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, আশরাফ চৌধুরী, ছাত্রদল নেতা রুবায়েত খান সিফাত প্রমুখ।