মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ছবি : কালের কণ্ঠ

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র রমজান মাসব্যাপী ইফতার আয়োজন ও ইফতার বিতরণের অংশ হিসেবে গতকাল শুক্রবার (২১ মার্চ) চন্দনপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন আলেম-উলামা, উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা, মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।  

এ সময় চন্দনপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি আব্দুর রশিদ, বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল হাসান মুরাদ, দপ্তর সম্পাদক সাইদুর রহমানসহ গণ্যমান্য অনেকেই আলোচনায় অংশ নেন এবং গুরুত্বপূর্ণ মতামত পেশ করে বক্তব্য দেন।

চন্দনপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত অনেক চড়াই-উতরাই পার করে আজ এই মাদরাসা একটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে।

আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অত্র প্রতিষ্ঠানের পাশে থেকে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই তাদের এই চমৎকার আয়োজনের জন্য। আমরা মন থেকে বসুন্ধরা শুভসংঘের জন্য দোয়া করব।

বসুন্ধরা শুভসংঘ মনোহরদী  উপজেলা শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ ভালো কাজের সঙ্গে সব সময় সবার আগে থাকে এবং আগামীতেও থাকবে।

ভবিষ্যতে শুভকাজের এ ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজনটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল হামিদ, সহসাধারণ সম্পাদক শেখ শিপন, গ্রন্থাগার সম্পাদক গাজী শরীফ, সেলিম রেজা, কার্যকরী সদস্য নুরে আলম মাসুম, তারিকুল ইসলাম, আল নোমান প্রমুখ। ইফতারের আগে ফিলিস্তিনের জনগণসহ সব মুসলিম উম্মাহ, দেশবাসী ও বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া ও শান্তি কামনা করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

মাদরাসার এতিমদের সঙ্গে ঈশ্বরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
মাদরাসার এতিমদের সঙ্গে ঈশ্বরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতার
ছবি : কালের কণ্ঠ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানুষের কল্যাণে দেশব্যাপী বসুন্ধরা শুভসংঘ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ইফতার মাহফিল সম্পন্ন করেছে।

ঈশ্বরগঞ্জ উপজেলার মারেফাতুল উলুম এতিম খানা মাদরাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে শুভসংঘের বন্ধুরা ইফতার করেন।

বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আহসানুর হক দিদারের সভাপতিত্বে মাদরাসার বড় হুজুর খলিলুর রহমান ছাড়াও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক ফয়সার আহম্মেদ শাকিল, প্রচার সম্পাদক মোস্তুফা আমীর ফয়সল, ক্রীড়া সম্পাদক রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক জাহিদ, সহসাংগঠনিক সম্পাদক সায়মন আহম্মেদ, শিক্ষাবিষয়ক সম্পাদক রাকিব হাসান ও সিরাজুল ইসলাম প্রমুখ।

উপজেলা শাখার সভাপতি দিদার বলেন, ‘প্রতিবছরই বড় পরিসরে আমরা এই ইফতার মাহফিল আয়োজন করে থাকি। এবারও আল্লাহ পাকের রহমতে আমরা সুন্দরভাবে সম্পন্ন করেছি। আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব, বিপদে-আপদে সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়াব, এটাই হোক মাহে রমজানের মূল দীক্ষা।

বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই।’

মন্তব্য

ট্রাফিক পুলিশদের ছাতা বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রাফিক পুলিশদের ছাতা বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখা
ছবি : কালের কণ্ঠ

রাস্তায় শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপদে গন্তব্যে যেতে নিরলসভাবে কাজ করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তীব্র গরমে কিংবা বৃষ্টিতেও তাদের এ দায়িত্ব পালন করতে হয়। প্রকৃতিতে উঁকি দিচ্ছে গরম। তার মাঝেও চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন মুবিনসহ অন্যরা।

এই গরমে তাদের দায়িত্ব পালনে একটি স্বস্তি দিতে বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম শাখার উদ্যোগে সেই ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম  এ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আলী, সদস্য আমীর খসরুসহ অন্য সদস্যরা। 

বসুন্ধরা শুভসংঘের ছাতা পেয়ে ট্রাফিক পুলিশ সদস্য মুবিন বলেন, ‘শীত শেষে গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। রোদ কিংবা বৃষ্টি হোক আমাদের দায়িত্ব পালন করতে হয়।

বসুন্ধরা শুভসংঘ ছাতা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এটা বড় পাওয়া। আমাদের কথা কয়জনে আর চিন্তা করে। অনেক কষ্টের চাকরি, এখানে এসে না দাঁড়ালে কেউ উপলব্ধি করতে পারবে না।
আমি বসুন্ধরা শুভসংঘে সমৃদ্ধি কামনা করি।’

এ সময় বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের উপহার নিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে নিজের খুব ভালো লাগছে। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা খুব কষ্টসাধ্য একটা কাজ। সেতু এলাকার মোড়ে প্রতিনিয়ত গাড়ির তীব্র যানযট থাকে, তাই তাদের বসার কোনো সুযোগ নেই। তাদের এই কষ্টে একটু পাশে দাঁড়ানো।

তিনি আরো বলেন, ‘এক যুগ ধরে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে অসংখ্য ভালো কাজ করতে পেরেছি। বসুন্ধরা গ্রুপ যে মাটি মানুষের কথা চিন্তা করে তার একটা বড় উদাহরণ হচ্ছে শুভসংঘ।’

মন্তব্য

নিরাপত্তাকর্মীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
নিরাপত্তাকর্মীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ। সবাই যখন পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে উৎসব আনন্দে মেতে ওঠেন, তখনও সমাজের বিভিন্ন কর্মরত মানুষ দায়িত্ব পালন করেন। তাদের কখনো স্বেচ্ছায় কখনো-বা বাধ্য হয়ে কাজ করতে হয়। তাই ঈদ আনন্দ থেকে অনেক সময় তাদের বঞ্চিত থাকতে হয়।

বিশেষ করে নৈশ প্রহরীরা দিন-রাত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন, অথচ তাদের জন্য উৎসবের মুহূর্তগুলো যেন একরকম অনিশ্চিতই থেকে যায়।

এই বিষয়টি চিন্তা করে ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখা। গতকাল শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় তাদের হাতে এই ঈদ উপহারসামগ্রী তুলে দেন শুভসংঘের বন্ধুরা। উপহারের প্রতিটি প্যাকেটে ছিল চাল, তেল, সেমাই, চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহসভাপতি আশরাফুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক ইমামুল হোসাইন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, ও দপ্তর সম্পাদক নাঈম হাসান সহ বিভিন্ন বিভাগের কিছু শিক্ষার্থী। 

বসুন্ধরা শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ জানান, ‘আমরা চেষ্টা করেছি সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ বাস্তবায়ন করতে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা আমাদের সুরক্ষা নিশ্চিত করেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে এই ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সার্বিক সহায়তা ও নির্দেশনা মোতাবেক আমরা এই সুন্দর  আয়োজনটি করতে পেরেছি।  সামনে আরও  সুন্দর আয়োজন করব ইনশাআল্লাহ।’

বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইমামুল হোসাইন আকন্দ বলেন, “ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই নৈশ প্রহরীদের মাঝে আমাদের সামান্য কিন্তু অফুরন্ত ভালোবাসাময় এ উপহার। আশা করি এই উপহার সামগ্রী দায়িত্বশীল ওই মানুষগুলোকে ঈদের আনন্দ উপভোগ করতে সহায়তা করবে। আমরা বিশ্বাস করি আমাদের  দৃষ্টিভঙ্গিই  সমাজের ইতিবাচক পরিবর্তন আনবে।

বসুন্ধরা শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখার এ ধরণের ব্যতিক্রমী চিন্তা ভাবনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন নৈশ প্রহরীরা। তারা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সরিষাবাড়ীতে ঈদ সামগ্রী বিতরণ

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সরিষাবাড়ীতে ঈদ সামগ্রী বিতরণ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ীতে ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) সকালে সরিষাবাড়ী প্রেসক্লাব হল মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘ সরিষাবাড়ী উপজেলা শাখা এ ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, লবণ, চাউল।

ঈদ সামগ্রী পেয়ে শান্তি বেওয়া, সুফিয়া বেগম, ফজিলা বেগম, সালমা খাতুন, রবিউল ইসলাম, তজর আলীসহ অনেকেই বলেন, আমরা গরিব মানুষ।

কেউ আমাদের সাহায্য দিতে এগিয়ে আসেনি। বসুন্ধরা আমাদের কষ্টের কথা ভেবে ঈদ সামগ্রী পাঠিয়েছে। এতে আমরা অনেক খুশি। এই রমজান মাসে দোয়া করি, এই সাহায্য দিতে যারা এগিয়ে এসেছে আল্লাহ তাদের ভালো করুক।
 

এসময় কবি জাকারিয়া জাহাঙ্গীর বলেন, যারা সমাজের পিছিয়ে পড়া বিত্তহীন তাদের পাশে দাঁড়ানো বিশিষ্টজনদের কর্তব্য। বসুন্ধরা শুভসংঘ এই কাজটি করে যাচ্ছে। ঈদ উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ অসহায়দের জন্য যে উপহারসামগ্রী বিতরণ করছে তা মহতি উদ্যোগ। তিনি এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

শিক্ষক ও সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত এসময় বলেন, বসুন্ধরা শুভসংঘ সারা বাংলাদেশে ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অসহায় নারী সমাজকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বসুন্ধরা। এই ধারাবাহিকতায় আজ সরিষাবাড়িতে অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। তাদের এই মহতি কাজ ধারাবাহিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা শাখার সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম ইব্রাহীম হোসেন লেবু, সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, শুভসংঘের উপদেষ্টা মমিনুল ইসলাম কিসমত, সোহানুর রহমান, শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এসএম খুররম আজাদ, শিক্ষক একেএম আমিনুল ইসলাম শামীম শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সাঈম প্রমুখ।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ