অতিরিক্ত চার্জ ছাড়াই বিডিটিকেটস-এ মিলবে ঈদের বাস টিকিট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অতিরিক্ত চার্জ ছাড়াই বিডিটিকেটস-এ মিলবে ঈদের বাস টিকিট

আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে, দেশের অন্যতম অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস এবারও নিয়ে এসেছে ঈদ স্পেশাল বাস টিকিট অফার। যাত্রীদের ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করতে, বিডিটিকেটস ২০ লাখেরও বেশি বাস টিকিট বিক্রি করবে। তবে এতে কোনো অতিরিক্ত চার্জ দেওয়া লাগবে না।

আরো পড়ুন
দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

 

প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের জন্য টিকিট পাওয়া একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে এবং টিকেট কালোবাজারে অতিরিক্ত দামে বিক্রি করে। এতে সাধারণ যাত্রীদের প্রচণ্ড ভোগান্তির শিকার হতে হয়। তবে বিডিটিকেটস সবসময় চেয়েছে যাত্রীদের সাশ্রয়ী ও ঝামেলাহীন টিকেটিং সুবিধা দিতে। সেই লক্ষ্যেই এবারের ঈদে বিডিটিকেটস নিশ্চিত করছে দেশের সেরা বাস সার্ভিসের টিকিট, যা পাওয়া যাবে সব রুটে, নির্ধারিত মূল্যে এবং কোনো অতিরিক্ত চার্জ ছাড়া।
টিকিট কাটতে লগইন করুন bdtickets অ্যাপে অথবা ভিজিট করুন https://www.bdtickets.com-এ! অথবা কল করুন যেকোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করুন—সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা।

বিডিটিকেটস-এর প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা দীর্ঘ লাইনের ঝামেলা এড়িয়ে ঘরে বসেই অনলাইনে নিজের পছন্দের টিকিট বুক করতে পারবেন। দেশের যে কোনো জায়গা থেকে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে যাত্রীরা তাদের প্রয়োজনীয় টিকিট মুহূর্তেই সংগ্রহ করতে পারবেন। 

ঈদে ঘরে ফেরার জন্য টিকিট কাটা সাকিব ইউসুফ বলেন, আগে বাসের টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো।

অনেক সময় টিকিট কিনতে গিয়ে শুনতে হতো টিকেট নেই। তারপর অতিরিক্ত দাম ও চার্জ দিয়ে কালোবাজার থেকে কিনতে হতো। কিন্তু গত ঈদ থেকে আমি বিডিটিকেটস-এ টিকেট কাটি। তাই এখন নিশ্চিন্তে, অতিরিক্ত চার্জ ছাড়াই, ঘরে বসেই টিকিট কিনতে পারি।

আরো পড়ুন
মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

 

বিডিটিকেটস-এর ঈদ স্পেশাল অফারে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা, ঢাকা-বরিশালসহ দেশের সব প্রধান রুটের টিকিট পাওয়া যাবে।

যাত্রীদের নির্ভরযোগ্য সেবা প্রদানের লক্ষ্যে, বিডিটিকেটস বিগত বছরগুলোতে ঈদসহ বিভিন্ন উৎসবে নিরবচ্ছিন্ন টিকেটিং সেবা দিয়ে আসছে। যাত্রীদের নিরাপদ ও নিশ্চিন্ত যাত্রা নিশ্চিত করাই বিডিটিকেটস-এর মূল লক্ষ্য।

ঈদ স্পেশাল বাস টিকিট অফারটি ইতোমধ্যেই চালু হয়েছে, এবং আগ্রহী যাত্রীরা দ্রুতই তাদের টিকিট বুকিং নিশ্চিত করতে পারবেন। বিডিটিকেটস সবসময় চায় যাত্রীরা যেন দ্রুত, সাশ্রয়ী ও নিশ্চিন্তভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। তাই এবারের ঈদে কোনো দুশ্চিন্তা ছাড়াই নির্ধারিত মূল্যে টিকিট বুক করতে এখনই ভিজিট করুন বিডিটিকেটস-এর ওয়েবসাইট বা অ্যাপ।

মন্তব্য

সম্পর্কিত খবর

আইএসইউ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ

প্রচলিত ধারণার বাইরে আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম

শেয়ার
প্রচলিত ধারণার বাইরে আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম

উচ্চশিক্ষার জন্য ব্যবসায় প্রশাসন এখন শিক্ষার্থীদের পছন্দের তালিকায় অন্যতম। সময়ের সঙ্গে বহুজাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কর্মপরিধি প্রতিনিয়ত বাড়ছে। ব্যবসায় প্রশাসনে একজন স্নাতক (বিবিএ) তার কর্মজীবনে আকর্ষণীয় বেতন, উন্নত সুযোগ-সুবিধা ছাড়াও সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে যেকোনো প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলোতে কাজ করার সুযোগ পাচ্ছেন। কাজ করছেন বিশ্বব্যাংক থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায়।

দেশের দারিদ্র বিমোচনে রাখছে উল্লেখযোগ্য ভূমিকা। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থীরা দুই ধরনের কাজ করতে পারেন। উদ্যোক্তা হয়ে নিজের মতো কাজ করা, নয়তো অন্যের অধীনে চাকরি করা। উদ্যোক্তা হতে আর্থিক মূলধন দরকার হওয়াতে পড়াশোনা শেষে বিশেষায়িত কোনো প্রতিষ্ঠানে কাজ করাই থাকে এই বিষয়ের শিক্ষার্থীদের মূল লক্ষ্য।

সফল ব্যাংকার হওয়ার জন্যও অনেকে বিবিএতে পড়েন।

বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, চাকরির ক্ষেত্রে ব্যবসায় প্রশাসনের একজন শিক্ষার্থীর শিক্ষা স্তর তার অন্যান্য যোগ্যতা ওপর নির্ভর করে। দেখা যায়, একজন ব্যক্তির স্নাতক বা মাস্টার ডিগ্রি আছে। কিন্তু অন্যজনের স্নাতকের পাশাপাশি কাজ করার অভিজ্ঞতা আছে।

সে কর্মদক্ষতা প্রমাণ করেছে। তখন নির্দিষ্ট চাকরির জন্য যোগ্যতার বিচারে সে এগিয়ে যাবে। আমাদের সরকারি-বেসরকারি অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকে না। হাতে-কলমে অভিজ্ঞতার অভাবে পিছিয়ে পড়েন। এসব বিষয় চিন্তা করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয়তা এবং ভবিষ্যত বাংলাদেশের উপযোগী দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, ‘ভবিষ্যতের ভালোর জন্য বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্টই গুরুত্বপূর্ণ। তবে এই ক্ষেত্রে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সামনের সারির। অন্যান্য বিষয়ের চেয়ে বিবিএতে ক্যারিয়ার গড়া সহজ ও সুযোগ বেশি। এই বিষয়ে অনেক স্নাতক বহুজাতিক কম্পানিতে কাজ করার স্বপ্ন দেখেন। যে সুযোগ করে দিচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়। বিবিএতে তাত্ত্বিক বিষয়ের চেয়ে ব্যবহারিক বা প্রায়োগিক বিষয় বেশি প্রয়োজনীয়। তাই আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে কাজ করে যাচ্ছি।’

সংশ্লিষ্ট বিভাগের চেয়ারপারসন ড. মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের উপযোগী দক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরির লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টকে সাজানো হয়েছে। প্রচলিত ধারণার বাইরে এবং আন্তর্জাতিক মানকে সামনে রেখে আমাদের বিভাগের পাঠ্যক্রম প্রস্তুত করা হয়েছে এবং সেই অনুযায়ী দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ ও আধুনিক পাঠদান পদ্ধতি নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের গবেষণা কার্যক্রমকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন ধরণের প্রাতিষ্ঠানিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশি ও বিদেশি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপন ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখেছে।’

এ ছাড়াও ‘স্ট্যান্ডার্ড গ্রুপের’ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও যোগ্যতাসম্পন্ন গ্রাজুয়েটদের চাকরি দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে মোট ৬টি বিভাগ চালু রয়েছে। এরমধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সাইন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটেরেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল’ (এলএলবি অনার্স)। একই অনুষদের অধীনে কোর্স অন প্রি-ইউনিভার্সিটি ইংলিশ পরিচালিত হয়। আইএসইউতে জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর বছরে দুটি সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে আকর্ষণীয় স্কলারশিপ, বৃত্তি এবং ওয়েভার প্রদান করা হয়। যার মধ্যে পূর্ণ অনুদান (১০০%) থেকে শুরু করে আংশিক মওকুফসহ শিক্ষার্থীদের মোট ১৪টি ক্যাটেগরিতে স্কলারশিপ, বৃত্তি এবং ওয়েভার প্রদান করা হয়।

মন্তব্য

মিনিস্টারের ‘কোটিপতি হোন’ অফার ঘোষণা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মিনিস্টারের ‘কোটিপতি হোন’ অফার ঘোষণা
সংগৃহীত ছবি

দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মিনিস্টারে চলছে অস্থির বাজারে স্বস্তির অফারে ‘কোটিপতি হোন’ অফার। এই অফারে ক্রেতাগণ মিনিস্টার ব্র্যান্ডের যেকোনো মডেলের ফ্রিজ ও ফ্রিজার, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই পাচ্ছেন স্ক্র্যাচকার্ড এবং স্ক্র্যাচকার্ড ঘষলেই হতে পারেন কোটিপতি, লাখপতি ও পেতে পারেন একটির সাথে আরেকটি ফ্রি এবং বিশাল মূল্যছাড়সহ নিশ্চিত আকর্ষণীয় গিফট বক্স। 

এ বিষয়ে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সোহেল কিবরিয়া, হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বলেন, “মিনিস্টার ব্র্যান্ড সব সময় ক্রেতাগণের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। এবারের ঈদেও তার ব্যতিক্রম ঘটেনি।

দেশের এই অস্থিতিশীল বাজারে ক্রেতাগণ যাতে স্বাচ্ছন্দ্র্যে  ইলেকট্রনিকস পণ্য কিনতে পারেন সে জন্যই আমাদের এই অফার।’

তিনি আরো বলেন, ‘এই অফারে আমরা সর্বত্রই ব্যাপক সাড়া পাচ্ছি।  ইতোমধ্যে আমরা দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লাখপতি ও একটির সাথে একটি ফ্রি বিজয়ী পেয়েছি । এদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা ইব্রাহীমপুরের সাদিয়া রহমান, জামালপুরের হাবিবুর রহমান, বাগেরহাটের জোহর মোল্লা, বগুড়ার রফিকুল ইসলাম, কক্সবাজারের ইলয়াস, কুমিল্লার হেদায়েত উল্লাহসহ অনেকে।

এখন অপেক্ষা শুধু কোটিপতি বিজয়ীর…। 

মিনিস্টার ব্র্যান্ডের যেকোনো পণ্য ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন অবিশ্বাস্য ডিসকাউন্টসহ আকর্ষণীয় গিফট বক্স। ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি পাচ্ছেন মাত্র ১৭,৯০০ টাকায় সাথে থাকছে ২,০০০ টাকার ক্যাশ ভাউচার। এ ছাড়া নির্দিষ্ট মডেলের এলইডি টিভিতে রয়েছে ৫৩% মূল্যছাড়।

শুধু কি তাই, মিনিস্টার ফ্রিজে থাকছে ১৩,২৬১ টাকা পর্যন্ত মূল্যছাড় এবং এসিতে রয়েছে ১২,০০০ টাকা পর্যন্ত মূল্যছাড়সহ ফ্রি ইনস্টলেশন সুবিধা। এ ছাড়া হোম অ্যাপ্লায়েন্স পণ্যে রয়েছে বিশাল ডিসকাউন্টসহ সব পণ্যে থাকছে নিশ্চিত আকর্ষণীয় গিফট বক্স।

এ অফারের সুযোগ গ্রহণ করতে আর দেরি না করে আজই আসুন আপনার নিকটস্থ মিনিস্টারের শোরুমে আর হয়ে যান লাখপতি বা কোটিপতি। সর্বশেষ অফার বা যেকোনো তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ অথবা যোগাযোগ করতে পারেন হটলাইন: 09606700700

প্রাসঙ্গিক
মন্তব্য

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫’ রোববার (২৩ মার্চ, ২০২৫) শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন অদপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। তিতাস ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস রানার-আপ হয়েছেন।

আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ৯ খেলায় সাড়ে ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।

আট পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস রানার-আপ হন। সাত পয়েন্ট করে অর্জন করেন ৪ জন খেলোয়াড় এবং টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয়, দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের কাজী সাইফ চতুর্থ, সাধারণ বীমা কর্পোরেশনের স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ পঞ্চম ও ইসফট এরিনার আব্দুল মোমিন ষষ্ঠ স্থান লাভ করেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে সপ্তম হতে ১৫তম স্থান লাভ করেন যথাক্রমে সাধারণ বীমা কর্পোরেশনের স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের শাহিনুর হক, সাধারণ বীমা কর্পোরেশনের স্পোর্টিং ক্লাবের মো. নাসির উদ্দিন, এসবিপি-এমএফ এর সিয়াম চৌধুরী, সুলতানা কামাল পাঠাগারের ক্যান্ডিডেট মাস্টার মো. জামাল উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ও স্পোর্টস বাংলার গোলাম মোস্তফা ভূঁইয়া।

বিশেষ পুরস্কার পান যথাক্রমে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মো. হুমায়ুন কবীর শ্যামল, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, আকিল হাসান, জোয়েনা মেহবিশ, আওসাফ চৌধুরী, মো. জাকির হোসন ও মো. রাজীব হাসান।

 

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে বিজয়ীদের মোট নগদ দেড় লক্ষ টাকা অর্থ পুরস্কার ও ওয়ালটন সামগ্রী দেয়া হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও সাবেক সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ ও ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও স্পোর্টস অ্যাডভাইজার এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা লাভলু ও আন্তর্জাতিক বিচারক মো. হারুন অর রশিদ। এবারের প্রতিযোগিতায় ১৪২ জন দাবাড়– অংশ নেন।

‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫’ এর চ্যাম্পিয়ন এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। 
 

মন্তব্য

রমজান উপলক্ষে ইউনিলিভার আয়োজিত ‘ইফতারের আগে লাইফবয় টাইম’ ক্যাম্পেইন

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
রমজান উপলক্ষে ইউনিলিভার আয়োজিত ‘ইফতারের আগে লাইফবয় টাইম’ ক্যাম্পেইন
সংগৃহীত ছবি

রমজানে ইফতার বাজার মানেই উৎসবমুখর পরিবেশে হাজার মানুষের সমাগম। আর চকবাজারের ইফতারের কথা সবার মুখে মুখে। প্রতি রমজানেই এই চকবাজারে বাহারি ইফতারের পসরা বসে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের দূর-দূরান্ত থেকেও মানুষ আসে এই ইফতার বাজারে ইফতার কিনতে বা করতে।

যেখানে হাজারো মানুষের সমাগম সেখানে ফুড সেফটি আর হাইজিন নিয়ন্ত্রণ করা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। তাই গত বছর থেকেই এই চ্যালেঞ্জিং ব্যাপারটায় কাজ করছে দেশের লিডিং ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) ব্র্যান্ড “লাইফবয়”। এর ধারাবাহিকতায় এবারও লাইফবয় হ্যান্ডওয়াশ শুরু করেছে “ইফতারের আগে লাইফবয় টাইম” ক্যাম্পেইন। যার মূল উদ্দেশ্য - খাবার আগে হাইজিন রক্ষা করে মানুষকে হাত ধোয়া নিয়ে সচেতন করা।
হাত ধোয়ার সাথে সাথে জীবাণু  থেকে সুরক্ষিত রাখাও এই ক্যাম্পেইনের লক্ষ্য। 

লাইফবয় ঘরের সাথে ঘরের বাইরেও হাইজিন বজায় রাখতে কাজ করে যাচ্ছে। জীবাণু থেকে সুরক্ষিত থাকতে চকবাজারের প্রতিটি গলির প্রতিটি দোকান সেজে উঠেছে লাইফবয় ব্র্যান্ডের ছাতা, অ্যাপ্রন, গ্লাভস, হ্যান্ডওয়াশের মত হাইজিন ইকুইপমেন্টে। ফলে চকবাজারে আসা ক্রেতারা পাচ্ছে আগের থেকে আরো স্বাস্থ্যসম্মত ইফতার।

এই ক্যাম্পেইনের কারণে ভ্রাম্যমান দোকানগুলোর চেহারাও বদলে গিয়েছে। এখন শুধু বিক্রেতাদেরই নয়, ক্রেতা সমাজেও ইফতারে হাইজিন নিয়ে সচেতনতা এসেছে। 

ঈদ ও রমজানের মতো উৎসবের সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই জরুরি। আর এই সময়ে হাত পরিষ্কার রাখাটাও খুব দরকারি। তাই লাইফবয় "ইফতারের আগে লাইফবয় টাইম" ক্যাম্পেইনের মাধ্যমে জনসাধারণকে ইফতার ও অন্যান্য খাবার খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে সচেতন করছে।

এর মাধ্যমে উৎসবের সময় পরিবারগুলোকে স্বাস্থ্যসম্মত ও সুন্দর অভিজ্ঞতা দেওয়াই লাইফবয়ের মূল লক্ষ্য। 

চকবাজারের ক্রেতা-বিক্রেতাগণ এই অনন্য উদ্যোগের জন্য লাইফবয় এবং ইউনিলিভার বাংলাদেশ-কে ধন্যবাদ জানিয়েছেন। লাইফবয় আশাবাদী শুধু রমজান নয়, সারা বছরই এই হাত ধোয়ার অভ্যাস বজায় থাকবে।
জীবাণু থেকে সুরক্ষিত রাখার এই প্রয়াস লাইফবয় হ্যান্ডওয়াশ-এর পক্ষ থেকে নতুন কিছু নয়। ২০২৩ সালে লাইফবয় একটি ক্যাম্পেইনের মাধ্যমে দেশের নানান প্রান্তের স্কুলগুলোতে প্রায় ১০ লক্ষ ছাত্রছাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি প্রচার করে। শুধু তাই নয়, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মানুষের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলেছে। ব্র্যান্ডটি নিজ উদ্যোগের পাশাপাশি বিভিন্ন এনজিওর সাথে যুক্ত থেকেও কাজ করছে। এর আওতায় ব্র্যান্ডটি ৫ লক্ষ হ্যান্ডওয়াশ স্যাশে বিতরণ করেছে, দিয়েছে ‘বাইলোভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার’ মেশিন এবং দেশের নানান অঞ্চলে প্রায় ১০ লক্ষ টাকা সমমূল্যের ডাক্তারি সেবা। 

ক্যাম্পেইনের আয়োজকরা মনে করেন, দেশের সকল মানুষ হাত ধোয়া এবং জীবাণু সম্পর্কে সচেতন হলেই এই ক্যাম্পেইন সফল হবে। এর সাথে জীবাণুর মাধ্যমে ছড়ানো রোগব্যাধির সংক্রমণ কমে আসবে বলে তাদের ধারণা। ইউনিলিভার ব্র্যান্ড টিম রমজানের এই ক্যাম্পেইনের পাশাপাশি জীবাণু সম্পর্কে সচেতনতা গড়তে বছর জুড়েই আরো নতুন নতুন ক্যাম্পেইন নিয়ে আসবে বলে জানান। দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করাই হবে এসব ক্যাম্পেইনের মূল লক্ষ্য। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ