বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : মীর হেলাল
ছবি : কালের কণ্ঠ

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, ‘আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি বিগত ১৬ বছর, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি সরকার গঠন করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।’

রবিবার (১৭ মার্চ) চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে চট্টগ্রাম ক্লাবে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

আরো পড়ুন
ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম খান

ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম খান

 

মীর হেলাল বলেন, ‘রাজনীতি করি জনগণের জন্য। বিএনপির জনগণের দল হিসেবে সব সময় আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করি। এর পরও আমাদের অনেক ভুলক্রুটি থাকতে পারে রাজনীতি করতে গিয়ে। সাংবাদিক সমাজের কাছে আহ্বান জানাব আমাদের কাজের যৌক্তিক সমালোচনা করবেন, আমরা তা গ্রহণ করব।

’ 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, আশরাফ চৌধুরী, ছাত্রদল নেতা রুবায়েত খান সিফাত প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিশেষ ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষিকার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
বিশেষ ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষিকার

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যান চাপায় খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীরা রানী ভৌমিক (৫৩) মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দুইজন আহত হন।

মীরা ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সুধাংশু আমিন বাড়ির অজিত চন্দ্র নাথের স্ত্রী।

আহতরা হলেন জোরারগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের ছেলে অরুপ নাথ (১৮)। তিনি নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত স্বপন নাথকে (৭০) স্থানীয় রেডিয়েন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবাল ভৌমিক জানান, বিদ্যালয় বন্ধ থাকলেও রমজান মাসে শিক্ষার্থীদের বিশেষ ক্লাশ নেওয়া হচ্ছিল।

ক্লাশ শেষে বাড়ি যাওয়ার জন্য বড়তাকিয়া মাজার গেটে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মীরাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মীনার হোসেন জানান, যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়ে ছিলেন স্কুল শিক্ষিকাসহ আহতরা।

দুপুর ২টার দিকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এই ঘটনায় কাভার্ডভ্যান চালক আব্দুল আলিমকে আটক করা হয়েছে।

মন্তব্য

ভিজিএফ চাল বিতরণের সময় বিএনপির দুই দুপক্ষের সংঘর্ষ আহত ৪

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
শেয়ার
ভিজিএফ চাল বিতরণের সময় বিএনপির দুই দুপক্ষের সংঘর্ষ আহত ৪
ছবি: কালের কণ্ঠ

শরীয়তপুরের গোসাইরহাটে ভিজিএফের চাল বিতরণের সময় বিএনপির দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সামন্তসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন- সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার এলাকার ফিরোজ মোল্লার ছেলে কবির হোসেন মাওলানা (৪৮), আলী আহম্মেদ হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন হাওলাদার (৪২), সুরজাত আলী মোল্লার ছেলে জামাল মোল্লা (৫০) ও স্থানীয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সামন্তসার ইউনিয়ন পরিষদে ৬শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে ভিজিএফ'র ১০ কেজি করে চাল বিতরণ চলছিল। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালীর সমর্থক ও উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক কবির মাওলানা, সামন্তসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবুল মাষ্টার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাদবর দুস্থ ও অসহায় মানুষের জন্য ২শ ভিজিএফ স্লিপ নেন। সেই স্লিপের চাল নিতে বাধা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

  একপর্যায়ে নান্টু খানের সমর্থক ককটেল বিস্ফোরণ করে হামলা চালায়। ককটেল বিস্ফোরণে চারজন আহত হন। 

কথা হলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালী অভিযোগ করে বলেন, ‘ইউপি নির্বাচনের পর থেকে নান্টু খানের সঙ্গে আমার লোকজনের দ্বন্দ্ব চলছে। আজ আবার নান্টু খান আমার লোকজনকে চাল দিতে বাঁধা দেয়।

আবার আমার লোকজনের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। হামলায় আমাদের লোকজন আহত হয়।’

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান বলেন,‘মোবারক ঢালী গোসাইরহাট উপজেলার। তিনি ও তাঁর লোকজন সামন্তসার ইউনিয়নে এসে কর্তাগিরি করতে চান। আমার সঙ্গে পরামর্শ না করে নান্টু খানের লোকজনকে ২শ স্লিপ দেয়া হয়।

এ বিষয় নিয়েই দুপক্ষের মধ্যে ঘটনাটি ঘটেছে।’ 


গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, ‘ভিজিএফ চাল দেয়া নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ 

মন্তব্য

গ্রামবাসীকে অর্থ সহায়তা দিলেন হামজা

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গ্রামবাসীকে অর্থ সহায়তা দিলেন হামজা
ছবি : কালের কণ্ঠ

হবিগঞ্জের বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটের কিছু লোকের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তিনি এলাকার দেড় শতাধিক মানুষের মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন। এ সময় হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
আদিবাসী ছাত্রীর মৃত্যুতে বৈষম্যবিরোধীদের মিশনারি ঘেরাও

আদিবাসী ছাত্রীর মৃত্যুতে বৈষম্যবিরোধীদের মিশনারি ঘেরাও

 

হামজা নিজ অর্থায়নে গ্রামে এতিমখানা ও মাদরাসা নির্মাণ করেছেন।

বিনা মূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগে করে দিয়েছেন। এদিন বিকেলে মাদরাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি।

হামজার বাবা মুর্শেদ চৌধুরী জানান, প্রতিবছরই হামজা গ্রামের অসহায়দের জন্য অর্থ সহায়তা পাঠান। মসজিদ, মাদরাসা ও দরিদ্রদের সহায়তা করতে পছন্দ করেন হামজা।

নিজ অর্থায়নে মাদরাসা ও এতিমখানা পরিচালনা করছেন তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

মশা নিয়ন্ত্রণে দিনে দুইবার ওষুধ ছিটাতে নির্দেশ চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
মশা নিয়ন্ত্রণে দিনে দুইবার ওষুধ ছিটাতে নির্দেশ চসিক মেয়রের
সংগৃহীত ছবি

মশার উপদ্রব থেকে নগরবাসীকে বাঁচাতে প্রতিদিন দুইবার করে মশার ওষুধ ছিটানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের মতবিনিময় সভায় মেয়র এ নির্দেশ দেন।

মেয়র বলেন, ঘাটতি মেটাতে পর্যাপ্ত মশার ওষুধ সংগ্রহ করা হয়েছে। বর্তমানে মশার প্রাদুর্ভাবের কারণে নগরবাসীকে ডেঙ্গু ও কিউলেক্স থেকে রক্ষায় প্রতিদিন দুই বার মশা নিয়ন্ত্রণের ওষুধ ছিটাতে নির্দেশ দিয়েছি।

প্রয়োজনে মশা নিয়ন্ত্রণে ওষুধ কেনা, যন্ত্রপাতি সংগ্রহ ও নতুন কৌশল খুঁজে বের করারও নির্দেশনাও দিয়েছি। 

মেয়র আরও বলেন, ১০০ পিস ফগার মেশিন ও ১২০ পিস স্প্রে মেশিন কেনা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন ব্যাংক চসিককে ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে অত্যাধুনিক ফগার মেশিন দিয়েছে। আরো কিছু প্রতিষ্ঠানও এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে।

জলাবদ্ধতা নিরসনে নালা-খাল পরিষ্কারের জন্য ৫ কোটি টাকা ব্যয়ে দুটি ব্যাকহোলোডার গাড়ি কেনা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ৪০ হাজার বিন (পাত্র) বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের মশার কামড় ও স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষায় সবাইকে কার্যকর ভূমিকা পালন করার অনুরোধও জানান মেয়র। 

জনসচেতনতার ওপর জোর দিয়ে মেয়র বলেন, আপনারা জনসচেতনতা বৃদ্ধি করুন, আমিও চেষ্টা করছি।

ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জায়গায় নালা, ঝোপ-ঝাড় পরিষ্কার রাখা, লিফলেট বিতরণ, সচেতনতা বৃদ্ধি জরুরি। অন্যথায়, নগরবাসীর আমরা কোনো উপকারে আসতে পারব না। মশার প্রজনন রোধে, কোথাও ডাবের খোসা, বালতি, নির্মাণ সামগ্রী উন্মুক্ত রাখা যাবে না। এতে পানি জমে এডিস মশার লার্ভা জন্মায়। বাসায় টব, বালতিতে দুই তিন দিন পানি জমিয়ে রাখা যাবে না।
খোলা জায়গায় টব রেখে পানি জমা করা যাবে না। কারণ ওখানে পানি জমলেই মশার লার্ভা জন্মাবে।

সভায় উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ