শিলংয়ে পৌঁছেছেন হামজা-জামালরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
শিলংয়ে পৌঁছেছেন হামজা-জামালরা
ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। সৌজন্য ছবি

এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মেঘালয়ার ভিভান্তা হোটেলে উঠবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

আরো পড়ুন
নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন শহীদ আফ্রিদি

নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন শহীদ আফ্রিদি

 

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আজ কলকাতার ‍উদ্দেশে সকাল ৯টায় দেশ ছাড়ে বাংলাদেশ। কলকাতা থেকে পরে বিকেল ৪টায় মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছেছে।

২৪ সদস্যের দল নিয়ে ভারতে গেছে বাংলাদেশ। যাওয়ার আগে দল থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন।

আরো পড়ুন
২৪ জনের দল যাচ্ছে শিলংয়ে, শেষ মুহূর্তে বাদ পড়েছেন তিনজন

২৪ জনের দল যাচ্ছে শিলংয়ে, শেষ মুহূর্তে বাদ পড়েছেন তিনজন

 

তারও আগে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করা ২৯ ফুটবলার থেকে বাদ পড়েছেন ইতালিয়ানপ্রবাসী ফাহমিদুল ইসলাম। চোটের কারণে ছিটকে যান সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ।

অন্যদিকে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে নামার অপেক্ষায় আছেন হামজা। আগামী ২৫ মার্চ শিংলয়ের জহুরলাল নেহেরু স্টেডিয়ামে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডারের অভিষেক হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন যারা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন যারা
সংগৃহীত ছবি

আইপিএলের ১৮তম আসর শুরু হচ্ছে আজ। খেলা শুরুর আগে হবে জাঁকজমক অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীদের চোখধাঁধানো পারফরম্যান্সে শুরু হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান। 

আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে গাইবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও র‍্যাপার করণ আউজলার মতো বলিউড সংগীতশিল্পীরা। অভিনেত্রী দিশা পাটানি নাচবেন এই অনুষ্ঠানে। পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, অভিনেতা বরুণ ধাওয়ান ও সঞ্জয় দত্ত।

আরো পড়ুন
সাফজয়ী ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধার অভিযোগ

সাফজয়ী ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধার অভিযোগ

 

অনুষ্ঠানে বলিউড বাদশাহ শাহরুখ খান তার দল কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে ও দলকে অনুপ্রাণিত করতে আসবেন।

‘সিকান্দার’–এর প্রচারকাজের জন্য মঞ্চে উঠবেন মেগাস্টার সালমান খান। 

অতিথিদের মধ্যে অনুষ্ঠানে থাকবেন সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানা। তবে এসব তারকা অনুষ্ঠানে পারফর্ম করবেন কিনা তা নিশ্চিত নয়।

আরো পড়ুন
ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেলেন যারা

ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেলেন যারা

 

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

চলবে ১ ঘণ্টা। সম্প্রচার করবে টি স্পোর্টস, স্টার স্পোর্টস। এ ছাড়া স্পোর্টজেডএক্স অ্যাপে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে দর্শকদের গুণতে হবে সর্বনিম্ন ৩ হাজার রুপি থেকে সর্বোচ্চ ৩০ হাজার রুপি পর্যন্ত। 

মন্তব্য

সাফজয়ী ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধার অভিযোগ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সাফজয়ী ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধার অভিযোগ
ঋতুপর্ণা চাকমা।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য ঋতুপর্ণা চাকমা। দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী দলের সদস্য হিসেবে অবদান রেখেছেন। ২০২২ সালে প্রথমবার সাফ জয়ের পর প্রশাসনের পক্ষ থেকে তাকে বাড়িসহ বিভিন্ন পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

 

২০২৪ সালে দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আবারও প্রশাসনের পক্ষ থেকে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এবারও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে বলে ঋতুপর্ণা চাকমা ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

আরো পড়ুন
ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেলেন যারা

ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেলেন যারা

 

শনিবার সকালে ঋতুপর্ণা তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, ‘২০২২ সালে প্রথমবারের মতো যখন সাফ চ্যাম্পিয়ন হই, তখন পাবর্ত্য চট্টগ্রাম বিভাগের পাঁচজন সদস্য ছিলাম। আমি আর রূপনা চাকমা রাঙামাটি জেলার আর বাকি তিনজন খাগড়াছড়ি।

রাঙামাটি জেলা প্রশাসন আমাদের পাঁচজনকে রাজকীয়ভাবে সংবর্ধনা এবং সম্মানিত করেন। সেই সময়  স্বয়ং জেলা প্রশাসক আমার নিজ গ্রামের বাড়িতে এসেছেন আমার ঘরবাড়ি ও যাতায়াতের  অবস্থান দেখে যান।’

‘সেবার রূপনা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেয় জেলা প্রশাসন। যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, সবই বাস্তবায়ন করে দেন।

আমাকে যখন জিজ্ঞেস করা হলো আমার কী চাওয়া পাওয়া আছে প্রশাসন থেকে, তখন আমি চেয়েছিলাম আমার এলাকাবাসী সুবিধার্থে যাতায়াতের জন্য রাস্তা। কারণ আমার বাড়িতে যাওয়ার রাস্তা নেই। আমি আমার নিজের জন্য কিচ্ছু চাইনি। রাঙামাটি জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিলেন, রাস্তা সংস্কার করে দেবে এবং সেই সঙ্গে আমাকে জায়গাসহ বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।’

‘স্বয়ং আমাকে ডেকে নিয়ে ঘাগড়া বাজারে খাস জায়গা নির্ধারণ করেছেন এবং জায়গাটা আমারও পছন্দ হয়।

সব কিছু ঠিকঠাক হয়। যা-ই হোক, রূপনার সব কিছু বাস্তবায়ন হয়েছে। আমার মনেও বিশ্বাস, আশা ছিল প্রশাসনের কাছ থেকে, আমারও সব কিছু বাস্তবায়ন হবে। দুঃখের বিষয়, আমার কোনো কিছু বাস্তবায়ন হয়নি। যা-ই হোক, ওই বিষয় নিয়ে আমি আর মাথা ঘামাইনি। অনুশোচনাও হয়নি। ২০২২ গেল; সব কিছু ভুলে আমি আমার ক্যারিয়ার নিয়ে মনোযোগী হই।’

আরো পড়ুন
আলমাদা-ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

আলমাদা-ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

 

‘২০২৪ দ্বিতীয়বারে মতো বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়। সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় পুরস্কার জিতেছি। দ্বিতীয়বারের মতো দেশবাসী সবাই মিলে আনন্দ, উল্লাস ভাগাভাগি করে উদযাপন করি। একইভাবে ২০২২ সালে যেভাবে আমাদের সংবর্ধনা দিয়েছিলেন, ঠিক সেভাবেই আমাদের রাজকীয়ভাবে সংবর্ধনা দিয়ে সম্মানিত করেন রাঙামাটি জেলা প্রশাসন। ২০২২ সালে যে আমাকে মিথ্যা আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই নতুন বাংলাদেশ, এই নতুন প্রশাসনের কাছ থেকে দৃঢ় বিশ্বাস ছিল বিগত ২০২২ সালে জায়গাসহ বাড়ি করে দেওয়া এবং যাতায়াতের জন্য রাস্তা সংস্কার করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেইটা বাস্তবায়ন হবে।’

‘দেরিতে হলেও কিছুদিন আগে আমাকে ইউএনও মহোদয় কাজী আতিকুর রহমান স্যার খুশির সংবাদটি জানিয়ে দেন- আমার এলাকার গ্রামবাসীর জন্য রাস্তা নির্মাণ বাবদ রাঙামাটি জেলা পরিষদ থেকে ইতিমধ্যে  বরাদ্দ প্রদান করা হয়েছে। এক মাস আগে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা পরিষদ সদস্য রাস্তাটি পরিদর্শনও করেছেন। ইউএনও স্যার ওনার নিজ উদ্যোগে আমার বাড়িতে সুপেয় পানির জন্য নিজেই গভীর নলকূপ স্থাপন করে দিয়েছেন।’

‘ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় আমাকে একটা ঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। প্রশাসন রাস্তা এবং জায়গাসহ বাড়ি করে দেওয়ার অনুমোদনে সম্মতি দিয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রশাসনের প্রতি। খুবই এক্সাইটেড ছিলাম সংবাদটা শুনে। এত দিন পর প্রশাসন আমাকে বাড়ি করে দেওয়ার সদয় সম্মতি দিয়েছে, কিন্তু এর মধ্যে আমি শুনতে পাচ্ছি, কোনো এক মহল থেকে বাধা আসতে শুরু করেছে! তাহলে আমার ঘাগড়ায় কি কোনো ঠাঁই নেই? এখন আমার অনুশোচনা হচ্ছে, ২০১৭ সাল থেকে আমি দেশের জন্য খেলতেছি, দেশের প্রতিনিধিত্ব করতেছি, নিজ জেলার মানুষের কাছে মূল্যায়নটা পাইলাম কই? লেখায় যদি ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।’

মন্তব্য

ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেলেন যারা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেলেন যারা
ছবি : এএফপি

বিশ্বকাপ বাছাইয়ে বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও মিডফিল্ডার গার্সন। এ ছাড়া কার্ড জটিলতায় পরের ম্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারেস।

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জেতা ম্যাচে ৭১ মিনিটে কলম্বিয়ার সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে মাঠ ছাড়তে হয় তাকে। অবশিষ্ট সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো। অন্যদিকে ২৮ মিনিটে চোটের জন‍্য মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার গার্সনও।

এ ছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম‍্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারেস।

আরো পড়ুন
কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান মারা গেছেন

কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান মারা গেছেন

 

তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদোকে। এ ছাড়া অ্যালিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে। 

গতকাল কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছিল ব্রাজিল।

তবে ইকুয়েডর ভেনেজুয়েলাকে হারালে তিনে নেমে যায় সেলেসাওরা। 

প্রাসঙ্গিক
মন্তব্য

কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান মারা গেছেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান মারা গেছেন

দুই বারের হেভিওয়েটে বিশ্ব চ‍্যাম্পিয়ন জর্জ ফোরম্যান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। কিংবদন্তি এই বক্সার শুক্রবার (২১ মার্চ) নিজ বাড়িতেই মারা যান। খবর বিবিসির।

 

ইনস্টাগ্রামে পরিবারের পক্ষ থেকে লেখা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ ফোরম‍্যান মারা গিয়েছেন। ২১ মার্চ তিনি মারা যান। সেই সময় পরিবার তাঁর পাশেই ছিল। উনি যেমন একজন ভাল স্বামী তেমনি একজন ভাল বাবাও।

প্রসঙ্গত, মহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’–এ লড়েছিলেন এই বক্সার। ফোরম্যানের পরিবারের তরফে জানানো হয়েছে, ‘‌হৃদয়বিদারক খবর। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফোরম্যান আর নেই। ২১ মার্চ তিনি মারা গিয়েছেন।

’‌

১৯৭৩ সালে ফোরম্যান প্রথম হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন হন। হারিয়েছিলেন অপ্রতিরোধ্য জো ফ্রেজিয়ারকে। কিন্তু ১৯৭৪ সালে তিনি হেরে গিয়েছিলেন কিংবদন্তি মোহাম্মদ আলির কাছে। এরপর আচমকাই তিনি বক্সিং থেকে উধাও হয়ে যান। 

আরো পড়ুন
টেসলার গাড়িতে হামলা করলে ২০ বছর জেল : ট্রাম্প

টেসলার গাড়িতে হামলা করলে ২০ বছর জেল : ট্রাম্প

 

পরে রিংয়ে ফেরেন ১৯৯৪ সালে।

সেবার হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হন মাইকেল মুরেরকে হারিয়ে। সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ফোরম্যানের দখলে। খেতাব জিতেছিলেন ৪৬ বছর ১৬৯ দিন বয়সে। তার কেরিয়ার রেকর্ড ৭৬–৫। তার মধ্যে ছিল ৬৮টি নকআউট। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ