সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুর কামড়ালো বৃদ্ধ ও শিশুসহ ছয়জনকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুর কামড়ালো বৃদ্ধ ও শিশুসহ ছয়জনকে
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার সন্ধ্যায় ঘণ্টা দু'য়েকের ব্যবধানে শিশু, বৃদ্ধসহ ছয়জনকে কামড়েছে একটি পাগলা কুকুর। এর আগে এটি সঙ্গে থাকা একটি বাচ্চা কুকুরকে কামড়ে মেরে ফেলে।

আহতরা হলো, প্রহলাদ ঘোষ (১২), রবিউল ইসলাম (১৩), আবুল হোসেন (৭৮) সুকুমার দাস (৬২), মো. মোজাহিদ (১২) ও শিউলী বেগম (২০)। পৌর এলাকার রাধানগর চৌরাস্তা ও ঘোষ পাড়া মোড় এলাকায় তারা কুকুরের কামড়ের শিকার হন।

এর মধ্যে শিউলী বেগম ঢাকা থেকে আখাউড়ায় বেড়াতে আসেন। আহত সুকুমার দাস ও প্রহলাদ ঘোষকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। 

এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কুকুরটিকে মারতে এলাকার লোকজন মোড়ে মোড়ে লাঠি হাতে অবস্থান নিয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও লুৎফর রহমান জানান, কুকুরের কামড়ে আহত ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে গুরুতর প্রহলাদ ঘোষ ও সুকুমার দাসকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

গণঅভ্যুত্থানে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

দুমনি (পটুয়াখালী) প্রতিনিধি
দুমনি (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
গণঅভ্যুত্থানে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিন। তার মেয়েকে (১৭) রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন
দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন : নাহিদ

দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন : নাহিদ

 

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি।

অভিযুক্ত সাকিব মুন্সিকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে সিফাত মুন্সি।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহিদ জসীম উদ্দীনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত।

ধস্তাধস্তির এক পর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ করেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য

ঈদ বোনাস ও বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
ঈদ বোনাস ও বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি
সংগৃহীত ছবি

গাজীপুরের কোনাবাড়ীতে ঈদ বোনাস, ছুটির ভাতা ও চলতি অর্ধেক মাসের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। বুধবার (১৯ মার্চ) কারখানার অভ্যন্তরে এই কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, ঈদের বোনাস, গত বছরের বাৎসরিক ছুটির ভাতা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার অভ্যন্তরে সকাল ৯টার দিকে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এসব দাবিতে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন ও কর্মবিরতি পালন করছেন তারা।

 

শ্রমিকরা বলেন, 'গেল কয়েকদিন ধরেই ঈদ বোনাস, ছুটির ভাতা, চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে আন্দোলন করছি। অথচ কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। অন্যান্য কারখানার শ্রমিকরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। অথচ তারা আন্দোলন নিয়ে ব্যস্ত।

কর্তৃপক্ষ কারখানায় আসা বন্ধ করে দিয়েছে। তারা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। প্রতি বছর ঈদকে সামনে রেখে মালিকরা এমনটা করে।'

আলিফ গ্রুপের জেনারেল ম্যানেজার মো. সেলিম বলেন, ২৫ মার্চ ঈদ বোনাস এবং ২৭ মার্চ চলতি মাসের অর্ধেক বেতন দেওয়া হবে।

কিন্তু শ্রমিকরা তা মানছে না। 

জিএমপির কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মালিক পক্ষকে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় থানা ও শিল্প পুলিশ মোতায়েন করা আছে।

মন্তব্য

কালাইয়ে প্রাইভেট কার-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
শেয়ার
কালাইয়ে প্রাইভেট কার-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ছবি : কালের কণ্ঠ

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় বুধবার (১৯ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ ২ জন গুরুতর আহত হয়। 

নিহতরা হলেন কালাই উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল এবং একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী।

আহতরা হলেন একই গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ এবং একই ইউনিয়নের বুড়াইল গ্রামের আশরাফ আলী। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বুধবার বিকেলে অটোভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ তার ব্যাটারিচালিত ভ্যানে করে বাঁশের ব্রিজ এলাকা থেকে চার-পাঁচজন যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে বাঁশের ব্রিজ এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোভ্যানের দুই যাত্রী নিহত হন। সেই সঙ্গে ভ্যান চালকসহ আরো দুজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে যান। পরে প্রাইভেট কারের মালিককে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে অবস্থিত ওয়ালটন শোরুমের মালিক চয়নকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ ও কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান ওই গ্রামে গিয়ে উত্তেজিত স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন। নিহত পরিবারদের কোনো অভিযোগ না থাকায় প্রাইভেট কার মালিককে ছেড়ে দেওয়া হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

’ 

কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান বলেন, ‘নিহতের ঘটনায় ভূগোইল গ্রামের লোকজন প্রাইভেট কারের মালিককে আটক করে নিয়ে যায়। এরপর গ্রামের মধ্যে আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে গিয়ে সবার সাথে কথা বলে পরিবেশ শান্ত করা হয়।’

মন্তব্য

‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ছিনতাই

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ছিনতাই
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচংয়ে কংশনগর সোনালী ব্যাংকের এক গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে টাকা ছিনতাই করেছে প্রতারকচক্র। বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকের ম্যানেজার মো. মাহফুজুল রহমান খান।

সোমবার দুপুর ১২টার দিকে ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার সোনালি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল কুদ্দুছ।

ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায়, কুদ্দুছ ওই দিন নিজ বাড়ি থেকে একটি চেক নিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যান। তখন এক লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। এ সময় অপরিচিত ৫-৬ জন গ্রাহক সেজে কুদ্দুছের পাশে এসে টাকা গণনা করে প্রতারকচক্র। তখনই ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) কুদ্দুছের নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়।

এরপর থেকেই ওই গ্রাহক পুরোপুরি ওই প্রতারকচক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে টাকাগুলো নিয়ে নেয় চক্রের সদস্যরা।

বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান কংশনগর সোনালী ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং প্রতারকচক্রের সদস্যদের ধরিয়ে দিতে পারলে সন্ধানদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। 

এই প্রতারকচক্রকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করে কংশনগর সোনালী ব্যাংকের ম্যানেজার মো. মাহফুজুল রহমান খান বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। কিছুদিন আগেও আরেক ব্যাংকের গ্রাহকের সঙ্গে এমন ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক কালের কণ্ঠকে বলেন, ‘দেবপুর ফাঁড়ির এসআই ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ