ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

শেকৃবিতে শিবিরের গণ-কুরআন উপহার কর্মসূচি

শেকৃবি সংবাদদাতা
শেকৃবি সংবাদদাতা
শেয়ার
শেকৃবিতে শিবিরের গণ-কুরআন উপহার কর্মসূচি
সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গণ কুরআন উপহার কর্মসূচির আয়োজন করেছে শেকৃবি ছাত্রশিবির। ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১২ শত শিক্ষার্থীর মাঝে কুরআন  প্রদান করা হয়।

বুধবার (১৯ মার্চ) বিকাল ৩ টায় ‌‘ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কুরআন উপহার কর্মসূচি’ শিরোনামে ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক বুথ থেকে এই কুরআন উপহার কর্মসূচি পালিত হয়। ছেলে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এবং মেয়ে শিক্ষার্থীদের বদরুদ্দোজা চৌধুরী গবেষণাগারের সামনে থেকে কুরআন প্রদান করা হয়।

আরো পড়ুন
চ্যালেঞ্জ থাকলেও সুযোগকে বড় করে দেখছেন বাণিজ্য উপদেষ্টা

চ্যালেঞ্জ থাকলেও সুযোগকে বড় করে দেখছেন বাণিজ্য উপদেষ্টা

 

শিবিরের শেকৃবি শাখার সভাপতি আবুল হাসান বলেন, আমরা উপলব্ধি করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরনের সাহিত্য অধ্যায়ন করলেও তাদের অনেকের কাছে কুরআন নেই। আবার অনেকের কাছে থাকলেও সরল অনুবাদ সম্বলিত কুরআন নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কুরআনের জ্ঞান সমৃদ্ধি করার সুযোগ তৈরি এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার পথ তৈরির উদ্দেশ্য এই কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ১২০০ শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দেওয়া হয়েছে যেখানে ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক বুথ থেকে প্রদানের ব্যাবস্থা ছিল।


 

মন্তব্য

সম্পর্কিত খবর

চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ
ছবি: কালের কণ্ঠ

পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রদের জন্য সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রামে সড়ক ও ষোলশহর রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় কক্সবাজারমুখী একটি ট্রেন আটক পড়েছিলো প্রায় দুই ঘণ্টা। শিক্ষার্থীরা ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে রেললাইনে অবস্থান নেন।

পরে প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নিলে দুপুর দুইটা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

শিক্ষার্থীদের দুই নম্বর গেইট এলাকায়  সড়ক অবরোধের কারণে জিইসি থেকে মুরাদপুর সড়ক, দুই নম্বর গেইট থেকে বায়েজিদ অভিমুখী সড়ক ও আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় দিয়ে চলাচলকারী মানুষজন। পরে দুপুর দুইটা ১৫ মিনিটির দিকে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়ক ও রেললাইন ছাড়েন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—অবিলম্বে পূর্বের নিয়োগ পদ্ধতি বহাল রাখা, ক্রাফট ইন্সট্রাক্টর পদনাম পরিবর্তন করে ল্যাব এসিস্ট্যান্ট/কারখানা সহকারি/ওয়ার্কশপ খালাসী/অথবা অন্য কোন নামে নামকরণ করা, ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা পূর্বের ন্যায় এইচএসসি (ভোকেশনাল) করা, ২০২১ সালের নিয়োগ প্রাপ্ত সকল নন-টেকনিক্যাল ক্রাফ্ট ইন্সট্রাক্টরগণদের পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে প্রত্যাহার করা,শিক্ষক কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করা, টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল লোক নিয়োগ না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে এবং জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা অনতিবিলম্বে বিলুপ্ত করার দাবি জানান। 

চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষার্থীরা তাদের কিছু দাবি নিয়ে দুই নম্বর গেইট এলাকায় সড়কে অবস্থান নিয়েছিল। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।’

মন্তব্য

বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করাসহ ৬ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয়। এরপর তারা নগরীর পুলিশ লাইন রোডে গিয়ে বিক্ষোভ করে। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে মিছিল নিয়ে আসে শিক্ষার্থীরা।

এ সময় নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেয় তারা। 

শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর(টেক)পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া,  কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাএদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করা, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা এবং জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল  করার দাবি তুলে ধরেন তারা। 

একই সাথে মিডটার্ম পরীক্ষা ও সকল ধরনের ক্লাস বয়কট করেন তারা। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি না মেনে নেয়া হলে এই আন্দোলন চলমান থাকবে বলেও জানায় শিক্ষার্থীরা।

এতে বরিশালের সরকারি-বেসরকারি ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

মন্তব্য

ফরিদপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস বর্জন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস বর্জন
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্লাসও বর্জন করেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। স্মারকলিপি জমা শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের এএফ মুজিবুর রহমান সড়ক প্রদক্ষিণ শেষে লালের মোড় গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ করতে হবে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ দেওয়া এবং ডিপ্লোমাধারীদের জন্য প্রাইভেট সেক্টরে বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী বুলবুল আহমেদ মাহিম, কম্পিউটার ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী নাফিজুল রোহান ও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী লামীম ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টর পদে অবৈধ রিটের প্রেক্ষাপটে বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ঐক্যমত্যের ভিত্তিতে এই দাবিগুলো না মানা পর্যন্ত সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং আন্দোলন চলমান থাকবে।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আক্কাস আলী শেখ জানান, শিক্ষার্থীরা একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

যা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি বলেন, আমরা তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসের বাইরে না থেকে ক্লাসে ফিরে আসে। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি।
 

মন্তব্য

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ইউট্যাবের

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ইউট্যাবের

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউট্যাব মনে করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং রাতের অন্ধকারে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরাইলের বর্বর আক্রমণ পরিকল্পিত গণহত্যা। যা বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক।

অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করে সেখানকার মুসলমানদের অধিকার পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিয়ে তার সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৫ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে এমনিতেই বিধ্বস্ত গাজা। সেখানকার বাসিন্দাদের মানবেতর দিন কাটছে। সর্বশেষ সোমবার ভোরে ইসরায়েল যেভাবে আচমকা বোমা হামলা চালিয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক এবং মানবতাবিরোধী।

 

ইউট্যাবের প্রেসিডেন্ট ও মহাসচিব বলেন, আমরা  ইসরায়েলের এমন গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে বিশ্ববাসীকে ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ